ETV Bharat / state

মেমারিতে রাইস মিলের দেওয়াল চাপা পড়ে মৃত 2, আর্থিক সাহায্য় প্রশাসনের - accident at Bardhaman

শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 2 লাখ ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় ।

wall of a rice mill collapsed in Burdwan
wall of a rice mill collapsed in Burdwan
author img

By

Published : Dec 11, 2020, 7:03 PM IST

মেমারি, 11 ডিসেম্বর: রাইস মিলের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল 2 শ্রমিকের । পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে । আহত হয়েছেন আরও চারজন । তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য় করা হয়।

মেমারির মণ্ডল গ্রামের একটি রাইস মিলে বস্তায় চাল ভরতি করার কাজ চলছিল । সেই সময় ওই মিলের একটি দেওয়াল ধসে পড়ে । তাতেই চাপা পড়েন ছ'জন শ্রমিক । এরপর দ্রুত আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের । মৃতদের নাম বাদল দাস ও কিশোর হাজরা । অন্য চারজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ দু'টির ময়নাতদন্ত করা হয় । এদিকে শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারের হাতে 2 লাখ টাকার ও আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ অন্যরা ।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, গতরাতে মেমারি রাইস মিলের দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে মেমারি থানা পুলিশ ঘটনাস্থানে যায় । দ্রুততার সঙ্গে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয় । রাজ্য সরকারের তরফে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে ।

আরও পড়ুন: হাওড়ায় লরি-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, আহত 1

শম্পা ধাড়া বলেন, দুর্ঘটনায় যে দু'জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে । প্রশাসন তাঁদের পাশে আছে ।

মেমারি, 11 ডিসেম্বর: রাইস মিলের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল 2 শ্রমিকের । পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে । আহত হয়েছেন আরও চারজন । তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য় করা হয়।

মেমারির মণ্ডল গ্রামের একটি রাইস মিলে বস্তায় চাল ভরতি করার কাজ চলছিল । সেই সময় ওই মিলের একটি দেওয়াল ধসে পড়ে । তাতেই চাপা পড়েন ছ'জন শ্রমিক । এরপর দ্রুত আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের । মৃতদের নাম বাদল দাস ও কিশোর হাজরা । অন্য চারজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ দু'টির ময়নাতদন্ত করা হয় । এদিকে শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারের হাতে 2 লাখ টাকার ও আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ অন্যরা ।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, গতরাতে মেমারি রাইস মিলের দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে মেমারি থানা পুলিশ ঘটনাস্থানে যায় । দ্রুততার সঙ্গে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয় । রাজ্য সরকারের তরফে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে ।

আরও পড়ুন: হাওড়ায় লরি-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, আহত 1

শম্পা ধাড়া বলেন, দুর্ঘটনায় যে দু'জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে । প্রশাসন তাঁদের পাশে আছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.