ETV Bharat / state

বামেদের চাক্কা জ্যামে আটকে পড়ল দুই মন্ত্রীর গাড়ি - Agriculture law

শনিবার দুপুর নাগাদ বর্ধমানের নবাবহাট সংলগ্ন 2 নং জাতীয় সড়ক অবরোধ শুরু করে বামকর্মী সমর্থকেরা । অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এই অবরোধে আটকে পড়ে মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ি । বিক্ষোভকারীরা সেইসময় শাসকদলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । পরে পুলিশি হস্তক্ষেপে তাঁদের গাড়ি বের করে দেওয়া হয় ।

bardhaman
বামেদের চাক্কা জ্যামে আটকে পড়ল দুই মন্ত্রীর গাড়ি
author img

By

Published : Feb 6, 2021, 5:58 PM IST

বর্ধমান, 6 ফেব্রুয়ারি : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং দিল্লিতে কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে আজ সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে দেশব্যাপী "চাক্কা জ্যাম"-র ডাক দেওয়া হয়েছিল। তার জেরে বর্ধমান শহরে নবাবহাট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বামকর্মী সমর্থকরা । এই চাক্কা জ্যামে আটকে পড়ে দুই মন্ত্রীর গাড়ি। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে মন্ত্রীদের জন্য রাস্তা ছেড়ে দেয় ।


শনিবার দুপুর নাগাদ বর্ধমানের নবাবহাট সংলগ্ন 2 নং জাতীয় সড়ক অবরোধ শুরু করে বামকর্মী সমর্থকেরা । অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এই অবরোধে আটকে পড়ে মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ি । বিক্ষোভকারীরা সেই সময় শাসকদলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । যাতে কোনওভাবেই মন্ত্রীদের গাড়ি ছাড়া না হয় সেই দাবি তুলতে থাকে তারা। পরে পুলিশি হস্তক্ষেপে মন্ত্রীদের বের করে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন, আপাত শান্তিতে মিটল কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি

মন্ত্রী সুজিত বসু বলেন ,"গলসিতে সরকারি অনুষ্ঠান আছে । সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি । কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে লড়াই চালিয়ে আসছে। কিন্তু সরকারের তরফ থেকে আমরা অবরোধকে সমর্থন করি না । আমরা মনে করি, নিশ্চয় আন্দোলন হবে । সেই কারণে আমরা আন্দোলন করছি। শুধু একটা অবরোধ করে দিয়ে সমস্যার সমাধান করা যায় না । এর বিরুদ্ধে যে তীব্রতর আন্দোলন হওয়ার কথা, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে ,আমরাও করছি।"

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "আমরা কৃষি আইনের বিরুদ্ধে । এই কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনিই প্রথম মুখ খুলেছিলেন। তবে আমরা আন্দোলনকে সমর্থন করলেও রাস্তা অবরোধকে সমর্থন করি না ।"

বর্ধমান, 6 ফেব্রুয়ারি : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং দিল্লিতে কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে আজ সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে দেশব্যাপী "চাক্কা জ্যাম"-র ডাক দেওয়া হয়েছিল। তার জেরে বর্ধমান শহরে নবাবহাট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বামকর্মী সমর্থকরা । এই চাক্কা জ্যামে আটকে পড়ে দুই মন্ত্রীর গাড়ি। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে মন্ত্রীদের জন্য রাস্তা ছেড়ে দেয় ।


শনিবার দুপুর নাগাদ বর্ধমানের নবাবহাট সংলগ্ন 2 নং জাতীয় সড়ক অবরোধ শুরু করে বামকর্মী সমর্থকেরা । অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এই অবরোধে আটকে পড়ে মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ি । বিক্ষোভকারীরা সেই সময় শাসকদলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । যাতে কোনওভাবেই মন্ত্রীদের গাড়ি ছাড়া না হয় সেই দাবি তুলতে থাকে তারা। পরে পুলিশি হস্তক্ষেপে মন্ত্রীদের বের করে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন, আপাত শান্তিতে মিটল কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি

মন্ত্রী সুজিত বসু বলেন ,"গলসিতে সরকারি অনুষ্ঠান আছে । সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি । কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে লড়াই চালিয়ে আসছে। কিন্তু সরকারের তরফ থেকে আমরা অবরোধকে সমর্থন করি না । আমরা মনে করি, নিশ্চয় আন্দোলন হবে । সেই কারণে আমরা আন্দোলন করছি। শুধু একটা অবরোধ করে দিয়ে সমস্যার সমাধান করা যায় না । এর বিরুদ্ধে যে তীব্রতর আন্দোলন হওয়ার কথা, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে ,আমরাও করছি।"

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "আমরা কৃষি আইনের বিরুদ্ধে । এই কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনিই প্রথম মুখ খুলেছিলেন। তবে আমরা আন্দোলনকে সমর্থন করলেও রাস্তা অবরোধকে সমর্থন করি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.