জামালপুর, ১৭ ফেব্রুয়ারি : ট্রাকের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১৫ জন। আজ সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা মোড়ে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জৌগ্রাম-মেমারি সড়ক দিয়ে যাত্রী নিয়ে ট্রেকারটি যাচ্ছিল। উলটো দিক থেকে দ্রুতবেগে একটা মালবোঝাই ট্রাক আসছিল। পথে কোলসরার কাছে ট্রেকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি উলটে যায় এবং রাস্তার পাশে ছিটকে পড়ে ট্রেকারটি। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থানে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তারা আহত যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে জামালপুর থানার পুলিশ।
ট্রেকার ও ট্রাকের চালক গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা ১৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। তাঁরা বলেন, "প্রতিদিন ওই এলাকায় ছোটো-বড় দুর্ঘটনা হয়। কোলসরা মোড়ের কাছে স্পিড ব্রেকার বসানো উচিত।"