বর্ধমান, 14 ডিসেম্বর : বিজেপির পথসভাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির বাকযুদ্ধ ৷ ঘটনায় উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে । গতকাল বিকেলে 14 নম্বর ওয়ার্ডের ছোটোনীলপুর পীরতলায় একটি পথসভা ছিল বিজেপির ।
বিজেপির অভিযোগ, সেই পথসভায় বাধা দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা । এরপরই দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায় । দু'পক্ষই হকি স্টিক, লাঠি, বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়ে । দু'দলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
বিজেপি জেলা সম্পাদক শ্যামল রায় বলেন, " আমরা অনুমতি নিয়েই দলীয় কর্মসূচি করেছিলাম । তৃণমূলের লোকজন অনুমতি দেখতে চায় । ওরা অনুমতি দেখতে চাওয়ার কে? সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা করে । "
অন্যদিকে, 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌরীশংকর ভট্টাচার্য বলেন, "বিজেপি বদলা চাই বলে এলাকায় এলাকায় অশান্তি করতে চাইছে । আমাদের ছেলেরা পালটা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাদের উপর হামলা হয় । ঘটনায় দু'জন আহত হয়েছেন ।"