ETV Bharat / state

"জয়শ্রীরাম বলায় বাড়ি ঢুকে রামদার কোপ মারে তৃণমূলের লোকজন"

জয়শ্রীরাম বলায় এবার একই পরিবারের তিনজনের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তবে তৃণমূলের তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে ।

author img

By

Published : Jun 1, 2019, 11:25 PM IST

আক্রান্ত তিনজন

কালনা, 1 জুন : জয়শ্রীরাম বলায় একই পরিবারের তিনজনের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তাদের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় । ঘটনাটি নাদনঘাট থানার ভাটরা গ্রামের ।

গতরাতে জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় তৃণমূলের লোকজন একই পরিবারের তিনজনের উপর আক্রমণ করে বলে অভিযোগ । ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় । জখম ওই তিনজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে তাদের প্রতাপনগর স্টেট জেনেরাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ওই পরিবারেরই সদস্য মাধবী বাগ বলেন, "গতরাতে আমার স্বামী ও ছেলে বাড়ির ভিতরে জয়শ্রীরাম স্লোগান দেয় । এই কারণে আমাদের প্রতিবেশী তৃণমূল কর্মীরা ওই রাতেই আমার বাড়িতে চড়াও হয় । আমার স্বামী, পুত্র ও কন্যার উপর রামদা চালায় । মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে । রক্তাক্ত অবস্থায় স্বামী ও ছেলেকে হাসপাতালে ভরতি করা হয় । আমরা আতঙ্কিত।"

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি বিধান ঘোষ বলেন, "আমাদের এই কর্মীদের উপর তৃণমূলের লোকজন চড়াও হয় । চরম অত্যাচারের শিকার তারা । আশঙ্কাজনক অবস্থায় আমাদের BJP কর্মী স্বপন বাগ ও জয়ন্ত বাগকে হাসপাতালে ভরতি করা হয়েছে । থানায় লিখিত অভিযোগ হয়েছে ।" যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কথা অস্বীকার করেছেন । পালটা অভিযোগ করে তৃণমূল নেতা নবকুমার কর বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই । আমাদের দলের কোনও কর্মীই জড়িত নয় । নিজেদের মধ্যে অশান্তির ঘটনা ঘটিয়ে তৃণমূলের নাম নিয়ে বদনাম করার চেষ্টা করছে BJP-র লোকজন ।"

কালনা, 1 জুন : জয়শ্রীরাম বলায় একই পরিবারের তিনজনের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তাদের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় । ঘটনাটি নাদনঘাট থানার ভাটরা গ্রামের ।

গতরাতে জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় তৃণমূলের লোকজন একই পরিবারের তিনজনের উপর আক্রমণ করে বলে অভিযোগ । ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় । জখম ওই তিনজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে তাদের প্রতাপনগর স্টেট জেনেরাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ওই পরিবারেরই সদস্য মাধবী বাগ বলেন, "গতরাতে আমার স্বামী ও ছেলে বাড়ির ভিতরে জয়শ্রীরাম স্লোগান দেয় । এই কারণে আমাদের প্রতিবেশী তৃণমূল কর্মীরা ওই রাতেই আমার বাড়িতে চড়াও হয় । আমার স্বামী, পুত্র ও কন্যার উপর রামদা চালায় । মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে । রক্তাক্ত অবস্থায় স্বামী ও ছেলেকে হাসপাতালে ভরতি করা হয় । আমরা আতঙ্কিত।"

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি বিধান ঘোষ বলেন, "আমাদের এই কর্মীদের উপর তৃণমূলের লোকজন চড়াও হয় । চরম অত্যাচারের শিকার তারা । আশঙ্কাজনক অবস্থায় আমাদের BJP কর্মী স্বপন বাগ ও জয়ন্ত বাগকে হাসপাতালে ভরতি করা হয়েছে । থানায় লিখিত অভিযোগ হয়েছে ।" যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কথা অস্বীকার করেছেন । পালটা অভিযোগ করে তৃণমূল নেতা নবকুমার কর বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই । আমাদের দলের কোনও কর্মীই জড়িত নয় । নিজেদের মধ্যে অশান্তির ঘটনা ঘটিয়ে তৃণমূলের নাম নিয়ে বদনাম করার চেষ্টা করছে BJP-র লোকজন ।"

Intro:জয় শ্রীরাম বলায় অস্ত্রের কোপ পরিবারের তিনজনকে

সন্তোষ দাস, কালনা


জয় শ্রী রাম সোগ্লান দেওয়ায় এবার একই পরিবারের তিনজনের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই পরিবারের তিনজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চান্চল্য ছড়ালো নাদনঘাট থানার ভাটরা গ্রামে।আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের প্রতাপনগর ষ্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে আক্রান্তদের পরিবারের লোকজন জানান।এই ঘটনার কথা তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছে।
আক্রান্ত ওইএকজন পরিবারের সদস্য মাধবী বাগ বলেন,‘বাড়ির মধ্যে শুক্রবার রাতে আমার স্বামী ও ছেলে জয় শ্রী রাম স্লোগান দেয়।আর এই কারনেই তৃণমূল আশ্রিত প্রতিবেশীরা ওই রাতেই আমার বাড়ির উপর চড়াও হয়।আমার স্বামী,পুত্র ও কন্যার উপর রামদা চালিয়ে দিলে গুরুতরভাবে জখম হয় স্বামী ও ছেলে।মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা পর্যন্ত করে।রক্তাক্ত অবস্থায় স্বামী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়,বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছেন।আমরা আতঙ্কিত।’এই বিষয়ে বিজেপির জেলা পরিষদ সভাপতি বিধান ঘোষ বলেন,‘আমাদের এই কর্মীদের উপর তৃণমূলের লোকজন চড়াও হয় ও চরম অত্যাচারের শিকার তারা।রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আমাদের বিজেপি কর্মী স্বপন বাগ ও জয়ন্ত বাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানায় লিখিত অভিযোগ হয়েছে।’যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কথা স্বীকার করেননি।বরং পাল্টা অভিযোগ করে তৃণমূল নেতা নবকুমার কর বলেন,এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।আমাদের দলের কোনো কর্মীই জড়িত নয়।নিজেদের মধ্যে অশান্তির ঘটনা ঘটিয়ে তৃণমূলের নাম নিয়ে বদনাম করার চেষ্টা করছে বিজেপির লোকজন।’Body:জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় Conclusion:অস্ত্রের কোপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.