ETV Bharat / state

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গতকাল রাতের পর আজ ফের একবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ । তৃণমূলের একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা ও এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বর্ধমানে ।

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
author img

By

Published : Dec 27, 2020, 10:49 PM IST

বর্ধমান, 27 ডিসেম্বর : তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । রবিবার বিকালের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের 12 নং ওয়ার্ডের সেন্ট জেভিয়ার্স রোড এলাকায় । ঘটনায় একজন তৃণমূল কর্মী জখম হয়েছেন । বিজেপির পক্ষ থেকে অবশ্য গোটা ঘটনার দায় অস্বীকার করা হয়েছে । বিজেপির দাবি, বিষয়টি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফল ।

এমনিতেই শনিবার রাত থেকে বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তপ্ত বড় নীলপুর এলাকা । অভিযোগ, পালটা-অভিযোগ চলেছিল দুই দলের তরফেই । পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র‍্যাফ নামানো হয়েছিল । এরই মধ্যে রবিবার বিকালে ফের 12 নং ওয়ার্ডেই একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ, বর্ধমান থানায় ডেপুটেশন বিজেপি যুব মোর্চার

তৃণমূলের অভিযোগ, বিজেপি বড় নীলপুর এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে । আজ বিকাল নাগাদ বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী লাঠি-রড নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ ।

বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায় অবশ্য পুরো দায় অস্বীকার করেছেন । তিনি বলেছেন, "ঘটনাটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ।"

বর্ধমান, 27 ডিসেম্বর : তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । রবিবার বিকালের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের 12 নং ওয়ার্ডের সেন্ট জেভিয়ার্স রোড এলাকায় । ঘটনায় একজন তৃণমূল কর্মী জখম হয়েছেন । বিজেপির পক্ষ থেকে অবশ্য গোটা ঘটনার দায় অস্বীকার করা হয়েছে । বিজেপির দাবি, বিষয়টি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফল ।

এমনিতেই শনিবার রাত থেকে বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তপ্ত বড় নীলপুর এলাকা । অভিযোগ, পালটা-অভিযোগ চলেছিল দুই দলের তরফেই । পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র‍্যাফ নামানো হয়েছিল । এরই মধ্যে রবিবার বিকালে ফের 12 নং ওয়ার্ডেই একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ, বর্ধমান থানায় ডেপুটেশন বিজেপি যুব মোর্চার

তৃণমূলের অভিযোগ, বিজেপি বড় নীলপুর এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে । আজ বিকাল নাগাদ বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী লাঠি-রড নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ ।

বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায় অবশ্য পুরো দায় অস্বীকার করেছেন । তিনি বলেছেন, "ঘটনাটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.