ETV Bharat / state

TMC MLA Warns CPIM: বর্ধমানে সিপিএম ফের ভাঙচুর চালালে বোঝাব তাণ্ডব কাকে বলে, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

ফের যদি বর্ধমানে (Burdwan clash) সিপিএম তাণ্ডব চালানোর চেষ্টা করে, তাহলে তাদের বুঝিয়ে দেব তাণ্ডব কাকে বলে ৷ কার্জন গেট চত্বরে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বামেদের এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA Warns CPIM)৷

tmc-mla-warns-cpim-over-burdwan-clash
বর্ধমানে সিপিএম ফের ভাঙচুর চালালে বুঝিয়ে দেব তাণ্ডব কাকে বলে, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
author img

By

Published : Sep 1, 2022, 5:00 PM IST

বর্ধমান, 1 সেপ্টেম্বর: সিপিএমের 'চোর ধরো জেল ভরো' আন্দোলনকে ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বর্ধমান শহর (Burdwan clash)। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার পাশাপাশি কার্জন গেট চত্বরে রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো, বিভিন্ন গ্লো সাইন, হোর্ডিং সব ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে (TMC MLA Warns CPIM)। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ বিনা প্ররোচনায় তাদের কর্মীদের উপরে কাঁদানে গ্যাসের শেল ফাটায়, লাঠিচার্জ করে । তাদের কর্মীদের গ্রেফতার করে । ওই ঘটনার জেরে আজ সকালেও থমথমে কার্জনগেট চত্বর ৷ সেখানে পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস। তাঁর হুঁশিয়ারি, সিপিএম আবার তাণ্ডব চালালে তাঁর দলও দেখিয়ে দেবে তাণ্ডব কাকে বলে ৷

আজও ভাঙচুরের ছাপ স্পষ্ট কার্জন গেট চত্বরে । এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাঁচের টুকরো । রাজ্য সরকারের বিভিন্ন খতিয়ানের ভাঙা গ্লো সাইন । জিটি রোডের মাঝখানে থাকা বিশ্ব বাংলার লোগোটিও ভাঙা অবস্থায় পড়ে আছে । ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, "সিপিএম গণতান্ত্রিকভাবে আন্দোলন করুক ৷ তাতে আমরা কোনও বাধা দেব না ৷ কিন্তু তারা চোর ধরো জেল ভরো - এই আন্দোলনের নামে যে তাণ্ডব চালাল তা বর্ধমানবাসী দেখেছে । সিপিএম পার্টির নেতারা ভাবছেন যে, বাংলায় আবার সিপিএম নাকি ঘুরে এসেছে ৷ তাই তারা এইভাবে তাণ্ডব শুরু করেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, সেই প্রকল্পের যে হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলি তারা ভেঙে চুরমার করে দিয়েছে ৷ ভেঙে ফেলা হয়েছে বিশ্ব বাংলার লোগো ৷ এছাড়া সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সে পরিষেবা কেন্দ্র করা হয়েছে সেখানেও ভাঙচুর চালানো হয়েছে । তারা পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে ।"

tmc-mla-warns-cpim-over-burdwan-clash
বর্ধমানে ভাঙচুর

আরও পড়ুন: বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান

তৃণমূলের বিধায়কের দাবি, "তাদের কাছে মানুষের জনসমর্থন নেই । তাই তারা ভাবছে এইভাবে সন্ত্রাস করে বাংলায় ফিরে আসবে ? আমরা শুধু শান্ত আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে । কারণ আমরা বাংলার শান্তি চাই । ওরা বর্ধমান শহরে যে তাণ্ডব চালিয়েছে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে না ওদের তাণ্ডব বন্ধ করতে । আমাদের দলের হাজার হাজার কর্মী গতকালই সিপিএমের দলীয় কার্যালয় ভেঙে ফেলতে চেয়েছিলেন । কিন্তু কলকাতা থেকে শান্ত থাকা নির্দেশ দেওয়া হয়েছিল । সেই কারণে আমরা কিছু করিনি ।"

সিপিএমকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

বামেদের হুঁশিয়ারি দেওয়ার সুরে খোকন দাস বলেন, "আমরা সিপিএমকে সাবধান করে দিতে চাই । সিপিএম যদি আগামী দিনে মনে করে কার্জন গেটে তাণ্ডব চালাবে, তাহলে সেই দিন সিপিএমকে বুঝিয়ে দেব তাণ্ডব কাকে বলে ।"

বর্ধমান, 1 সেপ্টেম্বর: সিপিএমের 'চোর ধরো জেল ভরো' আন্দোলনকে ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বর্ধমান শহর (Burdwan clash)। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার পাশাপাশি কার্জন গেট চত্বরে রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো, বিভিন্ন গ্লো সাইন, হোর্ডিং সব ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে (TMC MLA Warns CPIM)। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ বিনা প্ররোচনায় তাদের কর্মীদের উপরে কাঁদানে গ্যাসের শেল ফাটায়, লাঠিচার্জ করে । তাদের কর্মীদের গ্রেফতার করে । ওই ঘটনার জেরে আজ সকালেও থমথমে কার্জনগেট চত্বর ৷ সেখানে পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস। তাঁর হুঁশিয়ারি, সিপিএম আবার তাণ্ডব চালালে তাঁর দলও দেখিয়ে দেবে তাণ্ডব কাকে বলে ৷

আজও ভাঙচুরের ছাপ স্পষ্ট কার্জন গেট চত্বরে । এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাঁচের টুকরো । রাজ্য সরকারের বিভিন্ন খতিয়ানের ভাঙা গ্লো সাইন । জিটি রোডের মাঝখানে থাকা বিশ্ব বাংলার লোগোটিও ভাঙা অবস্থায় পড়ে আছে । ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, "সিপিএম গণতান্ত্রিকভাবে আন্দোলন করুক ৷ তাতে আমরা কোনও বাধা দেব না ৷ কিন্তু তারা চোর ধরো জেল ভরো - এই আন্দোলনের নামে যে তাণ্ডব চালাল তা বর্ধমানবাসী দেখেছে । সিপিএম পার্টির নেতারা ভাবছেন যে, বাংলায় আবার সিপিএম নাকি ঘুরে এসেছে ৷ তাই তারা এইভাবে তাণ্ডব শুরু করেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, সেই প্রকল্পের যে হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলি তারা ভেঙে চুরমার করে দিয়েছে ৷ ভেঙে ফেলা হয়েছে বিশ্ব বাংলার লোগো ৷ এছাড়া সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সে পরিষেবা কেন্দ্র করা হয়েছে সেখানেও ভাঙচুর চালানো হয়েছে । তারা পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে ।"

tmc-mla-warns-cpim-over-burdwan-clash
বর্ধমানে ভাঙচুর

আরও পড়ুন: বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান

তৃণমূলের বিধায়কের দাবি, "তাদের কাছে মানুষের জনসমর্থন নেই । তাই তারা ভাবছে এইভাবে সন্ত্রাস করে বাংলায় ফিরে আসবে ? আমরা শুধু শান্ত আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে । কারণ আমরা বাংলার শান্তি চাই । ওরা বর্ধমান শহরে যে তাণ্ডব চালিয়েছে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে না ওদের তাণ্ডব বন্ধ করতে । আমাদের দলের হাজার হাজার কর্মী গতকালই সিপিএমের দলীয় কার্যালয় ভেঙে ফেলতে চেয়েছিলেন । কিন্তু কলকাতা থেকে শান্ত থাকা নির্দেশ দেওয়া হয়েছিল । সেই কারণে আমরা কিছু করিনি ।"

সিপিএমকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

বামেদের হুঁশিয়ারি দেওয়ার সুরে খোকন দাস বলেন, "আমরা সিপিএমকে সাবধান করে দিতে চাই । সিপিএম যদি আগামী দিনে মনে করে কার্জন গেটে তাণ্ডব চালাবে, তাহলে সেই দিন সিপিএমকে বুঝিয়ে দেব তাণ্ডব কাকে বলে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.