ETV Bharat / state

TMC Minister Slams Suvendu: মন্ত্রীর ছেলে কি চাকরি পেতে পারে না, শুভেন্দুকে পালটা প্রশ্ন স্বপন দেবনাথের - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মন্ত্রী স্বপন দেবনাথের ছেলের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার এই নিয়ে পালটা শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী ৷ প্রশ্ন তুললেন, মন্ত্রীর ছেলে কি চাকরি পেতে পারে না ?

TMC Minister Slams Suvendu
TMC Minister Slams Suvendu
author img

By

Published : Apr 8, 2023, 3:55 PM IST

Updated : Apr 8, 2023, 4:56 PM IST

নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী ও স্বপন দেবনাথের তরজা

কালনা (পূর্ব বর্ধমান), 8 এপ্রিল: শুভেন্দু অধিকারীকে পালটা একহাত নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ । সরাসরি তিনি প্রশ্ন তুললেন, মন্ত্রীর ছেলেরা কি চাকরি পেতে পারেন না ? তাহলে আইন করে লিখে দেওয়া হোক মন্ত্রীর ছেলে চাকরি পেতে পারেন না ?

শুক্রবার বিকেলে বর্ধমানের কার্জনগেটে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এবার ইডি সিবিআই ঢুকবে এই জেলায় । রাজ্যে মাতব্বরদের যে অবস্থা হচ্ছে, এখানকার মাতব্বরদের অবস্থাও তাই হবে । এখানকার এক বিধায়ক আছেন, যিনি বিধায়ক হওয়ার আগে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন । সেই চোরগুলো বিধানসভা ভোটের পরে সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘তাঁরা যদি ভাবেন ছাড়া পেয়ে গিয়েছেন ৷ তাহলে ভুল করছেন । এই বর্ধমান জেলায় সবচেয়ে বেশি চোর আছে । মন্ত্রী স্বপন দেবনাথ তো জোড়া দিয়েছে । আমি তো বারবার বলেছি বর্ধমানের এক মন্ত্রী আছেন, যাঁর ভাবটা এমনই যেন ভাজামাছ উলটে খেতে জানে না । জালি হিন্দু সেজে মায়াপুরে গিয়ে ঢোল বাজিয়ে এসেছে । ওর বাড়িতে জোড়া চাকরি দিয়েছে । বীরভূম পর্যন্ত এসে গিয়েছে ইডি-সিবিআই৷ এবার বর্ধমানের পালা ।’’

শনিবার শুভেন্দুর অভিযোগের জবাব দিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রীর ছেলের চাকরি পাওয়া কি অপরাধ ? মন্ত্রীর ছেলে হলে কি চাকরি পাবে না ? মন্ত্রীর ছেলে চাকরি পাবে না সেটা আইন করে লিখে দিক ।’’ ইডি-সিবিআই দিয়ে বিজেপি সম্মানহানির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মানুষের কাছে ইডি-সিবিআইয়ের কোনও গ্রহণযোগ্যতা নেই । তাই তাঁর কোনও ভয় নেই । কারণ, আমি এখনও এমন কোনও অনৈতিক কাজ করিনি । আর ওরা যে রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার করছে, সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে ।

স্বপন দেবনাথের জনসংযোগ নিয়ে শুভেন্দু কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গে স্বপন দেবনাথ পালটা বলেন, ‘‘আমি তো একদিনের জন্য মানুষের কাছে যাই না । সারাবছর কী শীত, কী গ্রীষ্ম আমি সকাল হতেই বাজারে মাঠে ঘাটে গিয়ে সাধারণ মানুষের খবরাখবর নিই । সেটা নাটক কি না মানুষকে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে । আসলে ওরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মে রাজনীতি করতে এসেছে । আমি কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি । তাই ওদের তো হিংসা হবেই ।’’

আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসেই বিজেপির কোন্দল চরমে, বর্ধমানে জেলা কার্যালয়ে তালা বিক্ষুব্ধদের

নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী ও স্বপন দেবনাথের তরজা

কালনা (পূর্ব বর্ধমান), 8 এপ্রিল: শুভেন্দু অধিকারীকে পালটা একহাত নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ । সরাসরি তিনি প্রশ্ন তুললেন, মন্ত্রীর ছেলেরা কি চাকরি পেতে পারেন না ? তাহলে আইন করে লিখে দেওয়া হোক মন্ত্রীর ছেলে চাকরি পেতে পারেন না ?

শুক্রবার বিকেলে বর্ধমানের কার্জনগেটে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এবার ইডি সিবিআই ঢুকবে এই জেলায় । রাজ্যে মাতব্বরদের যে অবস্থা হচ্ছে, এখানকার মাতব্বরদের অবস্থাও তাই হবে । এখানকার এক বিধায়ক আছেন, যিনি বিধায়ক হওয়ার আগে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন । সেই চোরগুলো বিধানসভা ভোটের পরে সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘তাঁরা যদি ভাবেন ছাড়া পেয়ে গিয়েছেন ৷ তাহলে ভুল করছেন । এই বর্ধমান জেলায় সবচেয়ে বেশি চোর আছে । মন্ত্রী স্বপন দেবনাথ তো জোড়া দিয়েছে । আমি তো বারবার বলেছি বর্ধমানের এক মন্ত্রী আছেন, যাঁর ভাবটা এমনই যেন ভাজামাছ উলটে খেতে জানে না । জালি হিন্দু সেজে মায়াপুরে গিয়ে ঢোল বাজিয়ে এসেছে । ওর বাড়িতে জোড়া চাকরি দিয়েছে । বীরভূম পর্যন্ত এসে গিয়েছে ইডি-সিবিআই৷ এবার বর্ধমানের পালা ।’’

শনিবার শুভেন্দুর অভিযোগের জবাব দিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রীর ছেলের চাকরি পাওয়া কি অপরাধ ? মন্ত্রীর ছেলে হলে কি চাকরি পাবে না ? মন্ত্রীর ছেলে চাকরি পাবে না সেটা আইন করে লিখে দিক ।’’ ইডি-সিবিআই দিয়ে বিজেপি সম্মানহানির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মানুষের কাছে ইডি-সিবিআইয়ের কোনও গ্রহণযোগ্যতা নেই । তাই তাঁর কোনও ভয় নেই । কারণ, আমি এখনও এমন কোনও অনৈতিক কাজ করিনি । আর ওরা যে রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার করছে, সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে ।

স্বপন দেবনাথের জনসংযোগ নিয়ে শুভেন্দু কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গে স্বপন দেবনাথ পালটা বলেন, ‘‘আমি তো একদিনের জন্য মানুষের কাছে যাই না । সারাবছর কী শীত, কী গ্রীষ্ম আমি সকাল হতেই বাজারে মাঠে ঘাটে গিয়ে সাধারণ মানুষের খবরাখবর নিই । সেটা নাটক কি না মানুষকে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে । আসলে ওরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মে রাজনীতি করতে এসেছে । আমি কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি । তাই ওদের তো হিংসা হবেই ।’’

আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসেই বিজেপির কোন্দল চরমে, বর্ধমানে জেলা কার্যালয়ে তালা বিক্ষুব্ধদের

Last Updated : Apr 8, 2023, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.