কলকাতা, 21 মার্চ : রাজ্য নেতৃত্বের মনোনীত কাউন্সিলরকেই পৌরপ্রধান হিসেবে মানতে হবে ৷ কালনায় তৃণমূলের বোর্ড গঠন (Kalna Municipality Board Formation) নিয়ে দলীয় কাউন্সিলরদের এই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোর কমিটির সদস্য অরূপ বিশ্বাস ৷
কালনার পৌরবোর্ড গঠন নিয়ে জট কাটাতে সোমবার সেখানকার 17 জন তৃণমূল কাউন্সিলরকে কলকাতায় ডেকে পাঠিয়েছিল রাজ্য নেতৃত্ব ৷ বাসে করে এই 17 জন কাউন্সিলরকে এদিন নিয়ে আসা হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৷ সেখানেই তাঁদের সঙ্গে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ,বহিষ্কৃত নেতা তপন পোড়েলকে দলে ফিরিয়ে নেওয়া হবে । তবে নতুন পৌরপ্রধান কে হবেন সে বিষয়ে চূড়ান্ত নেবে রাজ্য নেতৃত্বই ৷
এদিনের বৈঠকে কালনার দলীয় কাউন্সিলরদের তৃণমূল নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যাঁকেই পৌরপ্রধান (Chairman of Kalna Municipality) বাছা হোক না কেন 17 জন কাউন্সিলরকেই তাঁকে মেনে নিতে হবে ৷ সকলকে একসঙ্গে পৌরসভার উন্নয়নের কাজ করতে হবে । সূত্রের খবর, 17 জন কাউন্সিলরই এদিনের বৈঠকে মুচলেকা দিয়ে জানিয়েছেন তাঁরা দলের সিদ্ধান্ত মেনে নেবেন ৷
আরও পড়ুন : শপথ নেওয়ার আগেই মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ঝাঁপ দেওয়ার চেষ্টা কাউন্সিলরের
এদিনের বৈঠকে অরূপ বিশ্বাস স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের অন্দরে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবে না দল । সকলকেই দলের নির্দেশ মেনে চলতে হবে। প্রসঙ্গত, তৃণমূলের রাজ্য নেতৃত্ব কালনায় আনন্দ দত্তকে চেয়ারম্যান ও তপন পোড়েলকে ভাইস চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছিল । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নিয়ে তৈরি করা ও ফিরহাদ হাকিমের সই করা সেই চিঠি গত 15 মার্চ সাংবাদিক বৈঠকে পড়ে শুনিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । কিন্তু কার্যক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত মানেননি তপন পোড়েল পন্থী 12 জন কাউন্সিলর । ফলে কালনায় পৌরবোর্ড গঠন প্রক্রিয়া ঝুলে রয়েছে । তৃণমূল নেতৃত্বের আশা, এদিনের বৈঠকের পর নতুন করে দ্রুত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে ৷