ETV Bharat / state

মৎস্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতা - tmc leader arrest

চাকরি দেওয়ার নামে 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ ৷

tmc-leader-arrest-in-burdwan-
চাকরি দেওয়ার নামে প্রতারণা
author img

By

Published : Mar 5, 2020, 10:56 PM IST

বর্ধমান, 5 মার্চ: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ৷ মৎস্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সীতারাম মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধু সংগঠনের রাজ্য সহ সভাপতি পদে রয়েছেন।

অভিযোগ, বীরভূমের রামপুরহাটের বাসিন্দা রিঙ্কু দাসকে মৎস্য দপ্তরের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লাখ টাকা চান সীতারাম মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা । তাঁকে পাঁচ লাখ টাকা আগাম দেন রিঙ্কু ৷ দু'মাসের মধ্যে চাকরি হয়ে যাবে বলে তাঁকে জানানো হয় । সেই মতো মৎস্য দপ্তরের একটা ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় তাঁকে। বিষয়টি বুঝতে পেরে তৃণমূল নেতার কাছে 5 লাখ টাকা ফেরত চান তিনি । যদিও টাকা পাননি । বর্ধমান আদালতে মামলা দায়ের করা হয় । এরপরই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে বর্ধমান থানার OC-কে নির্দেশ দেয় আদালত ।

এর আগেও বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ একাধিক জায়গায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল সীতারাম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে । আজ পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে তার জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

চাকরি দেওয়ার নামে প্রতারণা

বর্ধমান, 5 মার্চ: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ৷ মৎস্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সীতারাম মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধু সংগঠনের রাজ্য সহ সভাপতি পদে রয়েছেন।

অভিযোগ, বীরভূমের রামপুরহাটের বাসিন্দা রিঙ্কু দাসকে মৎস্য দপ্তরের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লাখ টাকা চান সীতারাম মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা । তাঁকে পাঁচ লাখ টাকা আগাম দেন রিঙ্কু ৷ দু'মাসের মধ্যে চাকরি হয়ে যাবে বলে তাঁকে জানানো হয় । সেই মতো মৎস্য দপ্তরের একটা ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় তাঁকে। বিষয়টি বুঝতে পেরে তৃণমূল নেতার কাছে 5 লাখ টাকা ফেরত চান তিনি । যদিও টাকা পাননি । বর্ধমান আদালতে মামলা দায়ের করা হয় । এরপরই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে বর্ধমান থানার OC-কে নির্দেশ দেয় আদালত ।

এর আগেও বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ একাধিক জায়গায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল সীতারাম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে । আজ পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে তার জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

চাকরি দেওয়ার নামে প্রতারণা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.