গলসি, 19 জুলাই: 21 জুলাইয়ের জন্য প্রচার কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হলেন গলসির গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল ভক্ত । দলীয় কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ এ বিষয়ে তিনি গলসি থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । যদিও তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী অভিযোগ অস্বীকার করেছে ।
সম্প্রতি গোহগ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু ঘোষ মন্তব্য করেছিলেন, ''দল চালাতে গেলে টাকা লাগে''। ওই মন্তব্যের জেরে প্রধানের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন গ্রামের উপপ্রধান বিমল ভক্ত । তিনি অভিযোগ করে বলেছিলেন, ''আমরা চাই টেন্ডার যেন অনলাইনে ডাকা হয় । কিন্তু প্রধান জানিয়েছেন, তাঁকে নাকি বিডিও পরামর্শ দিয়েছেন অফলাইনে টেন্ডার করার জন্য ।’’ পরে অবশ্য প্রধান কথা পালটে বলেন, বিডিও নন, তাঁকে দলের অন্য কর্মীরা পরামর্শ দিয়েছেন অফলাইনে টেন্ডার করার জন্য । আর অফলাইনের টেন্ডার করতে পারলেই বেশ কিছু টাকা অনেকেরই পকেটে ঢুকে যাবে । এতে যেমন সমস্যা বাড়বে তেমনই সরকারের সুনাম নষ্ট হবে ।
বিমল ভক্ত এনিয়ে মুখ খোলার পর থেকে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়তে থাকে । পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর লোকজন বিমল ভক্তের বিরুদ্ধে সরব হন বিভিন্ন মহলে । এ দিন 21 জুলাইয়ের জন্য দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে তাঁকে বাঁধের ধারে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উপপ্রধান ৷ এমনকি তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।
উপপ্রধান বিমল ভক্তের অভিযোগ, "তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় ঘোষ, আশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এ দিন আমার উপর হামলা চালানো হয় । আমায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে বাঁশ দিয়ে পেটানো হয় । প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । এ বিষয়ে গলসি থানায় অভিযোগ জানিয়েছি ।"
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করা হয়েছে ।