ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পদত্যাগ পঞ্চায়েত সমিতির 3 তৃণমূল সদস্যের - বর্ধমানের খবর

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পদত্যাগ করলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির তিন তৃণমূল সদস্য ৷ মহকুমা শাসকের দপ্তরে তাঁরা জমা দিয়ে আসেন পদত্যাগপত্র ৷

tmc
3 তৃণমূল সদস্য
author img

By

Published : Mar 13, 2020, 6:12 AM IST

Updated : Mar 13, 2020, 6:52 AM IST

পূর্বস্থলী, 13 মার্চ : দলীয় কোন্দলের জেরে পদত্যাগ করলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির তিন তৃণমূল সদস্য ৷ এর আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদের সদস্য ৷ বিষয়টিকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷

দলীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্বস্থলী ২ ব্লকে একের পর এক জনপ্রতিনিধিরা পদত্যাগ করতে শুরু করেছেন । যার জেরে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব । পূর্বস্থলী ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের সদস্য দেবাশিস নাগ বুধবার জেলাশাসকের অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন । তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের পঞ্চায়েত সমিতির তিন সদস্য কালনা মহকুমা শাসকের দপ্তরে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়ে আসেন গতকাল । তাঁরা হলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির মৃদুলা দেবনাথ, মদনমোহন পাল, ফজলুল হক মণ্ডল ।

পূর্বস্থলী ২-এর পঞ্চায়েত সমতির তিন তৃণমূল সদস্যের পদত্যাগ

পদত্যাগের কারণ হিসেবে ফজলুল হক মণ্ডল জানান, স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁদের কোনও মিটিং-মিছিলে ডাকেন না ৷ নিজের ঔদ্ধত্য বজায় রাখেন ৷ সেইজন্য় কোনওরকম কাজ করতে পারছিলেন না তাঁরা ৷ সেইজন্যই তাঁরা নিজেদের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চট্টোপাধ্যায়ের পালটা অভিযোগ, ওই তিনজনই দলের বিরোধিতা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে ৷ তাঁরা যদি পদত্যাগ করেন তবে দলেরই মঙ্গল হবে । এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "এরা দলের টিকিটে জিতেছিলেন । সমস্যা কিছু থাকলে দলকে জানাতে পারতেন । এরা বিশ্বাসঘাতকতা করেছে । এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দল ।"

পূর্বস্থলী, 13 মার্চ : দলীয় কোন্দলের জেরে পদত্যাগ করলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির তিন তৃণমূল সদস্য ৷ এর আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদের সদস্য ৷ বিষয়টিকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷

দলীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্বস্থলী ২ ব্লকে একের পর এক জনপ্রতিনিধিরা পদত্যাগ করতে শুরু করেছেন । যার জেরে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব । পূর্বস্থলী ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের সদস্য দেবাশিস নাগ বুধবার জেলাশাসকের অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন । তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের পঞ্চায়েত সমিতির তিন সদস্য কালনা মহকুমা শাসকের দপ্তরে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়ে আসেন গতকাল । তাঁরা হলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির মৃদুলা দেবনাথ, মদনমোহন পাল, ফজলুল হক মণ্ডল ।

পূর্বস্থলী ২-এর পঞ্চায়েত সমতির তিন তৃণমূল সদস্যের পদত্যাগ

পদত্যাগের কারণ হিসেবে ফজলুল হক মণ্ডল জানান, স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁদের কোনও মিটিং-মিছিলে ডাকেন না ৷ নিজের ঔদ্ধত্য বজায় রাখেন ৷ সেইজন্য় কোনওরকম কাজ করতে পারছিলেন না তাঁরা ৷ সেইজন্যই তাঁরা নিজেদের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চট্টোপাধ্যায়ের পালটা অভিযোগ, ওই তিনজনই দলের বিরোধিতা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে ৷ তাঁরা যদি পদত্যাগ করেন তবে দলেরই মঙ্গল হবে । এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "এরা দলের টিকিটে জিতেছিলেন । সমস্যা কিছু থাকলে দলকে জানাতে পারতেন । এরা বিশ্বাসঘাতকতা করেছে । এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দল ।"

Last Updated : Mar 13, 2020, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.