রায়না (পূর্ব বর্ধমান), 21 মার্চ : পূর্ব বর্ধমানের রায়নায় বৃদ্ধকে খুনের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে মোবাইল নম্বরের লোকেশন ট্র্র্যাক করে মূল অভিযুক্ত সিরাজউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে ৷ সিরাজের বাকি দুই সঙ্গী গৌতম মণ্ডল ও জয়ন্ত সাঁতরাকে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে জীবন কানাই সেনগুপ্ত এবং আরও দুই বৃদ্ধা বাড়িতে একা থাকতেন ৷ সেই সুযোগে লুঠের উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল ৷ কিন্তু, লুঠের সময় জীবনবাবু বাধা দিলে, তাঁকে খুন করে সিরাজউদ্দিন ও তার সঙ্গীরা ৷
প্রসঙ্গত, বৃদ্ধ জীবন কানাই সেনগুপ্তের বাড়িতে আয়ার কাজ করতেন এক মহিলা। ওই মহিলার জামাই সিরাজউদ্দিন মণ্ডল জানতে পেরেছিল, জীবন কানাই সেনগুপ্ত ছাড়া ওই বাড়িতে আর দু’জন বৃদ্ধা ছাড়া আর কেউ থাকেন না । জীবনকানাই সেনগুপ্ত প্রতি মাসে পেনশনের টাকা তুলতে শ্যামসুন্দর এলাকায় যান। এমনকি তাঁদের ঘরের আলমারিতে কয়েক লক্ষ টাকাও রয়েছে। এই খবর জানার পরেই সিরাজ তার দুই বন্ধু গৌতম মণ্ডল ও জয়ন্ত সাঁতরার সঙ্গে ওই বৃদ্ধের ডাকাতির পরিকল্পনা করে। সেই লুঠপাট করতে গিয়েই জীবন কানাই সেনগুপ্তকে খুন করে সিরাজ।
সেই খুনের ঘটনার 10 দিনের মাথায় রায়না থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে একজন বিজেপি নেতা বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে ধৃত সিরাজউদ্দিন মণ্ডল, জয়ন্ত সাঁতরা ও গৌতম মণ্ডলকে শনিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে সিরাজউদ্দিনের বাড়ি বর্ধমানের গোদা এলাকায়, জয়ন্তর বাড়ি বেলকাশে । গৌতম বর্ধমানের বেচারহাট এলাকার বাসিন্দা। এদের মধ্যে জয়ন্ত বিজেপি নেতা। বর্ধমান উত্তর বিধানসভার 27 নং জেলা পরিষদের বিজেপির শক্তিকেন্দ্রের প্রমুখ সে।
আরও পড়ুন : সম্পত্তির লোভে বৃদ্ধকে খুনের অভিযোগ, আটক নাতি ও নাতবউ
বর্ধমানের এসডিপিও দক্ষিণ আমিনুল ইসলাম খান জানান, বিভিন্ন তথ্য ঘেঁটে মোবাইল নম্বরের লোকেশনের মাধ্যমে অভিযুক্ত তিনজনের সন্ধান পায় পুলিশ ৷ এরপরেই মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে অভিযুক্ত সিরাজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তরা জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে জানান তিনি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে জীবন কানাই সেনগুপ্তকে দেশী পিস্তল থেকেই থেকে গুলি করা হয়েছিল ৷