গুসকরা, ২১ মার্চ : তৃণমূলের সভা ও মিছিলে আমন্ত্রণ না পাওয়ায় লোকসভা নির্বাচনে প্রার্থীর নামে দেওয়াল লিখছেন না তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের গুসকরার। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, দলের প্রচার জন্য দেওয়ালে চুনকাম করার কাজ শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, কর্মীরা। কিন্তু, তালিকা প্রকাশ হওয়ার পরেও প্রার্থীর নামে দেওয়াল লিখছেন না তৃণমূল কর্মী, সমর্থকদের একাংশ।
তৃণমূল সূত্রে খবর, আউশগ্রাম বিধানসভার গুসকরা এলাকাটি বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দু'দিন আগে আউশগ্রাম বিধানসভায় কর্মী সম্মেলন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর সেদিন গুসকরা শহরের কলেজ মাঠে আউশগ্রাম-১ নম্বর ব্লকে দলীয়কর্মীদের নিয়ে সম্মেলন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু, ওই কর্মী সম্মেলনে আমন্ত্রণ পাননি গুসকরা পৌরসভার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর। তারপর থেকে ফের প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
এবিষয়ে গুসকরা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাখি মাঝি বলেন, "আমরা তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের জন্য ইতিমধ্যেই চুনকাম করার কাজ করে ফেলেছি। কিছুদিন আগে তৃণমূল কর্মী সম্মেলন হয়েছিল। সেখানে বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সেই স্বীকৃতিটাই দল আমাদের দিচ্ছে না। এতে অপমানিত বোধ করছি।"
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা চোংদার বলেন, "দলীয় মিটিং মিছিলে আমাদের ডাকা হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না। তাই দেওয়াল লিখন কেন করব ? তাই আমরা চুপ করে বসে আছি।"