ETV Bharat / state

কোরোনা সতর্কতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিলের নির্দেশ - পরীক্ষা বাতিলের নির্দেশ

কোরোনা সতর্কতায় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধ৷ পরীক্ষা বাতিল৷ ছাত্রছাত্রীদের হোস্টেল খালি করার নির্দেশ কর্তৃপক্ষের৷

Bardhaman University closes
বর্ধমান বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Mar 14, 2020, 10:45 PM IST

বর্ধমান, 14 মার্চ: কোরোনা সতর্কতায় আগামী 31 মার্চ অবধি বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিল কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকছে। আজ এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের নির্দেশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

এমনিতে আগামী 31 মার্চ অবধি রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এবার একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ক্ষেত্রে৷ এছাড়াও গোলাপবাগ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হোস্টেলও খালি করার নির্দেশও দেওয়া হয়েছে কলেজের তরফে।

উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, "31 মার্চ পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি বন্ধ রাখা হবে। আপাতত পরীক্ষা বাতিল করে সমস্ত হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। 31 মার্চের পরে রাজ্য সরকারের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে৷"

বর্ধমান, 14 মার্চ: কোরোনা সতর্কতায় আগামী 31 মার্চ অবধি বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিল কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকছে। আজ এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের নির্দেশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

এমনিতে আগামী 31 মার্চ অবধি রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এবার একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ক্ষেত্রে৷ এছাড়াও গোলাপবাগ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হোস্টেলও খালি করার নির্দেশও দেওয়া হয়েছে কলেজের তরফে।

উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, "31 মার্চ পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি বন্ধ রাখা হবে। আপাতত পরীক্ষা বাতিল করে সমস্ত হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। 31 মার্চের পরে রাজ্য সরকারের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.