ETV Bharat / state

নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন - পূর্ব বর্ধমান

নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পরিবার ৷ বন্ধ করল প্রশাসন ৷ তাকে নিয়মিত স্কুলে যাওয়ারও পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকরা ৷ 18 বছর না হলে মেয়ের বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় তার পরিবার ৷

নাবালিকার বিয়ে
নাবালিকার বিয়ে
author img

By

Published : Dec 12, 2019, 9:58 AM IST

রায়না, 12 ডিসেম্বর : পাত্রীর বয়স 15 ৷ পাত্রীর বয়স 20 ৷ দু'জনের কারও বিয়ের বয়স হয়নি ৷ তবু, দুই পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেই বিয়ে বন্ধ করল প্রশাসন ৷ কিশোরীকে নিয়মিত স্কুলে যেতে পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকরা ৷ 18 বছর না হলে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় মেয়েটির পরিবার ৷

পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের বহরমপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস ৷ নিজের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেন ৷ ক্লাস নাইনের ওই কিশোরীর সঙ্গে যার বিয়ের ঠিক হয়, তারও বিয়ের বয়স হয়নি বলে জানা যায় ৷ খবর পেয়ে বিয়ে বন্ধ করতে ওই নাবালিকার বাড়ি যান রায়না ব্লকের আধিকারিকরা ৷

মেয়ের বিয়ে দেওয়ার কারণ নিয়ে বিশ্বজিৎ দাস বলেন, মেয়ে স্কুলে যেতে চায় না ৷ পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয় ৷ তাই মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷

নাবালিকার বিয়ে বন্ধ করতে সক্ষম প্রশাসন ৷ 18 বছর না হলে বিয়ে দেবে না বলেও জানায় তার পরিবার

নাবালিকা মেয়ের বিয়ে না দেওয়ার জন্য বোঝান আধিকারিকরা ৷ মেয়েটির পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সবরকম সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷ 18 বছরের আগে যেন তার বিয়ে না দেওয়া হয়, সেই মুচলেকা দেন বিশ্বজিৎবাবু ৷

রায়না, 12 ডিসেম্বর : পাত্রীর বয়স 15 ৷ পাত্রীর বয়স 20 ৷ দু'জনের কারও বিয়ের বয়স হয়নি ৷ তবু, দুই পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেই বিয়ে বন্ধ করল প্রশাসন ৷ কিশোরীকে নিয়মিত স্কুলে যেতে পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকরা ৷ 18 বছর না হলে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় মেয়েটির পরিবার ৷

পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের বহরমপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস ৷ নিজের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেন ৷ ক্লাস নাইনের ওই কিশোরীর সঙ্গে যার বিয়ের ঠিক হয়, তারও বিয়ের বয়স হয়নি বলে জানা যায় ৷ খবর পেয়ে বিয়ে বন্ধ করতে ওই নাবালিকার বাড়ি যান রায়না ব্লকের আধিকারিকরা ৷

মেয়ের বিয়ে দেওয়ার কারণ নিয়ে বিশ্বজিৎ দাস বলেন, মেয়ে স্কুলে যেতে চায় না ৷ পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয় ৷ তাই মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷

নাবালিকার বিয়ে বন্ধ করতে সক্ষম প্রশাসন ৷ 18 বছর না হলে বিয়ে দেবে না বলেও জানায় তার পরিবার

নাবালিকা মেয়ের বিয়ে না দেওয়ার জন্য বোঝান আধিকারিকরা ৷ মেয়েটির পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সবরকম সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷ 18 বছরের আগে যেন তার বিয়ে না দেওয়া হয়, সেই মুচলেকা দেন বিশ্বজিৎবাবু ৷

Intro:নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

সন্তোষ দাস, রায়না

নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের নাড়ুগ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিয়ে বন্ধ করতে গিয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় প্রশাসনের আধিকারিকদের। পরে প্রশাসনিক আধিকারিকেরা পরিবারের লোককে বুঝিয়ে-সুঝিয়ে বিয়ে বন্ধ করে। এমনকি ওই ছাত্রী যাতে আগামী কাল থেকে নিয়মিত স্কুলে যেতে শুরু করে সেই পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা মুচলেকা দিয়েছে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের মেয়ের বিয়ে দেবে না।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে,
পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের নাড়ুগ্রাম পঞ্চায়েতের বহরমপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার নাবালিকা মেয়ের বিয়ের ঠিক করে। পরিবারের তরফে জানানো হয় তাদের গরিব পরিবার। মেয়ে স্কুল যেতে চায়না। তাই তার বিয়ে দেওয়া হচ্ছিল। মেয়েটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এমনকি যে ছেলের সঙ্গে বিয়ের ঠিক হয়েছে তার বয়সও ২১ হয়নি।

রায়না1 নম্বর ব্লকের বিডিও খবর পেয়ে তার বাড়িতে পৌঁছায় বুধবার তার বিয়ে বন্ধ করা হয়। এবং মেয়েটির পড়াশোনা যাতে কোন অসুবিধা না হয় সেবিষয়ে পরিবারকে সাহায্য করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বাইট - সঞ্জয় সাহা, রায়না ব্লকের অফিসারBody:নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন Conclusion:নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.