ETV Bharat / state

"গরিব গ্রামবাসীদের সাহায্য করতেই কাটমানি নিতাম"

গরিব গ্রামবাসীদের সাহায্য করতেই নাকি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিতেন । স্বীকার করলেন রাজীব রায় ও অসীম মিত্র নামে দুই তৃণমূল কর্মী ।

কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূল কর্মীরা
author img

By

Published : Jul 13, 2019, 6:30 AM IST

Updated : Jul 13, 2019, 3:03 PM IST

মঙ্গলকোট, 13 জুলাই : মঙ্গলকোটের কৈচর 2 নম্বর পঞ্চায়েতের শিবতলায় সালিশিসভায় 28 জন উপভোক্তার হাতে 1 লাখ 35 হাজার টাকা তুলে দেন দুই তৃণমূল কর্মী। সঙ্গে বলেন, গ্রামবাসীদের সাহায্য করতেই নাকি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিতেন ।

গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজের প্রকল্পে তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিলেন তৃণমূল কর্মী রাজীব রায় ও অসীম মিত্র। তাঁদের বক্তব্য, গ্রামবাসীরা সাহায্য চাইতে আসেন । কিন্তু তাঁরা বেকার । তাই গ্রামবাসীদের বিপদে সহযোগিতা করার জন্যই তাঁরা টাকা নিয়েছিলেন । তবে কাউকে জোর করা হয়নি টাকা দেওয়ার জন্য । যারা দিয়েছিল, স্বেচ্ছায় দিয়েছিল । এখন তারা টাকা ফেরত চেয়েছে । তাই জমিজমা, ঘটিবাটি বিক্রি করে টাকা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়েছেন আরও দুই তৃণমূল নেতা দীপক চৌধুরি ও অসীম মণ্ডল ।

এদিকে টাকা ফেরত দেওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজীব রায় । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

মঙ্গলকোট, 13 জুলাই : মঙ্গলকোটের কৈচর 2 নম্বর পঞ্চায়েতের শিবতলায় সালিশিসভায় 28 জন উপভোক্তার হাতে 1 লাখ 35 হাজার টাকা তুলে দেন দুই তৃণমূল কর্মী। সঙ্গে বলেন, গ্রামবাসীদের সাহায্য করতেই নাকি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিতেন ।

গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজের প্রকল্পে তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিলেন তৃণমূল কর্মী রাজীব রায় ও অসীম মিত্র। তাঁদের বক্তব্য, গ্রামবাসীরা সাহায্য চাইতে আসেন । কিন্তু তাঁরা বেকার । তাই গ্রামবাসীদের বিপদে সহযোগিতা করার জন্যই তাঁরা টাকা নিয়েছিলেন । তবে কাউকে জোর করা হয়নি টাকা দেওয়ার জন্য । যারা দিয়েছিল, স্বেচ্ছায় দিয়েছিল । এখন তারা টাকা ফেরত চেয়েছে । তাই জমিজমা, ঘটিবাটি বিক্রি করে টাকা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়েছেন আরও দুই তৃণমূল নেতা দীপক চৌধুরি ও অসীম মণ্ডল ।

এদিকে টাকা ফেরত দেওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজীব রায় । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

Intro:গ্রামের সালিশি সভায় টাকা ফেরত দিলেন দুই তৃণমূল নেতা

পুলক যশ,মঙ্গলকোট


গ্রামবাসীদের চাপে পড়ে আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরত দিলেন দুই তৃণমূল নেতা। শুক্রবার মঙ্গলকোটের কৈচর -২ পঞ্চায়েতের শিবতলায় সালিশি সভাতে কাটমানির টাকা ফেরত দেন রাজীব রায় ও অসীম মিত্র নামে দুই তৃণমূল নেতা। এদিন ২৮ জন উপভোক্তার হাতে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

গ্রামবাসীরা বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা,একশো দিনের কাজের প্রকল্পে তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিলেন ওই দুই তৃণমূল নেতা। কিন্তু তাদের চাপে পড়ে গ্রামে সালিশি সভা ডাকা হয়। সেখানেই টাকা ফেরত দেয় ওই দুই তৃণমূল নেতা।

টাকা ফেরত দেওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজীব রায় । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, মঙ্গলকোট থানার কৈচর-২ পঞ্চায়েত এলাকার বাজার গ্রামের চার তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল । কাটমানি ফেরতের জন্য ওই তৃণমূল নেতাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন গ্রামবাসীরা । এদিন গ্রামের শিবতলায় সালিশিসভা বসানো হয় । সালিশিসভায় সঙ্গে করে টাকা নিয়ে হাজির হন রাজীব রায় ও অসীম মিত্র নামে ওই দুই তৃণমূল নেতা । তারপর একে একে ২৮ জন উপভোক্তাকে তাঁদের প্রাপ্য টাকা ফেরত দিয়ে দেওয়া হয় । এদিন তাঁরা কাটমানি বাবদ নেওয়া মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা ফিরিয়ে দেন বলে জানা গেছে ।
তৃণমূল নেতা রাজীব রায়,অসীম মিত্ররা বলেন, ‘গ্রামের অনেক গরীব মানুষ বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চাইতে আসেন । কিন্তু আমরা বেকার । তাই খরচ করার জন্য উপভোক্তাদের কাছ থেকে চাঁদা হিসাবে টাকা নিয়েছিলাম । এখন নিজেদের জমিজমা বিক্রি করে টাকা শোধ করতে হচ্ছে ।’
জানা গেছে, ওই দুইজন ছাড়াও কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়েছেন বাজার গ্রামের আরও দুই তৃণমূল নেতা দীপক চৌধুরী ও অসীম মন্ডল । তাঁদের মধ্যে দীপকবাবু আগামী সোমবার টাকা ফেরত দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । অন্যদিকে অসীম মন্ডল কাটমানির টাকা ফেরতের জন্য ১৩ শ্রাবন পর্যন্ত সময় চেয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর ।Body:সালিশি সভায় Conclusion:কাটমানির টাকা ফেরত
Last Updated : Jul 13, 2019, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.