মঙ্গলকোট, 13 জুলাই : মঙ্গলকোটের কৈচর 2 নম্বর পঞ্চায়েতের শিবতলায় সালিশিসভায় 28 জন উপভোক্তার হাতে 1 লাখ 35 হাজার টাকা তুলে দেন দুই তৃণমূল কর্মী। সঙ্গে বলেন, গ্রামবাসীদের সাহায্য করতেই নাকি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিতেন ।
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজের প্রকল্পে তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিলেন তৃণমূল কর্মী রাজীব রায় ও অসীম মিত্র। তাঁদের বক্তব্য, গ্রামবাসীরা সাহায্য চাইতে আসেন । কিন্তু তাঁরা বেকার । তাই গ্রামবাসীদের বিপদে সহযোগিতা করার জন্যই তাঁরা টাকা নিয়েছিলেন । তবে কাউকে জোর করা হয়নি টাকা দেওয়ার জন্য । যারা দিয়েছিল, স্বেচ্ছায় দিয়েছিল । এখন তারা টাকা ফেরত চেয়েছে । তাই জমিজমা, ঘটিবাটি বিক্রি করে টাকা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন তাঁরা ।
এছাড়াও কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়েছেন আরও দুই তৃণমূল নেতা দীপক চৌধুরি ও অসীম মণ্ডল ।
এদিকে টাকা ফেরত দেওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজীব রায় । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।