ETV Bharat / state

Sukanta Majumder slams Mamata : রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণকে কটাক্ষ সুকান্তর - TMC

বিধানসভার বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাত নিয়ে মমতাকে দোষারোপ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder Attacks Mamata on Assembly) ৷ মূখ্যমন্ত্রীর রাজ্যপালের প্রতি এহেন আচরণকে বাংলার সংস্কৃতির অপমান বলে এদিন কটাক্ষ করেন তিনি ৷ রাজ্যপালের সঙ্গে অধ্যক্ষের সাক্ষাৎ না-করারও সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি ৷

Sukanta Majumder Attacks Mamata on Assembly
Sukanta Majumder Attacks Mamata on Assembly
author img

By

Published : Mar 9, 2022, 10:52 PM IST

বর্ধমান, 9 মার্চ : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার বাজেট অধিবেশনকে কেন্দ করে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাত নিয়ে মমতাকে আক্রমণ সাধিয়েছেন আজ (Sukanta Majumder Attacks Mamata on Assembly) ৷ পাশাপাশি রাজ্যপালের সঙ্গে অধ্যক্ষের সাক্ষাৎ না-করারও সমালোচনা করেন তিনি ।

বুধবার বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, "এইরকম মুখ্যমন্ত্রীকে কেউ কোনদিন দেখেছে, যিনি রাজ্যপালের প্রতি এহেন আচরণ করেন ৷ এটা বাংলার সংস্কৃতিকে অপমান ৷ বিধানসভার অধ্যক্ষকে রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন কিন্তু তিনি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন । কারণ লোকসভা, বিধানসভা একটা নির্দিষ্ট সময় ধরে চলে । তার বাইরে চব্বিশ ঘন্টায় অনেক সময় পাওয়া যায় । কিন্তু একজন রাজ্যপাল যিনি সংবিধানের রক্ষাকর্তা । তিনি ডেকেছেন বিধানসভার অধ্যক্ষকে অথচ অধ্যক্ষ যাচ্ছেন না । যেটা গণতন্ত্রের পক্ষে খুবই অসহনীয় । যেটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে ।"

আরও পড়ুন : Mamata Slams BJP : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না", বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

বিধানসভার বাজেট অধিবেশনকে(Budget Session in WB Assembly) ঘিরে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাতের জেরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে 72 ঘন্টার মধ্যে বৈঠক করতে চেয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু বিধানসভার ব্যস্ততার জন্য তিন দিনের মধ্যে রাজভবনে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একথা বলেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় ৷ প্রথামাফিক রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়েছিলেন ভাষণ দিতে ৷ কিন্তু তিনি ভাষণ শুরু করার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷ পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ সেই সময় রাজ্যপাল চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে আটকান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) রাজ্যপালকে অনুরোধ করেন অন্তত বাজেট ভাষণ পেশ করে দিতে ৷ পরে রাজ্যপাল বাজেট ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে, তা পেশ করেন ৷ কিন্তু সেদিন কেন এত গোলমাল হল, তা জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণেই তিনি অধ্যক্ষকে দেখার করার অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন : BJP MLA Suspension : অসংসদীয় আচরণ ! অধিবেশনে 2 বিজেপি বিধায়ককে সাসপেন্ড

বর্ধমান, 9 মার্চ : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার বাজেট অধিবেশনকে কেন্দ করে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাত নিয়ে মমতাকে আক্রমণ সাধিয়েছেন আজ (Sukanta Majumder Attacks Mamata on Assembly) ৷ পাশাপাশি রাজ্যপালের সঙ্গে অধ্যক্ষের সাক্ষাৎ না-করারও সমালোচনা করেন তিনি ।

বুধবার বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, "এইরকম মুখ্যমন্ত্রীকে কেউ কোনদিন দেখেছে, যিনি রাজ্যপালের প্রতি এহেন আচরণ করেন ৷ এটা বাংলার সংস্কৃতিকে অপমান ৷ বিধানসভার অধ্যক্ষকে রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন কিন্তু তিনি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন । কারণ লোকসভা, বিধানসভা একটা নির্দিষ্ট সময় ধরে চলে । তার বাইরে চব্বিশ ঘন্টায় অনেক সময় পাওয়া যায় । কিন্তু একজন রাজ্যপাল যিনি সংবিধানের রক্ষাকর্তা । তিনি ডেকেছেন বিধানসভার অধ্যক্ষকে অথচ অধ্যক্ষ যাচ্ছেন না । যেটা গণতন্ত্রের পক্ষে খুবই অসহনীয় । যেটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে ।"

আরও পড়ুন : Mamata Slams BJP : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না", বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

বিধানসভার বাজেট অধিবেশনকে(Budget Session in WB Assembly) ঘিরে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাতের জেরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে 72 ঘন্টার মধ্যে বৈঠক করতে চেয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু বিধানসভার ব্যস্ততার জন্য তিন দিনের মধ্যে রাজভবনে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একথা বলেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় ৷ প্রথামাফিক রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়েছিলেন ভাষণ দিতে ৷ কিন্তু তিনি ভাষণ শুরু করার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷ পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ সেই সময় রাজ্যপাল চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে আটকান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) রাজ্যপালকে অনুরোধ করেন অন্তত বাজেট ভাষণ পেশ করে দিতে ৷ পরে রাজ্যপাল বাজেট ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে, তা পেশ করেন ৷ কিন্তু সেদিন কেন এত গোলমাল হল, তা জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণেই তিনি অধ্যক্ষকে দেখার করার অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন : BJP MLA Suspension : অসংসদীয় আচরণ ! অধিবেশনে 2 বিজেপি বিধায়ককে সাসপেন্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.