ETV Bharat / state

Sukanta slams Mamata: 'মমতার মুখে মিথ্যে নতুন নয়', সিপিএমের পাশে দাঁড়িয়ে মুখমন্ত্রীতে কটাক্ষ সুকান্তর - সুকান্ত মজুমদার

বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার ৷ বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।

Sukanta slams Mamata News
সিপিএমের পাশে দাঁড়িয়ে মুখমন্ত্রীতে কটাক্ষ সুকান্তর
author img

By

Published : Oct 19, 2022, 9:20 PM IST

Updated : Oct 19, 2022, 10:34 PM IST

বর্ধমান, 19 অক্টোবর: 'আমি নই, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম ।' বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । বিজেপির রাজ্য সভাপতি বলেন, "এটা নতুন কিছু নয় । তিনি মাঝে মাঝেই মিথ্যা কথা বলেন, আরও একবার বললেন (Sukanta Majumdar slams Mamata Banerjee) ।"

বুধবার বর্ধমানের বিজেপি-র বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন বালুঘাটের সাংসদ । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি । তবে দলের সাংসদ সৌমিত্র খাঁয়ের মন্তব্য নিয়ে এদিন মুখ খুলতে চাননি তিনি ।

এদিন সুকান্ত মজুমদার বলেন, "যারা চাকরিপ্রার্থী, তাঁরা দিনের পর দিন এইভাবে বসে আছে, টেট উত্তীর্ণরা রাতের বেলা এইভাবে বসে থাকছে । আমি খুব তাড়াতাড়ি তাঁদের সঙ্গে দেখা করতে যাব । তাঁদের আন্দোলনের সঙ্গে আমাদের সহানুভূতি ও সমর্থন আছে সেটা জানাতে যাব ।

সিপিএমের পাশে দাঁড়িয়ে মুখমন্ত্রীতে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

অন্যদিকে, আড়াই দশক পর অ-গান্ধি পরিবার থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে । সেই নির্বাচনকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি । সুকান্ত মজুমদার বলেন, "মৃতপ্রায় কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে । ওনাকে অভিনন্দন । এমন একটা নৌকা, যে নৌকা থেকে লাফ দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে । সংগ্রাম করুন । তবে নরেন্দ্র মোদি আরও একবার প্রধানমন্ত্রী হচ্ছেন । উনি বিরোধী দলের নেতা হিসেবে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন ।"

Last Updated : Oct 19, 2022, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.