ETV Bharat / state

Sourav Ganguly: 'উই ওয়ান্ট দাদা', সৌরভকে ফেরানোর দাবিতে সরব মহারাজ-ভক্তরা - উই ওয়ান্ট দাদা

প্রিয় দাদা'কে ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদে ফেরাতে আন্দোলনে নামলেন মহারাজের ভক্তরা । যদিও ক্রিকেটার সৌরভ দেশ বা আইপিএল (পড়ুন, কলকাতা নাইট রাইডার্স) দল থেকে বাদ পড়ার পর যে আন্দোলন শুরু হয়েছিল বঙ্গজুড়ে, প্রশাসক সৌরভ বাদ পড়ার পর তার সিঁকিভাগও দেখা যাচ্ছে না (Sourav Ganguly Fans)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 14, 2022, 10:51 PM IST

বর্ধমান, 14 অক্টোবর: 'উই ওয়ান্ট দাদা' । এই স্লোগানকে সামনে রেখেই এবার প্রতিবাদে নামলেন সৌরভের সমর্থকরা । সম্প্রতি বিসিসিআই সভাপতির পদ খুইয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এবার প্রিয় দাদা'কে ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদে ফেরাতে আন্দোলনে নামলেন মহারাজের ভক্তরা । যদিও ক্রিকেটার সৌরভ দেশ বা আইপিএল (পড়ুন, কলকাতা নাইট রাইডার্স) দল থেকে বাদ পড়ার পর যে আন্দোলন শুরু হয়েছিল বঙ্গজুড়ে, প্রশাসক সৌরভ বাদ পড়ার পর তার সিকি ভাগও দেখা যাচ্ছে না (Sourav Ganguly Fans) ।

এদিন বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখান সৌরভ অনুগামীরা । তাঁদের দাবি, যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও তিন বছর থাকতে পারবে । সেখানে তাঁকে চক্রান্ত করে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তাই তাঁকে যাতে অবিলম্বে সম্মানের সঙ্গে উপযুক্ত কোনও পদ দেওয়া হয়, যার ফলে ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধন হবে ।

আরও পডুন: ঘুরপথে প্রেসিডেন্ট থেকে অন্তর্বাসের বিজ্ঞাপন, মহারাজকে তুলোধনা প্রাক্তন সিএবি কর্তার

ক্রিকেট ফ্যানস অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অরিন্দম সামন্ত বলেন, "গত সেপ্টেম্বর মাসে সৌরভ গঙ্গোপাধ্যাকে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে । আরও তিন বছর তিনি এই টার্ম পূরণ করতে পারবেন । অথচ কোনও অজ্ঞাত কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । কেন হল আমাদের জানা নেই । বারবার তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে । আমরা চাই তাঁকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হোক । হয় তাঁকে তাঁর পদ ফিরিয়ে দেওয়া হোক, কিংবা যে পদে নিয়ে গেলে তাঁর জন্য ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হতে পারে সেই দিকটা দেখা উচিত ।"

আরও পডুন: কেউ একদিনে সচিন-মোদি হয় না, বোর্ডের পদ খুইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহারাজের

বর্ধমান, 14 অক্টোবর: 'উই ওয়ান্ট দাদা' । এই স্লোগানকে সামনে রেখেই এবার প্রতিবাদে নামলেন সৌরভের সমর্থকরা । সম্প্রতি বিসিসিআই সভাপতির পদ খুইয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এবার প্রিয় দাদা'কে ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদে ফেরাতে আন্দোলনে নামলেন মহারাজের ভক্তরা । যদিও ক্রিকেটার সৌরভ দেশ বা আইপিএল (পড়ুন, কলকাতা নাইট রাইডার্স) দল থেকে বাদ পড়ার পর যে আন্দোলন শুরু হয়েছিল বঙ্গজুড়ে, প্রশাসক সৌরভ বাদ পড়ার পর তার সিকি ভাগও দেখা যাচ্ছে না (Sourav Ganguly Fans) ।

এদিন বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখান সৌরভ অনুগামীরা । তাঁদের দাবি, যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও তিন বছর থাকতে পারবে । সেখানে তাঁকে চক্রান্ত করে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তাই তাঁকে যাতে অবিলম্বে সম্মানের সঙ্গে উপযুক্ত কোনও পদ দেওয়া হয়, যার ফলে ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধন হবে ।

আরও পডুন: ঘুরপথে প্রেসিডেন্ট থেকে অন্তর্বাসের বিজ্ঞাপন, মহারাজকে তুলোধনা প্রাক্তন সিএবি কর্তার

ক্রিকেট ফ্যানস অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অরিন্দম সামন্ত বলেন, "গত সেপ্টেম্বর মাসে সৌরভ গঙ্গোপাধ্যাকে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে । আরও তিন বছর তিনি এই টার্ম পূরণ করতে পারবেন । অথচ কোনও অজ্ঞাত কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । কেন হল আমাদের জানা নেই । বারবার তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে । আমরা চাই তাঁকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হোক । হয় তাঁকে তাঁর পদ ফিরিয়ে দেওয়া হোক, কিংবা যে পদে নিয়ে গেলে তাঁর জন্য ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হতে পারে সেই দিকটা দেখা উচিত ।"

আরও পডুন: কেউ একদিনে সচিন-মোদি হয় না, বোর্ডের পদ খুইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহারাজের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.