ETV Bharat / state

বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসানো সৌরবিদ্যুতের খুঁটি উপড়ে ফেলল দুষ্কৃতীরা - babul supriyo

অন্ডালের বাদুর গ্রামে বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসানো সৌরবিদ্যুতের খুঁটি ভাঙল দুষ্কৃতীরা। কারা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।

ভেঙে ফেলা হয়েছে খুঁটি
author img

By

Published : Apr 1, 2019, 12:04 PM IST

Updated : Apr 1, 2019, 12:22 PM IST

অন্ডাল, 1 এপ্রিল : বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসানো সৌরবিদ্যুতের খুঁটি ভাঙল দুষ্কৃতীরা। ঘটনাটি অন্ডালের বাদুর গ্রামের। তবে এবারই প্রথম নয়, এর আগেও ওই একই জায়গায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরবিদ্যুতের খুঁটি উপড়ে দেওয়া হয়েছিল। তবে কারা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।

বাবুল সুপ্রিয়র উদ্যোগে এবং ONGC-র CSR(কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি) তহবিল থেকে সৌরবিদ্যুতের খুঁটি বসানো হয়। গতরাতে কয়েকজন দুষ্কৃতী ওই খুঁটি উপড়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের রাস্তায় আলো না থাকায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরচালিত বিদ্যুতের খুঁটি বসানো হয়। কিন্তু, এই খুঁটিগুলি বারবার ভেঙে ফেলা হচ্ছে। কয়েকমাস আগে এই একই ঘটনা ঘটেছিল। তখন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

অন্ডাল, 1 এপ্রিল : বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসানো সৌরবিদ্যুতের খুঁটি ভাঙল দুষ্কৃতীরা। ঘটনাটি অন্ডালের বাদুর গ্রামের। তবে এবারই প্রথম নয়, এর আগেও ওই একই জায়গায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরবিদ্যুতের খুঁটি উপড়ে দেওয়া হয়েছিল। তবে কারা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।

বাবুল সুপ্রিয়র উদ্যোগে এবং ONGC-র CSR(কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি) তহবিল থেকে সৌরবিদ্যুতের খুঁটি বসানো হয়। গতরাতে কয়েকজন দুষ্কৃতী ওই খুঁটি উপড়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের রাস্তায় আলো না থাকায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরচালিত বিদ্যুতের খুঁটি বসানো হয়। কিন্তু, এই খুঁটিগুলি বারবার ভেঙে ফেলা হচ্ছে। কয়েকমাস আগে এই একই ঘটনা ঘটেছিল। তখন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

Intro:আবারো অন্ডালে বাবুল সুপ্রিয় র উদ্যোগে স্থাপিত সৌর চালিত বিদ্যুৎ এর খুটি ভেঙে ফেলা হলো ।
অন্ডাল- কয়েক মাস আগেই অন্ডালের ভাদুর গ্রামে বাবুল সুপ্রিয় উদ্যোগে বসানো ও এন জি সি র ""কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ""(CSR) এর তহবিল থেকে লাগানো সৌর চালিত বিদ্যুৎ এর খুটি গুলি ভেঙে ফেলার অভিযোগ স্থানীয়দের ।
আবারও রবিবার রাত্রে সৌর চালিত বিদ্যুতের খুটি ভেঙে ফেলার অভিযোগ তুলল গ্রামবাসীরা ।অভিযোগকারী স্থানীয় বাসিন্দা সৌমিত্র লাইক জানান গতবারের এভাবেই ভেঙ্গে ফেলা হয়েছিল সৌরচালিত বিদ্যুতের খুঁটি গুলি। ভাদুর গ্রামের এই রাস্তা ছিল অন্ধকারে ঢাকা। তাই মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগে ওএনজিসির সিএসআর তহবিল থেকে লাগানো হয়েছিল সৌরচালিত বিদ্যুতের খুঁটি । কিন্তু কেউ বা কারা অসৎ উদ্দেশ্যের জন্য এই খুটিগুলি বারবার ভেঙে ফেলছে ।এর আগে বাবুল এই কাজ শাসকদলের লোকেরা করেছে বলে অভিযোগ তোলে।আবারব অন্ডালের ভাদুর গ্রামে এই একই ঘটনার পুনরাবৃত্তির কারনে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।এই বিষয়টিতে নির্বাচনের আগে যে রাজনৈতিক রঙ লাগবে তা বলা বাহুল্য।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 1, 2019, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.