অন্ডাল, 1 এপ্রিল : বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসানো সৌরবিদ্যুতের খুঁটি ভাঙল দুষ্কৃতীরা। ঘটনাটি অন্ডালের বাদুর গ্রামের। তবে এবারই প্রথম নয়, এর আগেও ওই একই জায়গায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরবিদ্যুতের খুঁটি উপড়ে দেওয়া হয়েছিল। তবে কারা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।
বাবুল সুপ্রিয়র উদ্যোগে এবং ONGC-র CSR(কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি) তহবিল থেকে সৌরবিদ্যুতের খুঁটি বসানো হয়। গতরাতে কয়েকজন দুষ্কৃতী ওই খুঁটি উপড়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের রাস্তায় আলো না থাকায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে সৌরচালিত বিদ্যুতের খুঁটি বসানো হয়। কিন্তু, এই খুঁটিগুলি বারবার ভেঙে ফেলা হচ্ছে। কয়েকমাস আগে এই একই ঘটনা ঘটেছিল। তখন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।