ETV Bharat / state

দিলীপ ঘোষের পূর্ব-পশ্চিম জ্ঞান নেই, কটাক্ষ সিদ্দিকুল্লার - দিলীপ ঘোষ

কয়েকদিন ধরে দিলীপ ঘোষ বলে চলেছেন, লুঙ্গি পরা লোকেরা অশান্তি করছে ৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি তাঁকে উলঙ্গ বলে কটাক্ষ করেন ৷

সিদ্দিকুল্লা চৌধুরি
সিদ্দিকুল্লা চৌধুরি
author img

By

Published : Dec 18, 2019, 10:15 PM IST

বর্ধমান, 18 ডিসেম্বর : কয়েকদিন ধরে দিলীপ ঘোষ বলে চলেছেন, লুঙ্গি পরা লোকেরা অশান্তি করছে ৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি আজ বলেন, "ওঁর (দিলীপ ঘোষ) পূর্ব-পশ্চিম জ্ঞান নেই ৷ তিনি সাংসদ হয়েছেন ৷ এরকম নীচে নেমে কথা বলছেন ! শুনতে কি ভালো লাগে ?" মন্ত্রী দিলীপবাবুকে উলঙ্গ বলেও কটাক্ষ করেন ৷

আজ বিকেলে বর্ধমান বিদ্যার্থী বয়েজ় হাই স্কুলের মাঠে জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধন করতে আসেন সিদ্দিকুল্লা ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "সারা দেশে BJP 37 শতাংশ ভোট পেয়েছে ৷ মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে BJP ছাড়াও সরকার গঠন করা যায় ৷" মোদিকে নাম না করে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে ৷ বলেন, "এখন গাজোয়ারি চলছে ৷ এখন 56 ইঞ্চি আছে ৷ শরীর খারাপ হলে 50 ইঞ্চি হয়ে যাবে ৷"

দিলীপ ঘোষকে উলঙ্গ বলে কটাক্ষ সিদিকুল্লার

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দিল্লিতে চলা আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের উপরে বাড়াবাড়ি রকমের অন্যায় করেছে ৷" আগামী রবিবার কলকাতায় রাণি রাসমণি রোডে এই ইশুতে এক জনসভার ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যে গত কয়েকদিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়েছে সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, "যারা খাঁটি মুসলিম, তাঁরা এধরনের নোংরামি করবে না ৷ কয়েকজন বাজার থেকে টুপি কিনে পরে নিচ্ছে ৷ এরকম টুপি পরলে কী করে জানবে, কে মুসলিম আর কে নয় ?"

বর্ধমান, 18 ডিসেম্বর : কয়েকদিন ধরে দিলীপ ঘোষ বলে চলেছেন, লুঙ্গি পরা লোকেরা অশান্তি করছে ৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি আজ বলেন, "ওঁর (দিলীপ ঘোষ) পূর্ব-পশ্চিম জ্ঞান নেই ৷ তিনি সাংসদ হয়েছেন ৷ এরকম নীচে নেমে কথা বলছেন ! শুনতে কি ভালো লাগে ?" মন্ত্রী দিলীপবাবুকে উলঙ্গ বলেও কটাক্ষ করেন ৷

আজ বিকেলে বর্ধমান বিদ্যার্থী বয়েজ় হাই স্কুলের মাঠে জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধন করতে আসেন সিদ্দিকুল্লা ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "সারা দেশে BJP 37 শতাংশ ভোট পেয়েছে ৷ মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে BJP ছাড়াও সরকার গঠন করা যায় ৷" মোদিকে নাম না করে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে ৷ বলেন, "এখন গাজোয়ারি চলছে ৷ এখন 56 ইঞ্চি আছে ৷ শরীর খারাপ হলে 50 ইঞ্চি হয়ে যাবে ৷"

দিলীপ ঘোষকে উলঙ্গ বলে কটাক্ষ সিদিকুল্লার

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দিল্লিতে চলা আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের উপরে বাড়াবাড়ি রকমের অন্যায় করেছে ৷" আগামী রবিবার কলকাতায় রাণি রাসমণি রোডে এই ইশুতে এক জনসভার ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যে গত কয়েকদিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়েছে সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, "যারা খাঁটি মুসলিম, তাঁরা এধরনের নোংরামি করবে না ৷ কয়েকজন বাজার থেকে টুপি কিনে পরে নিচ্ছে ৷ এরকম টুপি পরলে কী করে জানবে, কে মুসলিম আর কে নয় ?"

Intro:দিলীপ ঘোষকে নোংরা ভাষায় কটাক্ষ সিদ্দিকুল্লার, খাঁটি মুসলিমরা অশান্তি করে না

পুলক যশ, বর্ধমান

লুঙ্গি পরা লোকেরা অশান্তি করছে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী দিলীপ ঘোষকে উলঙ্গ বলে কটাক্ষ করলেন। মন্ত্রী বলেন ওর পশ্চিম পূর্ব জ্ঞান নেই। তিনি সাংসদ হয়েছেন অথচ এরকম এত নিচে নেমে কথা বলছেন যেটা শুনতে মোটেই ভাল লাগেনা।

সোমবার বুধবার বর্ধমান বিদ্যার্থী বয়েজ হাই স্কুলের মাঠে জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধন করতে আসেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে দিলীপ ঘোষের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এই মন্তব্য করেন তিনি।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন সারা ভারতবর্ষে বিজেপি ভোট পেয়েছে 37 শতাংশ ভোট। ভোট কমেছে। মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে বিজেপি ছাড়াও সরকার গঠন করা যায়। ৬৫ থেকে ৬৭ শতাংশ ভোট গণতন্ত্রে তাদের কোন মূল্য নেই সেটা চলতে পারে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তার নাম না করে সিদ্দিকুল্লা চৌধুরী মন্তব্য করেন এখন গাজোয়ারি চলছে। শরীর স্বাস্থ্য ভালো করে ৫৬ ইঞ্চি আছে । শরীর খারাপ হলে ৫০ ইঞ্চি হবে। আরো খারাপ হলে ৪৮ ইঞ্চি হবে। হতে হতে ব্যাপারটা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। দিল্লির প্রসঙ্গ তুলে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন দিল্লি পুলিশ ছাত্র-ছাত্রীদের উপরে বাড়াবাড়ি রকমের অন্যায় কাজ করেছে। আগামী রবিবার কলকাতার রানী রাসমণি রোডে জমিয়তে উলামায়ে হিন্দের এক বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে মীমের প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে যান তিনি। সিদ্দিকুল্লা বলেন গোলমাল পাকানোর পিছনে কিছু লোক আছে যারা কেন্দ্রকে শক্তি যোগানোর চেষ্টা করছে। যাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। তার মতে যারা খাঁটি মুসলিম তারা এই ধরনের নোংরামি করবেনা। কিছু লোক আছে যারা বাজার থেকে টুপি কিনে পড়ে নিয়ে পড়ে নিচ্ছে। আর টুপি পরলে কে জানবে সে মুসলমান না অমুসলমান।Body:দিলীপ ঘোষকে নোংরা ভাষায় কটাক্ষ সিদ্দিকুল্লার, খাঁটি মুসলিমরা অশান্তি করে না
Conclusion:দিলীপ ঘোষকে নোংরা ভাষায় কটাক্ষ সিদ্দিকুল্লার, খাঁটি মুসলিমরা অশান্তি করে না
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.