বর্ধমান, 18 ডিসেম্বর : কয়েকদিন ধরে দিলীপ ঘোষ বলে চলেছেন, লুঙ্গি পরা লোকেরা অশান্তি করছে ৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি আজ বলেন, "ওঁর (দিলীপ ঘোষ) পূর্ব-পশ্চিম জ্ঞান নেই ৷ তিনি সাংসদ হয়েছেন ৷ এরকম নীচে নেমে কথা বলছেন ! শুনতে কি ভালো লাগে ?" মন্ত্রী দিলীপবাবুকে উলঙ্গ বলেও কটাক্ষ করেন ৷
আজ বিকেলে বর্ধমান বিদ্যার্থী বয়েজ় হাই স্কুলের মাঠে জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধন করতে আসেন সিদ্দিকুল্লা ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "সারা দেশে BJP 37 শতাংশ ভোট পেয়েছে ৷ মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে BJP ছাড়াও সরকার গঠন করা যায় ৷" মোদিকে নাম না করে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে ৷ বলেন, "এখন গাজোয়ারি চলছে ৷ এখন 56 ইঞ্চি আছে ৷ শরীর খারাপ হলে 50 ইঞ্চি হয়ে যাবে ৷"
নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দিল্লিতে চলা আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের উপরে বাড়াবাড়ি রকমের অন্যায় করেছে ৷" আগামী রবিবার কলকাতায় রাণি রাসমণি রোডে এই ইশুতে এক জনসভার ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যে গত কয়েকদিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়েছে সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, "যারা খাঁটি মুসলিম, তাঁরা এধরনের নোংরামি করবে না ৷ কয়েকজন বাজার থেকে টুপি কিনে পরে নিচ্ছে ৷ এরকম টুপি পরলে কী করে জানবে, কে মুসলিম আর কে নয় ?"