ETV Bharat / state

গলসিতে কাটমানি ইশুতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিবিদ্ধ যুবক - BJP

পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ভুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকায় কাটমানি ইশুতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷ গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল নেতার ছেলে ৷

gulsi 2
author img

By

Published : Jul 23, 2019, 3:48 PM IST

গলসি, 23 জুলাই : কাটমানি ইশুতে স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে BJP । ঘটনায় জখম দুই । অন্যদিকে, এই ঘটনায় আরও দুই তৃণমূল কর্মী জখম হয়েছে । পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ভুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকার ঘটনা । জখমরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল দুপুরে মজিদপুর এলাকার BDO অফিসে কাটমানি নিয়ে ঘেরাও কর্মসূচি ছিল । সেখানে গলসি ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি হলেন হাসেম মোল্লাকে মারধর করার অভিযোগ করেন জখম দোলন মোল্লা । হাসেম মোল্লাকে অন্য দুই তৃণমূল কর্মী বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় । হাসেম মোল্লার ছেলে দোলন মোল্লা অভিযোগ করেন, "মারধরের খবর পেয়ে BDO অফিসে যায় । এরপর সেখান থেকে বাবাকে নিয়ে বাইকে করে ফিরছিলাম । সেই সময় ভুড়ি হাই স্কুল মোড় এলাকায় জিয়ারুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের লক্ষ্য করে BJP আশ্রিত দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি ছোড়ে । শেষ রাউন্ডেরগুলিটি আমার পায়ে এসে লাগে । পাশাপাশি আমার বাবা হাসেম মোল্লাকেও মারধর করা হয় । "

অন্যদিকে, BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP-র স্থানীয় নেতৃত্বের বক্তব্য, "ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় ।"

সূত্রের খবর, জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত । কিন্তু কাটমানি সহ একাধিক ইশুতে তাঁরা বিক্ষুব্ধ গোষ্ঠীর দিকে চলে যায় । অন্যদিকে, হাসেম মোল্লা বলেন জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা কখনই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না ।

গলসি, 23 জুলাই : কাটমানি ইশুতে স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে BJP । ঘটনায় জখম দুই । অন্যদিকে, এই ঘটনায় আরও দুই তৃণমূল কর্মী জখম হয়েছে । পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ভুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকার ঘটনা । জখমরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল দুপুরে মজিদপুর এলাকার BDO অফিসে কাটমানি নিয়ে ঘেরাও কর্মসূচি ছিল । সেখানে গলসি ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি হলেন হাসেম মোল্লাকে মারধর করার অভিযোগ করেন জখম দোলন মোল্লা । হাসেম মোল্লাকে অন্য দুই তৃণমূল কর্মী বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় । হাসেম মোল্লার ছেলে দোলন মোল্লা অভিযোগ করেন, "মারধরের খবর পেয়ে BDO অফিসে যায় । এরপর সেখান থেকে বাবাকে নিয়ে বাইকে করে ফিরছিলাম । সেই সময় ভুড়ি হাই স্কুল মোড় এলাকায় জিয়ারুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের লক্ষ্য করে BJP আশ্রিত দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি ছোড়ে । শেষ রাউন্ডেরগুলিটি আমার পায়ে এসে লাগে । পাশাপাশি আমার বাবা হাসেম মোল্লাকেও মারধর করা হয় । "

অন্যদিকে, BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP-র স্থানীয় নেতৃত্বের বক্তব্য, "ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় ।"

সূত্রের খবর, জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত । কিন্তু কাটমানি সহ একাধিক ইশুতে তাঁরা বিক্ষুব্ধ গোষ্ঠীর দিকে চলে যায় । অন্যদিকে, হাসেম মোল্লা বলেন জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা কখনই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না ।

Intro:গলসিতে দুই গোষ্ঠীর মারামারি, গুলি ছোঁড়ার অভিযোগ

সন্তোষ দাস, গলসি

কাটমানি নিয়ে অশান্তির জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চার জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। পূর্ব বর্ধমান জেলার গলসি-২ নম্বর ব্লকের ভুড়ি হাইস্কুলের সংলগ্ন এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর নাগাদ মজিদপুর এলাকার অফিসে কাটমানি নিয়ে ঘেরাও কর্মসূচি ছিল। আহত দোলন মোল্লা বলেন এদিন তিনি দুপুর নাগাদ খবর পান তার বাবাকে বিডিও অফিসে মারধর করা হয়েছে। এই খবর পেয়ে তিনি বাইক নিয়ে বিডিও অফিসে গিয়ে তার বাবাকে নিয়ে ফেরার পথে ভুড়ি হাই স্কুল মোড় এলাকায় জিয়ারুদ্দিন মোল্লার নেতৃত্বে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মোট চার রাউন্ড গুলি ছোড়া হয়। তার পায়ে গুলি লাগে। এরপর তার বাবাকে তার বাবা হাসেম মোল্লাকেও বেধড়ক মারধর করা হয়। হাসেম মোল্লা গলসি ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি। তাদের আহত অবস্থায় ববর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিজেপি পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর জিয়ারুদ্দিন মোল্লা সহ তার অনুগামীরা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কাটমানি সহ একাধিক ইশ্যুতে তারা বিক্ষুব্ধ গোষ্ঠীর দিকে চলে যায়।যদিও আহত হাসেম মোল্লা বলেন ওরা কোনদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না।Body:গলসিতে দুই Conclusion:গোষ্ঠীর মারামারি, গুলি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.