গলসি, 23 জুলাই : কাটমানি ইশুতে স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে BJP । ঘটনায় জখম দুই । অন্যদিকে, এই ঘটনায় আরও দুই তৃণমূল কর্মী জখম হয়েছে । পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ভুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকার ঘটনা । জখমরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
গতকাল দুপুরে মজিদপুর এলাকার BDO অফিসে কাটমানি নিয়ে ঘেরাও কর্মসূচি ছিল । সেখানে গলসি ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি হলেন হাসেম মোল্লাকে মারধর করার অভিযোগ করেন জখম দোলন মোল্লা । হাসেম মোল্লাকে অন্য দুই তৃণমূল কর্মী বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় । হাসেম মোল্লার ছেলে দোলন মোল্লা অভিযোগ করেন, "মারধরের খবর পেয়ে BDO অফিসে যায় । এরপর সেখান থেকে বাবাকে নিয়ে বাইকে করে ফিরছিলাম । সেই সময় ভুড়ি হাই স্কুল মোড় এলাকায় জিয়ারুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের লক্ষ্য করে BJP আশ্রিত দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি ছোড়ে । শেষ রাউন্ডেরগুলিটি আমার পায়ে এসে লাগে । পাশাপাশি আমার বাবা হাসেম মোল্লাকেও মারধর করা হয় । "
অন্যদিকে, BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP-র স্থানীয় নেতৃত্বের বক্তব্য, "ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় ।"
সূত্রের খবর, জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত । কিন্তু কাটমানি সহ একাধিক ইশুতে তাঁরা বিক্ষুব্ধ গোষ্ঠীর দিকে চলে যায় । অন্যদিকে, হাসেম মোল্লা বলেন জিয়ারুদ্দিন মোল্লা সহ তাঁর অনুগামীরা কখনই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না ।