ETV Bharat / state

Covid Scare Shuts School : করোনায় আক্রান্ত দুই শিক্ষক, বন্ধ স্কুল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা মতো 16 নভেম্বর থেকে খুলেছে রাজ্যের স্কুল (School Reopened from 16 November)। খোলার পর প্রতিটি স্কুলই রীতিমতো করোনা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসের ব্যবস্থা করেছিল । তারমধ্যেই করোনায় আক্রান্ত হলেন পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের দুই শিক্ষক (Teachers of Purbasthali Nilmani Brahmachari Institution tested Covid Positive) ৷

School shut down
করোনায় আক্রান্ত দুই শিক্ষক
author img

By

Published : Nov 30, 2021, 5:45 PM IST

Updated : Nov 30, 2021, 7:16 PM IST

পূর্বস্থলী, ৩০ নভেম্বর : করোনা সংক্রমণের ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল ৷ সরকারের নির্দেশে গত 16 নভেম্বর থেকে স্কুল খোলার পর থেকে আস্তে আস্তে বাড়ছিল স্কুলগামী পড়ুয়ার সংখ্যাও (School Reopened from 16 November) ৷ যদিও দু'সপ্তাহের মধ্যেই তাল কাটল ৷ করোনায় আক্রান্ত হলেন দুই শিক্ষক (Two teachers tested Covid Positive)।ঘটনাটি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে ৷ বাকি কয়েকজন শিক্ষকও জ্বরে আক্রান্ত হয়েছেন ।

এই ঘটনার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্কুলে । স্কুল সূত্রে জানা গিয়েছে, এক শিক্ষক দিন কয়েক আগে জ্বর নিয়ে স্কুলে আসেন । পরে তিনি গত শনিবার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট ধরা পড়ে । এরপরে জ্বরে আক্রান্ত হন স্কুলের টিচার ইনচার্জও । তিনিও সোমবার করোনা টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ আসে । এই খবর আসার পরেই আজ গোটা স্কুল স্যানিটাইজ করা হয়েছে । বিষয়টি স্কুল শিক্ষা দফতর-সহ জেলা প্রশাসনকেও জানানো হয়েছে । জেলা প্রশাসন থেকে সাত দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে (School shut down due to covid infection) ।

আরও পড়ুন : Students Corona Positive : আবাসিক স্কুলের 27 পড়ুয়া করোনা আক্রান্ত

গত কয়েকদিনে যেসব ছাত্ররা স্কুলে ছিল তাদের এবং বাকি শিক্ষকদের করোনা টেস্ট করানো হচ্ছে । স্কুলের হেড ক্লার্ক বলেন, ‘‘প্রথম আমাদের স্কুলের কম্পিউটারের মাস্টারমশাই করোনায় আক্রান্ত হন । উনি কাটোয়া থেকে আসেন । আমরা ভেবেছিলাম ঠান্ডা লেগে জ্বর এসেছে । এরপর শনিবার থেকে উনি স্কুলে আসেননি । এরপর আবার আমাদের টিচার-ইন-চার্জ করোনায় আক্রান্ত হন । এরপরেই ডিআই-সহ প্রশাসনকে বিষয়টি জানিয়ে বলা হয় দু'দিন স্কুল বন্ধ রাখা হবে । তাঁরা সাতদিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন । আমরা যারা স্কুলে এসেছিলাম তাঁরা সকলেই টেস্ট করছি ।’’

আরও পড়ুন : School Girls Smoking in the Class: স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের, ভাইরাল ভিডিও

স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত পরশু একজনের করোনা ধরা পড়েছে । গতকাল আরও একজনের করোনা ধরা পড়েছে । আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল বন্ধ রাখা হবে । না হলে সবার মধ্যেই দ্রুত রোগ ছড়িয়ে পড়বে । স্কুলের ছাত্রদেরও করোনা টেস্ট করানো হবে ।’’

পূর্বস্থলী, ৩০ নভেম্বর : করোনা সংক্রমণের ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল ৷ সরকারের নির্দেশে গত 16 নভেম্বর থেকে স্কুল খোলার পর থেকে আস্তে আস্তে বাড়ছিল স্কুলগামী পড়ুয়ার সংখ্যাও (School Reopened from 16 November) ৷ যদিও দু'সপ্তাহের মধ্যেই তাল কাটল ৷ করোনায় আক্রান্ত হলেন দুই শিক্ষক (Two teachers tested Covid Positive)।ঘটনাটি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে ৷ বাকি কয়েকজন শিক্ষকও জ্বরে আক্রান্ত হয়েছেন ।

এই ঘটনার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্কুলে । স্কুল সূত্রে জানা গিয়েছে, এক শিক্ষক দিন কয়েক আগে জ্বর নিয়ে স্কুলে আসেন । পরে তিনি গত শনিবার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট ধরা পড়ে । এরপরে জ্বরে আক্রান্ত হন স্কুলের টিচার ইনচার্জও । তিনিও সোমবার করোনা টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ আসে । এই খবর আসার পরেই আজ গোটা স্কুল স্যানিটাইজ করা হয়েছে । বিষয়টি স্কুল শিক্ষা দফতর-সহ জেলা প্রশাসনকেও জানানো হয়েছে । জেলা প্রশাসন থেকে সাত দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে (School shut down due to covid infection) ।

আরও পড়ুন : Students Corona Positive : আবাসিক স্কুলের 27 পড়ুয়া করোনা আক্রান্ত

গত কয়েকদিনে যেসব ছাত্ররা স্কুলে ছিল তাদের এবং বাকি শিক্ষকদের করোনা টেস্ট করানো হচ্ছে । স্কুলের হেড ক্লার্ক বলেন, ‘‘প্রথম আমাদের স্কুলের কম্পিউটারের মাস্টারমশাই করোনায় আক্রান্ত হন । উনি কাটোয়া থেকে আসেন । আমরা ভেবেছিলাম ঠান্ডা লেগে জ্বর এসেছে । এরপর শনিবার থেকে উনি স্কুলে আসেননি । এরপর আবার আমাদের টিচার-ইন-চার্জ করোনায় আক্রান্ত হন । এরপরেই ডিআই-সহ প্রশাসনকে বিষয়টি জানিয়ে বলা হয় দু'দিন স্কুল বন্ধ রাখা হবে । তাঁরা সাতদিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন । আমরা যারা স্কুলে এসেছিলাম তাঁরা সকলেই টেস্ট করছি ।’’

আরও পড়ুন : School Girls Smoking in the Class: স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের, ভাইরাল ভিডিও

স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত পরশু একজনের করোনা ধরা পড়েছে । গতকাল আরও একজনের করোনা ধরা পড়েছে । আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল বন্ধ রাখা হবে । না হলে সবার মধ্যেই দ্রুত রোগ ছড়িয়ে পড়বে । স্কুলের ছাত্রদেরও করোনা টেস্ট করানো হবে ।’’

Last Updated : Nov 30, 2021, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.