ETV Bharat / state

BJP-র সভায় বিশৃঙ্খলা, বেরিয়ে গেলেন ক্ষুব্ধ RSS নেতারা

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বর্ধমানের টাউনহলে BJP-র শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে গতকাল কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখে একপ্রকার বিরক্ত হয়েই সভাস্থান ছেড়ে চলে যান আমন্ত্রিত RSS নেতারা।

BJP-র কর্মিসভা
author img

By

Published : Mar 20, 2019, 9:05 AM IST

বর্ধমান, ২০ মার্চ : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বর্ধমানের টাউনহলে BJP-র শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে গতকাল কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখে একপ্রকার বিরক্ত হয়েই সভাস্থান ছেড়ে চলে যান আমন্ত্রিত RSS নেতারা। BJP-র তরফ থেকে এই অভিযোগ করা হয়। বুথ সভাপতিদের বক্তব্য শুনেও কার্যত হতাশ BJP-র রাজ্য নেতৃত্ব।

গতকাল টাউনহলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বুথ ভিত্তিক শক্তি কেন্দ্রের সদস্যরা কর্মিসভায় যোগ দেন। সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, BJP কেন্দ্রীয় কমিটির সদস্য দীনেশ সিং প্রমুখ। এছাড়াও কর্মিসভায় যোগ দেওয়ার জন্য জেলার RSS নেতাদের আমন্ত্রণ জানানো হয়।

BJP সূত্রে জানা গেছে, টাউনহলে অনুষ্ঠিত কর্মিসভা নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হওয়ার কারণে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। রাজ্য ও জেলা নেতৃত্ব কর্মীদের বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এবং পরক্ষণেই কর্মীদের শান্ত করতে চেষ্টা করেন RSS নেতারা। কিন্তু তাঁরাও ব্যর্থ হলে চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলের মধ্যে দিয়েই কর্মিসভা শুরু হয়। কর্মীদের শান্ত করতে না পেরে শেষ পর্যন্ত সভাস্থান ছেড়ে চলে যান RSS নেতারা।

অন্যদিকে, জেলা পর্যবেক্ষক নির্মল কর্মকার কর্মীদের কাছ থেকে বুথের সংখ্যা, এলাকায় বুথকর্মীর সংখ্যা ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে বিরক্ত বোধ করেন। যদিও BJP-র জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি।

বর্ধমান, ২০ মার্চ : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বর্ধমানের টাউনহলে BJP-র শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে গতকাল কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখে একপ্রকার বিরক্ত হয়েই সভাস্থান ছেড়ে চলে যান আমন্ত্রিত RSS নেতারা। BJP-র তরফ থেকে এই অভিযোগ করা হয়। বুথ সভাপতিদের বক্তব্য শুনেও কার্যত হতাশ BJP-র রাজ্য নেতৃত্ব।

গতকাল টাউনহলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বুথ ভিত্তিক শক্তি কেন্দ্রের সদস্যরা কর্মিসভায় যোগ দেন। সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, BJP কেন্দ্রীয় কমিটির সদস্য দীনেশ সিং প্রমুখ। এছাড়াও কর্মিসভায় যোগ দেওয়ার জন্য জেলার RSS নেতাদের আমন্ত্রণ জানানো হয়।

BJP সূত্রে জানা গেছে, টাউনহলে অনুষ্ঠিত কর্মিসভা নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হওয়ার কারণে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। রাজ্য ও জেলা নেতৃত্ব কর্মীদের বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এবং পরক্ষণেই কর্মীদের শান্ত করতে চেষ্টা করেন RSS নেতারা। কিন্তু তাঁরাও ব্যর্থ হলে চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলের মধ্যে দিয়েই কর্মিসভা শুরু হয়। কর্মীদের শান্ত করতে না পেরে শেষ পর্যন্ত সভাস্থান ছেড়ে চলে যান RSS নেতারা।

অন্যদিকে, জেলা পর্যবেক্ষক নির্মল কর্মকার কর্মীদের কাছ থেকে বুথের সংখ্যা, এলাকায় বুথকর্মীর সংখ্যা ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে বিরক্ত বোধ করেন। যদিও BJP-র জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি।

Intro:বনধ সফল করতে মিছিল বের করল বাম সংগঠন
পুলক যশ, বর্ধমান
দ্বিতীয় দিনের বনধ সফল করতে সকাল থেকেই পথে নামল বাম সংগঠন । এদিন বর্ধমান শহরের পারকাস রোড থেকে একটা বনধের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলটি বর্ধমান শহরের বিসি রোড, কার্জনগেট হয়ে শহরের বিভিন্ন এলাকায় বনধের সমর্থনে স্লোগান দেয়। কিন্তু এদিন তারা কোথাও জোর করে বনধ সফল করার চেষ্টা করেনি। এদিকে সকাল থেকেই কার্জনগেট চত্বরে পুলিশ মোতায়েন করা আছে।
Body: যদিও বনধের দ্বিতীয় দিনেও শহরে কোন প্রভাব পড়েনি। অন্যন্য দিনের মতোই দোকানপাঠ খুলতে শুরু করেছে। শুরু হয়ে বাস সহ যান চলাচল। Conclusion:গতকাল বনধের প্রথম দিনে বনধের সমর্থনে বাম সংগঠন মিছিল বের করে জোর করে কিছু দোকান বন্ধ করার চেষ্টা করে যার জেরে উত্তেজনা ছড়ায়। পালটা তৃণমূলের পক্ষ থেকেও মিছিল বের করা হয়। পুলিশ সিপিএমের মিছিলকে বাঁধা দিতে গেলে বচসা বেঁধে যায়। কার্যত বর্ধমানে বনধের কোন প্রভাব পড়েনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.