ETV Bharat / state

ভাইফোঁটা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত মহিলা - bhai dooj

আজ ভাইফোঁটা ৷ ভাইকে ফোঁটা দিতে স্বামী রতন চক্রবর্তীর সঙ্গে গতকাল বাবার বাড়ি যাচ্ছিলেন চন্দনা ৷ আলিনগর চৌমাথা পেরিয়ে পানোয়া গ্রামের দিকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি ৷ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

দুর্ঘটনায় মৃত মহিলা
author img

By

Published : Oct 29, 2019, 11:54 AM IST

Updated : Oct 29, 2019, 12:49 PM IST

ভাতার, 29 অক্টোবর : ভাইফোঁটার জন্য বাবা-মায়ের বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন মহিলার ৷ মৃতের নাম চন্দনা চক্রবর্তী (36) ৷ তিনি বর্ধামনের ভাতারের সেলেণ্ডা গ্রামের বাসিন্দা ৷ গতকাল বিকেলে ভাতার-কামারপাড়া রোডে পানোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

আজ ভাইফোঁটা ৷ ভাইকে ফোঁটা দিতে স্বামী রতন চক্রবর্তীর সঙ্গে গতকাল বাবার বাড়ি যাচ্ছিলেন চন্দনা ৷ আলিনগর চৌমাথা পেরিয়ে পানোয়া গ্রামের দিকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি ৷

রতন বলেন, "আমি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলাম ৷ কিন্তু আমার স্ত্রী বাইক থেকে হঠাৎ পড়ে যান ৷ মাথায় গুরুতর আঘাত লাগে ৷ কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান ৷" অসুস্থ হয়ে চন্দনা বাইক থেকে পড়ে গিয়েছিলেন বলেই অনুমান রতনের ৷

চন্দনাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ পরে স্থানীয়দের সহায়তায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ভাতার, 29 অক্টোবর : ভাইফোঁটার জন্য বাবা-মায়ের বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন মহিলার ৷ মৃতের নাম চন্দনা চক্রবর্তী (36) ৷ তিনি বর্ধামনের ভাতারের সেলেণ্ডা গ্রামের বাসিন্দা ৷ গতকাল বিকেলে ভাতার-কামারপাড়া রোডে পানোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

আজ ভাইফোঁটা ৷ ভাইকে ফোঁটা দিতে স্বামী রতন চক্রবর্তীর সঙ্গে গতকাল বাবার বাড়ি যাচ্ছিলেন চন্দনা ৷ আলিনগর চৌমাথা পেরিয়ে পানোয়া গ্রামের দিকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি ৷

রতন বলেন, "আমি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলাম ৷ কিন্তু আমার স্ত্রী বাইক থেকে হঠাৎ পড়ে যান ৷ মাথায় গুরুতর আঘাত লাগে ৷ কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান ৷" অসুস্থ হয়ে চন্দনা বাইক থেকে পড়ে গিয়েছিলেন বলেই অনুমান রতনের ৷

চন্দনাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ পরে স্থানীয়দের সহায়তায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

Intro:ভাইফোঁটায় বাপের বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর
পুলক যশ, ভাতার


ভাইফোঁটার জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ। স্বামীর বাইকে চড়ে বাপেরবাড়ি যাচ্ছিলেন বধূ । কিন্তু বাপের বাড়ি পৌছানোর আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর । মৃতার নাম চন্দনা চক্রবর্তী(৩৬) । সোমবার বিকেল নাগাদ ভাতার-কামারপাড়া রোডে ভাতারের পানোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাদেবীর শ্বশুরবাড়ি বাড়ি ভাতারের সেলেণ্ডা গ্রামে । এদিন বিকেলে স্বামী রতন চক্রবর্তীর বাইকের পিছনে বসে তিনি বাপেরবাড়ি বর্ধমানের জগদাবাদ গ্রামে যাচ্ছিলেন । আলিনগর চৌমাথা পেরিয়ে পানোয়া গ্রামের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। চন্দনাদেবীর স্বামী রতনবাবু বলেন,'আমি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলাম । কিন্তু আমার স্ত্রী বাইক থেকে হঠাৎ পড়ে যান । মাথায় গুরুতর আঘাত লাগে । কিছুক্ষনের মধ্যেই তিনি জ্ঞান হারান।'
জানা গেছে,দুর্ঘটনার পর চন্দনাদেবীকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । পরে স্থানীয়দের সহায়তায় ওই তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । শারিরীক অসুস্থতার কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান মৃতার স্বামীর ।
Body:ভাইফোঁটায় বাপের বাড়ি যাওয়ার সময় Conclusion:দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর
Last Updated : Oct 29, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.