ভাতার, 29 অক্টোবর : ভাইফোঁটার জন্য বাবা-মায়ের বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন মহিলার ৷ মৃতের নাম চন্দনা চক্রবর্তী (36) ৷ তিনি বর্ধামনের ভাতারের সেলেণ্ডা গ্রামের বাসিন্দা ৷ গতকাল বিকেলে ভাতার-কামারপাড়া রোডে পানোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷
আজ ভাইফোঁটা ৷ ভাইকে ফোঁটা দিতে স্বামী রতন চক্রবর্তীর সঙ্গে গতকাল বাবার বাড়ি যাচ্ছিলেন চন্দনা ৷ আলিনগর চৌমাথা পেরিয়ে পানোয়া গ্রামের দিকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি ৷
রতন বলেন, "আমি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলাম ৷ কিন্তু আমার স্ত্রী বাইক থেকে হঠাৎ পড়ে যান ৷ মাথায় গুরুতর আঘাত লাগে ৷ কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান ৷" অসুস্থ হয়ে চন্দনা বাইক থেকে পড়ে গিয়েছিলেন বলেই অনুমান রতনের ৷
চন্দনাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ পরে স্থানীয়দের সহায়তায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷