বর্ধমান, 30 নভেম্বর : দূরের যাত্রীদের কথা ভেবে বর্ধমানে তৈরি করা হচ্ছে বাস হল্ট হাব । সোমবার বর্ধমান-দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোল প্লাজ়ার কাছে PPE মডেলের এই হাবের শিল্যান্যাস করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ । সঙ্গে ছিলেন SBSTC-র চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরি ।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান বলেন, "জানুয়ারি মাসে দুই একর জমির উপর কাজ শুরু হবে । পাশাপাশি আরও ছয় একর জমি নেওয়া হবে । PPE মডেলে আট একর জমির উপরে আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা হবে । পালসিট এলাকায় বিশাল এই জমির উপর তৈরি করা হবে বাসস্ট্যান্ডটি । কারণ, একটু দূরেই শক্তিগড় । সেখানে প্রচুর দোকান আছে । ফলে, বর্ধমানের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে । দূর দূরান্ত থেকে বাসে করে মানুষজন এখানে আসেন । উত্তরবঙ্গ, বীরভূম , মুর্শিদাবাদ থেকে এখানে বাস আসছে । কোনা এক্সপ্রেসওয়ে হয়ে বাস কলকাতায় যাচ্ছে । সেগুলি এই দুই নম্বর জাতীয় সড়ক দিয়ে যায় । এত দূরদূরান্ত থেকে আসায় স্বাভাবিক কারণেই যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন । তাই তাঁদের ফ্রেশ হওয়ার জন্য বাথরুম, স্নানের জায়গা , মেডিকেল ফেসিলিটি আছে । যাত্রীদের জন্য তাড়াতাড়ি গরম খাবাবের ব্যবস্থা এমনকী পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয়সহ বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাবে । এছাড়া বাঙালিয়ানা বজায় রাখতে মাছ-ভাত সহ সবকিছুরই ব্যবস্থা করা হবে । কেউ যদি বর্ধমানে বেড়ানোর জন্য আসেন তাঁরাও এখানে থাকতে পারবেন । অর্থাৎ পর্যটন কেন্দ্রের সঙ্গেও একটা অংশকে এখানে যুক্ত করা হচ্ছে । সেইসঙ্গে আশপাশের মানুষজনকে যাতে কর্মসংস্থান দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে । এই প্রকল্পে সরকারের কোনও খরচ হবে না । PPE মডেলে এই হাব তৈরি করা হচ্ছে । তবে পুরো পরিকল্পনাই আমরা করে দিচ্ছি । অর্থাৎ মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থা করা হয়েছে ।"
রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী বলেন, "এই হাবকে ভবিষ্যতে কীভাবে উন্নত করে তোলা যায় সেই চিন্তাভাবনা আছে । তবে এই হাব তৈরি হলে আর্থিক ও সামাজিক উন্নয়ন হবে, সেই পরিকল্পনা নিয়েই এটা করা হয়েছে ।"