গলসি, 1 নভেম্বর : সরকারি কাজে কাটমানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা জানাজানি হতেই গুঞ্জন শুরু হয়েছে ।
তৃণমূলের অভিযোগ, BJP-র সঙ্গে যুক্ত দলের কর্মীরা এই কাজ করেছে । অন্যদিকে, BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁদের দলের লোকেরাই দলের নেতার বিরুদ্ধে পোস্টার দিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্চগ্রাম এলাকায় বাসস্ট্যান্ড-সহ বেশ কিছু জায়গায় লাল কালিতে লেখা পোস্টার সাঁটানো হয়েছে । পোস্টারগুলিতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে কাটমানি নেওয়ার কথা এবং দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে । মূলত একশো দিনের কাজ, সরকারি প্রকল্পের ঘর তৈরিতে দুর্নীতি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া, পানীয় জলে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে পোস্টার দেওয়া হয় । স্থানীয় তৃণমূল নেতা শরৎ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযাগ করা হয়েছে পোস্টারে ।
তৃণমূল নেতা শরৎ চক্রবর্তী বলেন, "কারা এই পোস্টার দিয়েছে আমার জানা নেই । তবে আমার বিরুদ্ধে বদনাম করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে । যেসব দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে দল আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি মাথা পেতে নেব । তবে তৃণমূলের ইঙ্গিত, BJP-র পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে ।" যদিও BJP-র পক্ষ থেকে বলা হয়েছে, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার পড়েছে । BJP এসব নোংরা খেলায় যুক্ত থাকে না ।"