ETV Bharat / state

EVM-এ রাজনৈতিক দলের প্রতীকের পাশে কালির দাগ, জামালপুরে বন্ধ ভোটগ্রহণ - বন্ধ ভোটগ্রহণ

জামালপুরে 195 নম্বর বুথে EVM-এ কালির দাগ৷ আধঘণ্টার জন্য বন্ধ করা হল ভোটগ্রহণ৷

ফাইল ফোটো
author img

By

Published : Apr 29, 2019, 1:49 PM IST

জামালপুর, 29 এপ্রিল : পূর্ব বর্ধমানের জামালপুরের 195 নম্বর বুথে বন্ধ ভোটগ্রহণ৷ অভিযোগ, EVM মেশিনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের পাশে কালির দাগ ছিল৷ প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর ফের চালু হয় ভোটগ্রহণ পর্ব৷

আজ জামালপুরের 195 নম্বর বুথ জোতশ্রীরাম হাইস্কুলে ভোট দিতে আসেন চন্দন দাস নামে এক যুবক৷ ভোটকেন্দ্রে গিয়ে দেখেন EVM মেশিনে একটি রাজনৈতিক দলের প্রতীকের পাশে কালি দিয়ে দাগ দেওয়া আছে৷ বিষয়টি ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে জানানো হয়৷ বন্ধ করে দেওয়া হয় ভোটগ্রহণ পর্ব৷ আধঘণ্টা পর ফের ভোটগ্রহণ শুরু হয়৷

জামালপুর, 29 এপ্রিল : পূর্ব বর্ধমানের জামালপুরের 195 নম্বর বুথে বন্ধ ভোটগ্রহণ৷ অভিযোগ, EVM মেশিনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের পাশে কালির দাগ ছিল৷ প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর ফের চালু হয় ভোটগ্রহণ পর্ব৷

আজ জামালপুরের 195 নম্বর বুথ জোতশ্রীরাম হাইস্কুলে ভোট দিতে আসেন চন্দন দাস নামে এক যুবক৷ ভোটকেন্দ্রে গিয়ে দেখেন EVM মেশিনে একটি রাজনৈতিক দলের প্রতীকের পাশে কালি দিয়ে দাগ দেওয়া আছে৷ বিষয়টি ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে জানানো হয়৷ বন্ধ করে দেওয়া হয় ভোটগ্রহণ পর্ব৷ আধঘণ্টা পর ফের ভোটগ্রহণ শুরু হয়৷

Intro:ইভিএমে কালির দাগ, বন্ধ ভোট গ্রহণ

পুলক যশ, জামালপুর

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের
জামালপুরের জোতশ্রীরাম হাইস্কুলে ১৯৫ নং বুথে ইভিএমের উপরে কোন রাজনৈতিক দলের প্রার্থীর সিম্বলের পাশে কালির দাগ ঘিরে চাঞ্চল্য, বন্ধ ভোট গ্রহণ।

এদিন স্থানীয় এক যুবক ওই কেন্দ্রে ভোট দিতে এসে দেখতে পান ইভিএমে যে রাজনৈতিক দলের সিম্বল আছে সেখানে কালির দাগ দেওয়া আছে। ওই ভোটার বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানালে বন্ধ থাকে ভোট গ্রহণ। প্রায় আধ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানা গেছে।Body:ইভিএম এ কালির দাগConclusion:বন্ধ ভোটগ্রহণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.