ETV Bharat / state

আউশগ্রামে ডাকাতির ছক বানচাল, ধৃত 10 - চুরির ঘটনার কিনারা

কয়েকজন যুবক আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে জড়ো হয়েছে বলে বুধবার গভীর রাতে খবর পায় পুলিশ । সেখান থেকে 10 জনকে গ্রেপ্তার করা হয় ৷

image
ডাকাতির ছক বানচাল করল পুলিশ
author img

By

Published : Jul 3, 2020, 12:18 AM IST

আউশগ্রাম, 2 জুলাই : বড়সড় ডাকাতির ছক বানচাল করল আউশগ্রাম পুলিশ ৷ ডাকাতির আগেই 10 জন যুবককে গ্রেপ্তার করল তারা । পুলিশের দাবি, ওই 10 যুবক ডাকাতির উদ্দেশ্যে বুধবার গভীর রাতে আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে জড়ো হয়েছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ গুসকরা এলাকায় একটি চুরির ঘটনার কিনারাও করেছে ।

কয়েকজন যুবক আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে জড়ো হয়েছে বলে বুধবার গভীর রাতে খবর পায় পুলিশ । সঙ্গে সঙ্গে সেখানে যায় তারা ৷ পুলিশের ভ্যান দেখে পালানোর চেষ্টা করে ওই যুবকরা । কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দশ জনকে ধরে ফেলে । ধৃত সিধু লোহার, আনসার মল্লিক, জালাল শেখ, হিঙ্গল শেখ , গোপাল বিশ্বাস, জামশেদ মল্লিক, রাহুল চৌধুরি, রোহিত শেখ, রাহুল পণ্ডিত ও মির সাকির সকলেই গুসকরার বাসিন্দা ।

কয়েক দিন আগে গুসকরার পূর্বাশা পল্লি এলাকায় একটা বাড়ির তালা ভেঙে কয়েক লাখ টাকা এবং গয়না চুরির ঘটনা ঘটেছিল । এই ঘটনায় তারা যুক্ত ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ভোজালি, লাঠি , লঙ্কাগুঁড়োর প্যাকেট উদ্ধার করা হয়েছে । ডাকাতির উদ্দেশ্যেই ওই যুবকরা জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান । তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে এবং কোন কোন চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আউশগ্রাম, 2 জুলাই : বড়সড় ডাকাতির ছক বানচাল করল আউশগ্রাম পুলিশ ৷ ডাকাতির আগেই 10 জন যুবককে গ্রেপ্তার করল তারা । পুলিশের দাবি, ওই 10 যুবক ডাকাতির উদ্দেশ্যে বুধবার গভীর রাতে আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে জড়ো হয়েছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ গুসকরা এলাকায় একটি চুরির ঘটনার কিনারাও করেছে ।

কয়েকজন যুবক আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে জড়ো হয়েছে বলে বুধবার গভীর রাতে খবর পায় পুলিশ । সঙ্গে সঙ্গে সেখানে যায় তারা ৷ পুলিশের ভ্যান দেখে পালানোর চেষ্টা করে ওই যুবকরা । কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দশ জনকে ধরে ফেলে । ধৃত সিধু লোহার, আনসার মল্লিক, জালাল শেখ, হিঙ্গল শেখ , গোপাল বিশ্বাস, জামশেদ মল্লিক, রাহুল চৌধুরি, রোহিত শেখ, রাহুল পণ্ডিত ও মির সাকির সকলেই গুসকরার বাসিন্দা ।

কয়েক দিন আগে গুসকরার পূর্বাশা পল্লি এলাকায় একটা বাড়ির তালা ভেঙে কয়েক লাখ টাকা এবং গয়না চুরির ঘটনা ঘটেছিল । এই ঘটনায় তারা যুক্ত ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ভোজালি, লাঠি , লঙ্কাগুঁড়োর প্যাকেট উদ্ধার করা হয়েছে । ডাকাতির উদ্দেশ্যেই ওই যুবকরা জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান । তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে এবং কোন কোন চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.