ETV Bharat / state

লকডাউনে বন্ধ স্কুল, সমস্যায় আংশিক সময়ের শিক্ষক- শিক্ষিকারা

স্কুল বন্ধ থাকায় নেই বেতন, বন্ধ প্রাইভেট টিউশনও । ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা । বর্ধমানে আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টি জানানো হয় । আবেদন করা হয়, রাজ্য সরকার যেন তাঁদের জন্য এই পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেয় ।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 3:59 PM IST

বর্ধমান, 12 মে : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা । একদিকে স্কুল বন্ধ থাকায় তাঁরা বেতন পাচ্ছেন না । অন্যদিকে, প্রাইভেট টিউশনও বন্ধ । স্বভাবতই আর্থিক সংকটে পড়েছেন তাঁরা । বর্ধমানে আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে । যাতে বলা হয়েছে, সরকার যেন তাঁদের কথা ভেবে কিছু একটা পদক্ষেপ করে ।

আংশিক সময়ের শিক্ষক সংগঠন (WBSPTTA)-র পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে, বিভিন্ন কলেজ যেভাবে আংশিক সময়ের শিক্ষকদের নিযুক্ত করে, স্কুলগুলিও যদি একইভাবে তাঁদের নিযুক্ত করে তাহলে পরিবারগুলি বেঁচে যায় । আংশিক সময়ের যেসব শিক্ষক- শিক্ষিকা আছেন তাঁদের কেউ কেউ 10 থেকে 15 বছর ধরে বিভিন্ন স্কুলে পড়ানোর কাজ করছেন । তাঁদের বেতন দেওয়া হয় স্কুলের ফান্ড থেকে । কেউ পান হাজার থেকে বারোশো টাকা, কেউ আবার 2000 টাকা । এই সামান্য বেতন এবং প্রাইভেট টিউশনের মাধ্যমে তাঁরা সংসার খরচ চালান । কিন্তু লকডাউনের জেরে সবকিছুই বন্ধ হয়ে গেছে । ফলে তাঁরা যাতে বেতন পান সেবিষয়ে সঠিক পদক্ষেপ করার জন্য আবেদনে জানানো হয়েছে ।

এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার আংশিক সময়ের শিক্ষক সুপ্রিয় বন্ধু বলেন, "স্কুল থেকে দেওয়া সামান্য বেতন এবং অল্প কিছু টিউশন করে আমাদের সংসার চলে । লকডাউনের জেরে সব বন্ধ হয়ে গেছে । এর আগে আমরা স্থায়ীকরণসহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম । সরকার যদি আমাদের কথা ভেবে কিছু সুব্যবস্থা করে তাহলে আমাদের পরিবারগুলি রক্ষা পায় ।"

পূর্ব বর্ধমান জেলার আংশিক সময়ের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জনকুমার দাসের কথায়, "লকডাউনে খুব সমস্যায় পড়েছি । স্কুল, টিউশন সব বন্ধ । ফলে রোজগার নেই । আমাদের বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের কাছে আবেদন করছি ।"

বর্ধমান, 12 মে : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা । একদিকে স্কুল বন্ধ থাকায় তাঁরা বেতন পাচ্ছেন না । অন্যদিকে, প্রাইভেট টিউশনও বন্ধ । স্বভাবতই আর্থিক সংকটে পড়েছেন তাঁরা । বর্ধমানে আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে । যাতে বলা হয়েছে, সরকার যেন তাঁদের কথা ভেবে কিছু একটা পদক্ষেপ করে ।

আংশিক সময়ের শিক্ষক সংগঠন (WBSPTTA)-র পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে, বিভিন্ন কলেজ যেভাবে আংশিক সময়ের শিক্ষকদের নিযুক্ত করে, স্কুলগুলিও যদি একইভাবে তাঁদের নিযুক্ত করে তাহলে পরিবারগুলি বেঁচে যায় । আংশিক সময়ের যেসব শিক্ষক- শিক্ষিকা আছেন তাঁদের কেউ কেউ 10 থেকে 15 বছর ধরে বিভিন্ন স্কুলে পড়ানোর কাজ করছেন । তাঁদের বেতন দেওয়া হয় স্কুলের ফান্ড থেকে । কেউ পান হাজার থেকে বারোশো টাকা, কেউ আবার 2000 টাকা । এই সামান্য বেতন এবং প্রাইভেট টিউশনের মাধ্যমে তাঁরা সংসার খরচ চালান । কিন্তু লকডাউনের জেরে সবকিছুই বন্ধ হয়ে গেছে । ফলে তাঁরা যাতে বেতন পান সেবিষয়ে সঠিক পদক্ষেপ করার জন্য আবেদনে জানানো হয়েছে ।

এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার আংশিক সময়ের শিক্ষক সুপ্রিয় বন্ধু বলেন, "স্কুল থেকে দেওয়া সামান্য বেতন এবং অল্প কিছু টিউশন করে আমাদের সংসার চলে । লকডাউনের জেরে সব বন্ধ হয়ে গেছে । এর আগে আমরা স্থায়ীকরণসহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম । সরকার যদি আমাদের কথা ভেবে কিছু সুব্যবস্থা করে তাহলে আমাদের পরিবারগুলি রক্ষা পায় ।"

পূর্ব বর্ধমান জেলার আংশিক সময়ের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জনকুমার দাসের কথায়, "লকডাউনে খুব সমস্যায় পড়েছি । স্কুল, টিউশন সব বন্ধ । ফলে রোজগার নেই । আমাদের বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের কাছে আবেদন করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.