বর্ধমান, 14 এপ্রিল: শুদ্ধিকরণের পথে তৃণমূল কংগ্রেস ! দলের পুরোনো নেতা কর্মীদের গুরুত্ব দিতে শুরু করল জোড়াফুল শিবির ৷ বাংলা নববর্ষের আগেই বিভিন্ন পদে আদি তৃণমূল নেতাদের নিয়োগ করলো তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এলাকার স্বচ্ছ ভাবমূর্তীর লোককেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে দল ৷ পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই জেলা স্তরে খোলনলচে বদলে দলকে ফের নতুন করে গড়ে তুলতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব ৷
তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে অনুযায়ী একটি তালিকা প্রকাশ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ যদিও সেই তালিকা প্রকাশ করার পরও অনেক পুরনো নেতা-কর্মীদের সম্মান জানানো হয়নি বলেও জেলা সভাপতির কাছে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শুধু তাই নয় যাঁরা রাজনীতি থেকে দূরে থাকেন তাঁরা কমিটিতে জায়গা পেলেও যাঁরা দীর্ঘদিন দলের হয়ে কাজ করেছেন তাদের কমিটিতে রাখা হয়নি বলেও অভিযোগ।
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সভাপতি ও চেয়ারম্যান নিয়ে জেলা কমিটিতে আছেন মোট 81 জন। সহ-সভাপতি করা হয়েছে 25 জনকে। সাধারণ সম্পাদক 22 জন ও সম্পাদক করা হয়েছে 23 জনকে। তবে কমিটির মধ্যে জায়গা হয়নি কেতুগ্রাম, মঙ্গলকোট কিংবা আউশগ্রামের কোনও নেতার। অথচ অনুব্রত মণ্ডল যখন এই তিন বিধানসভার দায়িত্বে ছিলেন তখন তাঁর অনুগামীরাই পেতেন সমস্ত কিছুর দায়িত্ব। যা নিয়ে অন্যান্য তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
দলীয় সূত্রে খবর, মূলত যাদের বিরুদ্ধে দল বিরোধী কাজ কিংবা নানা ধরনের অভিযোগ উঠছিল, এবং যাঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল তাঁদের ব্লক সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের অবশ্য একেবারে কোনঠাসা বা নিরাশ করেনি দল ৷ সেই নেতাদের অন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফে। তবে অনুব্রত মণ্ডলের এলাকাগুলিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়েও দলের অন্দরে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি এলাকাগুলিতে এমন কাউকে দায়িত্ব দিতে চাইছে দল, যাঁদের এলাকায় ভাবমূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন। সেক্ষেত্রে দলের পক্ষ থেকে সাধারণ মানুষের মতামতও নেওয়া হতে পারে বলে জানায় তৃণমূল নেতৃত্ব।
এমনিতেই দলের জেলা কমিটিতে বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে। সহ-সভাপতি পদে নয় জন নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরোনো দিনের নেতা কর্মীদেরও দলে জায়গা দেওয়া হচ্ছে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "ব্লক সভাপতির পরিবর্তন করা হয়েছে। কিন্তু যাঁরা ছিলেন তাঁরা যাতে জেলা কমিটিতে জায়গা পান সেই ব্যবস্থাও করা হয়েছে। পুরোনো নেতা কর্মীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে ৷"