ETV Bharat / state

'শতাব্দী প্রাচীন কার্জন গেট তৈরির কৃতিত্ব নিতে চায় তৃণমূল', সায়নীর মন্তব্যে পালটা সূর্যকান্তের - Bardhaman Curzon Gate

TMC Curzon Gate Controversy: বারো বছর আগে এই গেট ছিল ? সায়নীর প্রশ্নে কার্জন গেট ঘিরে বিতর্কে তৃণমূল ৷ তৃণমূলকে কটাক্ষ করলেন প্রবীণ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷

ETV Bharat
বর্ধমানের কার্জন গেট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 5:24 PM IST

  • শতাব্দী প্রাচীন গেট তৈরির ক্রেডিট নিতে চায় তৃণমূল pic.twitter.com/CSncDuZoib

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্ধমান, 5 জানুয়ারি: "বারো বছর আগে বর্ধমান শহরে এই গেট ছিল ?" ভরা জনসভায় প্রশ্ন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের ৷ 3 জানুয়ারি পূর্ব বর্ধমানের কার্জন গেটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, জনসভার আয়োজন করেছিল তৃণমূল ৷ এই সভা থেকেই তৃণমূলের যুব নেত্রী সায়নী দাবি করেন, বারো বছরে এলাকায় যে উন্নতি হয়েছে, তা আগে ছিল না ৷ এমনকী তিনি 'এই গেট' বলতে কার্জন গেটের কথাই উল্লেখ করেছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের ৷ এ দিকে, তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় লেখেন, "শতাব্দী প্রাচীন গেট তৈরির ক্রেডিট নিতে চায় তৃণমূল ৷"

সায়নীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সায়নী ঘোষ তাঁর বক্তব্যে কখনও কার্জন গেটের নাম উল্লেখ করেননি ৷ বর্ধমান স্টেশন থেকে দক্ষিণ দিক বরাবর প্রায় দু'কিলোমিটার গেলে ডানদিকে মিলবে কার্জনগেট ৷ বর্ধমানে বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই গেট তৈরি করা হয় ৷ 1904 সালে লর্ড কার্জনের সফর উপলক্ষে গেটের নামকরণ করা হয় কার্জনগেট ৷ স্বাধীনতার পর সেই নাম বদলে করা হয় বিজয় তোরণ ৷ তবে বর্ধমানবাসী তথা অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের কাছেও এই গেট 'কার্জনগেট' বলেই পরিচিত ৷

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বুধবার বিকেলে উল্লাস মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল করে তৃণমূল ৷ মিছিলে নেতৃত্ব দেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ৷ সেখান থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল যুব নেত্রী ৷

জনসভা থেকে কার্জন গেটের নাম না করে গেট দেখিয়ে সায়নী ঘোষ বলেন, "মানুষের বাড়ি বাড়ি যান তাঁদেরকে গিয়ে বোঝান ৷ বারো বছর আগে কী ছিল, আর কী ছিল না ৷ এই 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী কী কাজ করেছে, সেটাও তুলে ধরতে হবে ৷" এরপরেই তিনি প্রশ্ন ছোড়েন, "বারো বছর আগে ছিল ওই গেট ছিল ? এই আলো ছিল ? ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল ছিল ? কিচ্ছু ছিল না ৷"

সায়নী ঘোষের এই মন্তব্য ভাইরাল হয় ৷ শুরু হয় রাজনৈতিক তরজা ৷ জেলা বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই বলেন, "কী অদ্ভুত ধরনের কথাবার্তা, উনি তো কার্জন গেটের সামনেই সভা করেছেন ৷ উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন ৷ সেখানে তো একটাই গেট, সেই কার্জন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বর্ধমান কেন পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না ৷ তাহলে দু'দিন পরে যখন মুখ্যমন্ত্রী কার্জন গেট চত্বরে কিছু উদ্বোধন করে যান, তখন তো তারা বলতে শুরু করে দেবে কার্জন গেট তারা তৈরি করেছে । সেটারই কি আগাম বার্তা দিয়ে গেলেন সায়নী ? আসলে রাজনৈতিক ভাবে যাঁদের শিক্ষাদীক্ষা নেই, যে নেত্রী শিবঠাকুরকে নিয়ে কুমন্তব্য করতে পারেন, তাঁদের কাছ থেকে এই ধরনের মন্তব্য ছাড়া আর কী পাওয়া যেতে পারে ৷"

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, "সায়নী ঘোষ বর্ধমানে সভা করতে এসে বলেছেন এই গেট তৃণমূল আমলে তৈরি হয়েছে ৷ তাহলে এই গেট মানে তো কার্জন গেট ছাড়া আর অন্য কোনও গেট নেই ৷ এদের কাজ শুধুমাত্র ভাইপো আর পিসির চটি চেটে তাঁদের মন জয় করা ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
  2. ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ, বিঁধলেন বিজেপিকে
  3. সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে এফআইআর শাসক নেত্রীরই

  • শতাব্দী প্রাচীন গেট তৈরির ক্রেডিট নিতে চায় তৃণমূল pic.twitter.com/CSncDuZoib

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্ধমান, 5 জানুয়ারি: "বারো বছর আগে বর্ধমান শহরে এই গেট ছিল ?" ভরা জনসভায় প্রশ্ন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের ৷ 3 জানুয়ারি পূর্ব বর্ধমানের কার্জন গেটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, জনসভার আয়োজন করেছিল তৃণমূল ৷ এই সভা থেকেই তৃণমূলের যুব নেত্রী সায়নী দাবি করেন, বারো বছরে এলাকায় যে উন্নতি হয়েছে, তা আগে ছিল না ৷ এমনকী তিনি 'এই গেট' বলতে কার্জন গেটের কথাই উল্লেখ করেছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের ৷ এ দিকে, তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় লেখেন, "শতাব্দী প্রাচীন গেট তৈরির ক্রেডিট নিতে চায় তৃণমূল ৷"

সায়নীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সায়নী ঘোষ তাঁর বক্তব্যে কখনও কার্জন গেটের নাম উল্লেখ করেননি ৷ বর্ধমান স্টেশন থেকে দক্ষিণ দিক বরাবর প্রায় দু'কিলোমিটার গেলে ডানদিকে মিলবে কার্জনগেট ৷ বর্ধমানে বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই গেট তৈরি করা হয় ৷ 1904 সালে লর্ড কার্জনের সফর উপলক্ষে গেটের নামকরণ করা হয় কার্জনগেট ৷ স্বাধীনতার পর সেই নাম বদলে করা হয় বিজয় তোরণ ৷ তবে বর্ধমানবাসী তথা অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের কাছেও এই গেট 'কার্জনগেট' বলেই পরিচিত ৷

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বুধবার বিকেলে উল্লাস মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল করে তৃণমূল ৷ মিছিলে নেতৃত্ব দেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ৷ সেখান থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল যুব নেত্রী ৷

জনসভা থেকে কার্জন গেটের নাম না করে গেট দেখিয়ে সায়নী ঘোষ বলেন, "মানুষের বাড়ি বাড়ি যান তাঁদেরকে গিয়ে বোঝান ৷ বারো বছর আগে কী ছিল, আর কী ছিল না ৷ এই 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী কী কাজ করেছে, সেটাও তুলে ধরতে হবে ৷" এরপরেই তিনি প্রশ্ন ছোড়েন, "বারো বছর আগে ছিল ওই গেট ছিল ? এই আলো ছিল ? ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল ছিল ? কিচ্ছু ছিল না ৷"

সায়নী ঘোষের এই মন্তব্য ভাইরাল হয় ৷ শুরু হয় রাজনৈতিক তরজা ৷ জেলা বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই বলেন, "কী অদ্ভুত ধরনের কথাবার্তা, উনি তো কার্জন গেটের সামনেই সভা করেছেন ৷ উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন ৷ সেখানে তো একটাই গেট, সেই কার্জন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বর্ধমান কেন পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না ৷ তাহলে দু'দিন পরে যখন মুখ্যমন্ত্রী কার্জন গেট চত্বরে কিছু উদ্বোধন করে যান, তখন তো তারা বলতে শুরু করে দেবে কার্জন গেট তারা তৈরি করেছে । সেটারই কি আগাম বার্তা দিয়ে গেলেন সায়নী ? আসলে রাজনৈতিক ভাবে যাঁদের শিক্ষাদীক্ষা নেই, যে নেত্রী শিবঠাকুরকে নিয়ে কুমন্তব্য করতে পারেন, তাঁদের কাছ থেকে এই ধরনের মন্তব্য ছাড়া আর কী পাওয়া যেতে পারে ৷"

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, "সায়নী ঘোষ বর্ধমানে সভা করতে এসে বলেছেন এই গেট তৃণমূল আমলে তৈরি হয়েছে ৷ তাহলে এই গেট মানে তো কার্জন গেট ছাড়া আর অন্য কোনও গেট নেই ৷ এদের কাজ শুধুমাত্র ভাইপো আর পিসির চটি চেটে তাঁদের মন জয় করা ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
  2. ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ, বিঁধলেন বিজেপিকে
  3. সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে এফআইআর শাসক নেত্রীরই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.