ETV Bharat / state

বর্ধমানের মেমারিতে কোরোনা আক্রান্ত আরও 1 - কোরোনা

মেমারি এলাকার এক যুবক কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি ছিলেন । প্রথমে তাঁর অন্যান্য শারীরিক পরীক্ষার সঙ্গে সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয় ৷

one more person infected with corona positive in east burdwan
বর্ধমানের মেমারিতে কোরোনা আক্রান্ত আরও 1
author img

By

Published : May 8, 2020, 9:23 PM IST

বর্ধমান, 8 মে : ফের বর্ধমানের মেমারিতে কোরোনায় আক্রান্ত হলেন একজন ৷ যদিও জেলা প্রশাসনের তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি ৷

মেমারি এলাকার এক যুবক অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি ছিলেন । প্রথমে তাঁর অন্য শারীরিক পরীক্ষার সঙ্গে সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তাঁকে ছুটি দেওয়া হয় ৷ কিন্তু তাঁর শরীরে কোরোনার কিছু উপসর্গ থাকায় 6 মে ফের নমুনা সংগ্রহ করা হয় ৷ তাঁকে বলা হয় রিপোর্ট এলে জানিয়ে দেওয়া হবে ৷ এরপর আজ বিকেলে ওই যুবকের রিপোর্ট পজ়িটিভ আসে । আজ আক্রান্ত ওই যুবককে দুর্গাপুরে কোরোনা হাসপাতালে পাঠানো হয় ৷

এরপরেই মেমারি থানার পুলিশ ওই এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরতে শুরু করে । পাশাপাশি ওই আক্রান্তের সংস্পর্শে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা এসেছিলেন সেই তালিকাও তৈরি করা হচ্ছে ।

বর্ধমান, 8 মে : ফের বর্ধমানের মেমারিতে কোরোনায় আক্রান্ত হলেন একজন ৷ যদিও জেলা প্রশাসনের তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি ৷

মেমারি এলাকার এক যুবক অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি ছিলেন । প্রথমে তাঁর অন্য শারীরিক পরীক্ষার সঙ্গে সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তাঁকে ছুটি দেওয়া হয় ৷ কিন্তু তাঁর শরীরে কোরোনার কিছু উপসর্গ থাকায় 6 মে ফের নমুনা সংগ্রহ করা হয় ৷ তাঁকে বলা হয় রিপোর্ট এলে জানিয়ে দেওয়া হবে ৷ এরপর আজ বিকেলে ওই যুবকের রিপোর্ট পজ়িটিভ আসে । আজ আক্রান্ত ওই যুবককে দুর্গাপুরে কোরোনা হাসপাতালে পাঠানো হয় ৷

এরপরেই মেমারি থানার পুলিশ ওই এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরতে শুরু করে । পাশাপাশি ওই আক্রান্তের সংস্পর্শে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা এসেছিলেন সেই তালিকাও তৈরি করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.