বর্ধমান, 13 জুলাই : প্রাতঃভ্রমণ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ নাম বিপদতারণ সর্দার (52) ৷ আজ বাড়ি ফেরার পথে তাঁকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে ৷ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঘটনা ৷
মৃতের বাড়ি মঙ্গলকোটের নতুনহাটে ৷ প্রতিদিনের মতো আজ সকালে লোচনদাস সেতুতে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ তিনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন পিছন থেকে একটি মারুতি ভ্যান তাঁকে ধাক্কা মারে ।
স্থানীয়রা ওই ব্যক্তিকে তড়িঘড়ি সেই মারুতি ভ্যানে তুলে দেন ৷ গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন তাঁরা । কিন্তু হাসপাতালে ভরতি না করে নোয়াপাড়া মাঠের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই চালক । এরপর স্থানীয়রা দেখতে পেয়ে মঙ্গলকোট থানায় ফোন করেন । মঙ্গলকোট থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে আসে । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷