ETV Bharat / state

Arms Recovered from Burdwan : বর্ধমানে অস্ত্র, গুলি-সহ 34টি বোমা উদ্ধার, গ্রেফতার 1 - one arrested with arms in Burdwan

বর্ধমানে অস্ত্র বোমা, গুলি সহ গ্রেফতার এক ব্যক্তি (One Arrested with Arms in Burdwan) ৷ ধৃতের নাম নিজাম শেখ ৷ তার বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় ।

Burdwan Crime News
Arms
author img

By

Published : Apr 1, 2022, 10:22 PM IST

বর্ধমান, 1 এপ্রিল : অস্ত্র, বোমা-সহ আবার গ্রেফতার ৷ এবার বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করলো এক দুষ্কৃতীকে (One Arrested with Arms in Burdwan)। বর্ধমান শহরের লাকুর্ডি এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ।

ধৃতের নাম নিজাম শেখ । তার বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় । তার কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ । সেই সঙ্গে বেশ কিছু বোমা উদ্ধার হয় ।

পুলিশ গোপন সূত্রে জানতে পারে লাকুর্ডি এলাকায় একটা রাইস মিলের পিছনে ফাঁকা মাঠে দুষ্কৃতীরা মাঝেমধ্যেই জড়ো হচ্ছে । এদিন পুলিশ ওই জায়গা থেকে নিজাম শেখকে গ্রেফতার করে । তার বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার হাঁটগাছা গ্রামে। তার কাছ থেকে একটা পাইপগান, তিনটে ওয়ান সার্টার বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে । এছাড়া তার কাছ থেকে তিনটে প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে । যেখান থেকে 34 টি বোমা উদ্ধার করেছে পুলিশ । এদিন ধৃতকে জেলা আদালতে তোলা হয় ।

আরও পড়ুন : 4 Youths Missing in Damodar : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4

বর্ধমান, 1 এপ্রিল : অস্ত্র, বোমা-সহ আবার গ্রেফতার ৷ এবার বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করলো এক দুষ্কৃতীকে (One Arrested with Arms in Burdwan)। বর্ধমান শহরের লাকুর্ডি এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ।

ধৃতের নাম নিজাম শেখ । তার বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় । তার কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ । সেই সঙ্গে বেশ কিছু বোমা উদ্ধার হয় ।

পুলিশ গোপন সূত্রে জানতে পারে লাকুর্ডি এলাকায় একটা রাইস মিলের পিছনে ফাঁকা মাঠে দুষ্কৃতীরা মাঝেমধ্যেই জড়ো হচ্ছে । এদিন পুলিশ ওই জায়গা থেকে নিজাম শেখকে গ্রেফতার করে । তার বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার হাঁটগাছা গ্রামে। তার কাছ থেকে একটা পাইপগান, তিনটে ওয়ান সার্টার বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে । এছাড়া তার কাছ থেকে তিনটে প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে । যেখান থেকে 34 টি বোমা উদ্ধার করেছে পুলিশ । এদিন ধৃতকে জেলা আদালতে তোলা হয় ।

আরও পড়ুন : 4 Youths Missing in Damodar : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.