ETV Bharat / state

বর্ধমানের তেজগঞ্জে বৃদ্ধ খুনের কিনারা, ধৃত 1 - বর্ধমানের অপরাধের খবর

CID ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয় খুনের কিনারা করতে। এছাড়া আশেপাশের এলাকার সমস্ত CCTV ফুটেজও খতিয়ে দেখা হয়। সব কিছু প্রমাণ জোগাড় করার পরেই এলাকা থেকে রণিতকে গ্রেপ্তার করা হয় ।

Burdwan Crime news
ছবি
author img

By

Published : Jul 18, 2020, 8:26 PM IST

বর্ধমান, 18 জুলাই : অবশেষে বর্ধমানে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ । খুনের দায়ে রণিত দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ । ধৃত ওই যুবক বর্ধমান বিবেকানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্র । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নেশা করার টাকা না পেয়েই ওই বৃদ্ধকে খুন করেছে সে ।

বৃদ্ধের খুনের ঘটনার 15 দিনের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ । জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, 2 জুলাই বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় গোরাচাঁদবাবুর বাড়িতে সাইকেল নিয়ে যায় রণিত । ওই যুবক বৃদ্ধের কাছ থেকে টাকা চেয়েছিল । কিন্তু বৃদ্ধ টাকা দিতে অস্বীকার করায় তার গলার নলি কেটে খুন করে সে । এরপর আলমারি খুলে টাকা নেওয়ার জন্য আলমারি তছনছ করে । এরপর সে বাড়ি থেকে বেরোনোর সময়েই, বাড়ির বাইরে তাকে দেখতে পেয়ে যান গোরাচাঁদবাবুর স্ত্রী মীরা দত্ত । মীরা দেবী এসে দেখেন এক যুবক হলুদ জামা পড়ে দাঁড়িয়ে আছে । তাকে কারণ জিজ্ঞাসা করায় সে জানায় ভিতরে গিয়ে দেখুন । এরপরেই ঘরে ঢুকে দেখেন স্বামীর রক্তাক্ত দেহ ।

আরও পড়ুন : বৃদ্ধ খুনের ঘটনায় দরজার তালা খুলেছিল কে ভাবাচ্ছে পুলিশকে !

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরেই জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । CID ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। এছাড়া আশেপাশের সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়। সব কিছু প্রমাণ জোগাড় করার পরেই এলাকা থেকে রণিতকে গ্রেফতার করা হয় ।

বাড়িতে গোরাচাঁদ দত্ত নামের ওই বৃদ্ধ যখন একাই থাকতেন । বিশেষ পরিচিত ছাড়া কাউকেই দরজা খুলতেন না । তাই পুলিশের সন্দেহ ছিল, তাহলে আততায়ী কি ওই বৃদ্ধের পূর্ব পরিচিত ? পুলিশ জানতে পারে রণিতের বাড়ি থেকে গোরাচাঁদবাবু আগে দুধ আনতে যেতেন । সেই থেকেই রণিতের সঙ্গে তার পরিচয় । ঘটনার দিন রণিতকে দেখেই দরজা খুলেছিলেন গোরাচাঁদবাবু । এরপর টাকা চেয়ে না পেয়েই গলার নলি কেটে খুন করে সে । পরে বৃদ্ধের মোবাইল ফোন নিয়ে সে পালিয়ে যায় । প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ ।

বর্ধমান, 18 জুলাই : অবশেষে বর্ধমানে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ । খুনের দায়ে রণিত দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ । ধৃত ওই যুবক বর্ধমান বিবেকানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্র । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নেশা করার টাকা না পেয়েই ওই বৃদ্ধকে খুন করেছে সে ।

বৃদ্ধের খুনের ঘটনার 15 দিনের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ । জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, 2 জুলাই বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় গোরাচাঁদবাবুর বাড়িতে সাইকেল নিয়ে যায় রণিত । ওই যুবক বৃদ্ধের কাছ থেকে টাকা চেয়েছিল । কিন্তু বৃদ্ধ টাকা দিতে অস্বীকার করায় তার গলার নলি কেটে খুন করে সে । এরপর আলমারি খুলে টাকা নেওয়ার জন্য আলমারি তছনছ করে । এরপর সে বাড়ি থেকে বেরোনোর সময়েই, বাড়ির বাইরে তাকে দেখতে পেয়ে যান গোরাচাঁদবাবুর স্ত্রী মীরা দত্ত । মীরা দেবী এসে দেখেন এক যুবক হলুদ জামা পড়ে দাঁড়িয়ে আছে । তাকে কারণ জিজ্ঞাসা করায় সে জানায় ভিতরে গিয়ে দেখুন । এরপরেই ঘরে ঢুকে দেখেন স্বামীর রক্তাক্ত দেহ ।

আরও পড়ুন : বৃদ্ধ খুনের ঘটনায় দরজার তালা খুলেছিল কে ভাবাচ্ছে পুলিশকে !

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরেই জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । CID ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। এছাড়া আশেপাশের সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়। সব কিছু প্রমাণ জোগাড় করার পরেই এলাকা থেকে রণিতকে গ্রেফতার করা হয় ।

বাড়িতে গোরাচাঁদ দত্ত নামের ওই বৃদ্ধ যখন একাই থাকতেন । বিশেষ পরিচিত ছাড়া কাউকেই দরজা খুলতেন না । তাই পুলিশের সন্দেহ ছিল, তাহলে আততায়ী কি ওই বৃদ্ধের পূর্ব পরিচিত ? পুলিশ জানতে পারে রণিতের বাড়ি থেকে গোরাচাঁদবাবু আগে দুধ আনতে যেতেন । সেই থেকেই রণিতের সঙ্গে তার পরিচয় । ঘটনার দিন রণিতকে দেখেই দরজা খুলেছিলেন গোরাচাঁদবাবু । এরপর টাকা চেয়ে না পেয়েই গলার নলি কেটে খুন করে সে । পরে বৃদ্ধের মোবাইল ফোন নিয়ে সে পালিয়ে যায় । প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.