ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করেই টাকা দাবি নার্সিংহোমের - The nursing home ignore Swasthya Sathi Card

স্বাস্থ্যসাথী কার্ডকে অগ্রাহ্য ৷ নার্সিংহোমে হেনস্থার শিকার রোগীর পরিবার ৷

The nursing home demanded money ignoring the Swasthya Sathi Card
The nursing home demanded money ignoring the Swasthya Sathi Card
author img

By

Published : Jun 4, 2021, 9:21 AM IST

বর্ধমান , 4 জুন : স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা নার্সিংহোমের ৷ হেনস্থার শিকার রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোমে ৷

রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয় তাঁদের পরিবারের এক সদস্য ৷ তাঁকে প্রথমে ভর্তি করা হয়েছিল মেমারি হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।

কিন্তু অ্যাম্বুলেন্স চালক তাঁকে বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে নিয়ে যায় একটি নার্সিংহোমে ৷ সেখানেই ঘটে বিপত্তি ৷ চিকিৎসার খরচ বাবদ 43 হাজার টাকার বিল ধরানো হয় রোগীর পরিবারকে ৷

আরও পড়ুন : আরামবাগে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন বর্ধমান রেঞ্জের স্পেশাল আইজি

পরিবারের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও কোনও সুরাহা হয়নি তাঁদের ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷ নার্সিংহোম সূত্রে খবর, পুলিশের মধ্যস্থতায় রোগীর পরিবারকে 5 হাজার টাকা দিতে হয়েছে ।

বর্ধমান , 4 জুন : স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা নার্সিংহোমের ৷ হেনস্থার শিকার রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোমে ৷

রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয় তাঁদের পরিবারের এক সদস্য ৷ তাঁকে প্রথমে ভর্তি করা হয়েছিল মেমারি হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।

কিন্তু অ্যাম্বুলেন্স চালক তাঁকে বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে নিয়ে যায় একটি নার্সিংহোমে ৷ সেখানেই ঘটে বিপত্তি ৷ চিকিৎসার খরচ বাবদ 43 হাজার টাকার বিল ধরানো হয় রোগীর পরিবারকে ৷

আরও পড়ুন : আরামবাগে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন বর্ধমান রেঞ্জের স্পেশাল আইজি

পরিবারের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও কোনও সুরাহা হয়নি তাঁদের ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷ নার্সিংহোম সূত্রে খবর, পুলিশের মধ্যস্থতায় রোগীর পরিবারকে 5 হাজার টাকা দিতে হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.