ETV Bharat / state

Health Centre: আউশগ্রামে বেহাল স্বাস্থ্যকেন্দ্র, সমস্যায় গ্রামবাসীরা - আউশগ্রামে বেহাল স্বাস্থ্যকেন্দ্র

আউশগ্রামের দিগনগরের স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার (Medical Officer) নেই ৷ নার্স ও ফার্মাসিস্টরাই চিকিৎসা করে ওষুধ দেন ৷ সন্ধে হলেই স্বাস্থ্যকেন্দ্রের (Health Centre) লাগোয়া অংশে মদ ও জুয়ার আড্ডা বসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

No Medical officer present in health centre of Ausgram
Health Centre
author img

By

Published : Aug 30, 2022, 9:56 PM IST

আউশগ্রাম, 30 অগস্ট: আউশগ্রামের দিগনগরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা । দীর্ঘদিন ধরে সেখানে কোনও মেডিক্যাল অফিসার নেই (No Medical officer present in health centre) । ফলে নার্স ও ফার্মাসিস্টরাই চিকিৎসা করে ওষুধ দেন । তাও আবার অনিয়মিত । ফলে এখানে রোগীরা এসে প্রায় সময়েই সমস্যার মধ্যে পড়েন । পরিস্থিতি এমনই যে নার্স কিংবা ফার্মাসিস্টের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাই ওষুধ দেন বলে অভিযোগ ।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে মাঝেমধ্যে ক্ষোভে ফেটে পড়লেও কোন সুরাহা হয়নি । উলটে বিকেল থেকে সন্ধে হলেই স্বাস্থ্যকেন্দ্রের লাগোয়া অংশে চলে মদ ও জুয়ার আড্ডা-সহ নানা অসামাজিক কাজকর্ম । এছাড়া স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো এমনই বেহাল যে যেখানে সেখানে পলেস্তারা খসে পড়ছে । যে কোন সময় রোগীদের বিপদের মুখে পড়তে হতে পারে ।

No Medical officer present in health centre of Ausgram
নার্স ও ফার্মাসিস্টরাই চিকিৎসা করে ওষুধ দেন স্বাস্থ্যকেন্দ্রে

স্থানীয় বাসিন্দা শাহাদার দফাদার বলেন, "হাসপাতাল চত্বর অপরিষ্কার। হাসপাতালের সুইপার টাকা পায় না-বলে কাজ করা বন্ধ করে দিয়েছে । এখানকার যিনি স্টাফ তিনি গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) ডিউটি করেন । এখন চাপে পড়ে কোন কারণে এখানে ডিউটি করছেন । এতদিন এখানে একজন ব্যক্তি আছেন, তিনিই অসুধ দিতেন । এখানে কোন চিকিৎসক নেই । ফলে রোগী এখানে এলেও সুস্থ হয় না । হাসপাতালের ভগ্নদশা । বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে । রোগীর উপরে পড়লে যে কেউ আহত হতে পারে । আর সন্ধে নামলেই স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে চলে অসামাজিক কাজকর্ম । বসে মদ ও তাসের আড্ডা । আসলে এখানে দেখার কেউ নেই । স্বাস্থ্য দফতর ও প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি ।"

আউশগ্রামে বেহাল স্বাস্থ্যকেন্দ্র, সমস্যায় গ্রামবাসীরা

আরও পড়ুন: সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন নেশার মুক্তাঞ্চল, নাজেহাল গড়ফা

স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্সিং স্টাফ নমিতা দত্ত বলেন, "সমস্যার কথা কিছু জানি না । গত কয়েকদিন আগে এখানে সিনিয়ার সিস্টার হিসেবে কাজে যোগ দিই । এখানে আসার পর থেকে নিয়ম মেনে রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছি । এখানে মেডিক্যাল অফিসার (Medical Officer) না থাকায় আমিই ওষুধ দিচ্ছি । এখানে চিকিৎসক নেই । তিনি ব্লকে আছেন । সিএমওএইচকে আমি জানিয়েছিলাম যাতে আমাকে এই স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, এরপর আমি ব্লক থেকে এখানে এসেছি । শুধুমাত্র সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এখানে আমি এসেছি ।"

আউশগ্রাম, 30 অগস্ট: আউশগ্রামের দিগনগরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা । দীর্ঘদিন ধরে সেখানে কোনও মেডিক্যাল অফিসার নেই (No Medical officer present in health centre) । ফলে নার্স ও ফার্মাসিস্টরাই চিকিৎসা করে ওষুধ দেন । তাও আবার অনিয়মিত । ফলে এখানে রোগীরা এসে প্রায় সময়েই সমস্যার মধ্যে পড়েন । পরিস্থিতি এমনই যে নার্স কিংবা ফার্মাসিস্টের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাই ওষুধ দেন বলে অভিযোগ ।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে মাঝেমধ্যে ক্ষোভে ফেটে পড়লেও কোন সুরাহা হয়নি । উলটে বিকেল থেকে সন্ধে হলেই স্বাস্থ্যকেন্দ্রের লাগোয়া অংশে চলে মদ ও জুয়ার আড্ডা-সহ নানা অসামাজিক কাজকর্ম । এছাড়া স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো এমনই বেহাল যে যেখানে সেখানে পলেস্তারা খসে পড়ছে । যে কোন সময় রোগীদের বিপদের মুখে পড়তে হতে পারে ।

No Medical officer present in health centre of Ausgram
নার্স ও ফার্মাসিস্টরাই চিকিৎসা করে ওষুধ দেন স্বাস্থ্যকেন্দ্রে

স্থানীয় বাসিন্দা শাহাদার দফাদার বলেন, "হাসপাতাল চত্বর অপরিষ্কার। হাসপাতালের সুইপার টাকা পায় না-বলে কাজ করা বন্ধ করে দিয়েছে । এখানকার যিনি স্টাফ তিনি গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) ডিউটি করেন । এখন চাপে পড়ে কোন কারণে এখানে ডিউটি করছেন । এতদিন এখানে একজন ব্যক্তি আছেন, তিনিই অসুধ দিতেন । এখানে কোন চিকিৎসক নেই । ফলে রোগী এখানে এলেও সুস্থ হয় না । হাসপাতালের ভগ্নদশা । বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে । রোগীর উপরে পড়লে যে কেউ আহত হতে পারে । আর সন্ধে নামলেই স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে চলে অসামাজিক কাজকর্ম । বসে মদ ও তাসের আড্ডা । আসলে এখানে দেখার কেউ নেই । স্বাস্থ্য দফতর ও প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি ।"

আউশগ্রামে বেহাল স্বাস্থ্যকেন্দ্র, সমস্যায় গ্রামবাসীরা

আরও পড়ুন: সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন নেশার মুক্তাঞ্চল, নাজেহাল গড়ফা

স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্সিং স্টাফ নমিতা দত্ত বলেন, "সমস্যার কথা কিছু জানি না । গত কয়েকদিন আগে এখানে সিনিয়ার সিস্টার হিসেবে কাজে যোগ দিই । এখানে আসার পর থেকে নিয়ম মেনে রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছি । এখানে মেডিক্যাল অফিসার (Medical Officer) না থাকায় আমিই ওষুধ দিচ্ছি । এখানে চিকিৎসক নেই । তিনি ব্লকে আছেন । সিএমওএইচকে আমি জানিয়েছিলাম যাতে আমাকে এই স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, এরপর আমি ব্লক থেকে এখানে এসেছি । শুধুমাত্র সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এখানে আমি এসেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.