ETV Bharat / state

24 ঘণ্টায় মেলেনি কোরোনা আক্রান্তের খোঁজ, স্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন - কোরোনা

পূর্ব বর্ধমান জেলায় 127 জন কোরোনা আক্রান্ত হলেও 108 জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিকিৎসা চলছে 19 জনের ।

corona
ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2020, 1:56 AM IST


বর্ধমান, 10 জুন : সোমবার কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কাটোয়ার এক বাসিন্দা ৷ এর জেরে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 127 । কিন্তু, মঙ্গলবার কেউ আক্রান্ত না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।



জেলায় 127 জন আক্রান্ত হলেও 108 জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিকিৎসা চলছে 19 জনের । তবে কাটোয়ায় একটি কন্টেনমেন্ট জ়োন বেড়েছে ৷ এর জেরে জেলায় এখন কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা 75 ।


পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক(স্বাস্থ্য) রজত নন্দা বলেন, এখনও পর্যন্ত বর্ধমানে 172টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে । এর মধ্যে 19 হাজার 227 জন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা । তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে দশটা করে ট্রেন আসছে । তবে ধীরে ধীরে শ্রমিক আসার সংখ্যা কমতে শুরু করেছে । আগে গড়ে প্রতিদিন প্রায় 1 হাজার 600 শ্রমিক আসতেন । এখন সেই সংখ্যা কমে 600 হয়েছে ।

জেলায় রেস্তরাঁ খোলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজ্যের গাইডলাইন দেওয়া হয়েছে । পুলিশকে বলা হয়েছে । নজরদারি চলবে ।


বর্ধমান, 10 জুন : সোমবার কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কাটোয়ার এক বাসিন্দা ৷ এর জেরে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 127 । কিন্তু, মঙ্গলবার কেউ আক্রান্ত না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।



জেলায় 127 জন আক্রান্ত হলেও 108 জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিকিৎসা চলছে 19 জনের । তবে কাটোয়ায় একটি কন্টেনমেন্ট জ়োন বেড়েছে ৷ এর জেরে জেলায় এখন কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা 75 ।


পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক(স্বাস্থ্য) রজত নন্দা বলেন, এখনও পর্যন্ত বর্ধমানে 172টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে । এর মধ্যে 19 হাজার 227 জন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা । তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে দশটা করে ট্রেন আসছে । তবে ধীরে ধীরে শ্রমিক আসার সংখ্যা কমতে শুরু করেছে । আগে গড়ে প্রতিদিন প্রায় 1 হাজার 600 শ্রমিক আসতেন । এখন সেই সংখ্যা কমে 600 হয়েছে ।

জেলায় রেস্তরাঁ খোলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজ্যের গাইডলাইন দেওয়া হয়েছে । পুলিশকে বলা হয়েছে । নজরদারি চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.