ETV Bharat / state

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু মন্তেশ্বরে

পরিবারের অন্যরা অবশ্য বলছেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না । তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই অনুমান করতে পারছেন না পরিবারের লোকজন ।

মন্তেশ্বরে রহস্যমৃত্যু
ছবি
author img

By

Published : Nov 3, 2020, 3:35 PM IST

মন্তেশ্বর, 3 নভেম্বর : একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু । পরিবারের বক্তব্য , গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা । পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামের ঘটনা । মৃতদের নাম সুদেবচন্দ্র দে (39), তাঁর স্ত্রী রেখা দে (28) ও ছেলে স্নেহাংশু দে (8) । অল্পের জন্য সুদেববাবুর মেয়ে প্রাণে রক্ষা পায় । মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ।

সুদেবচন্দ্র দে কাটোয়ায় রেল পুলিশে কর্মরত ছিলেন । সোমবার বিকেলে তিনি পরিবার নিয়ে মন্তেশ্বরের বাড়িতে যান । সুদেববাবুর মেয়ে জানিয়েছে, সেই রাতেই ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন সুদেববাবু । অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে কিছুক্ষণ পরিবারের সঙ্গে সময় কাটান তিনি । এরপর সবাই শুতে চলে যান ।

রহস্যজনকভাবে মৃত্যু একই পরিবারের তিনজনের

ভোরের দিকে সুদেববাবুর মেয়ে ঘুম থেকে উঠে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায় । মেয়ে ফোন করে পরিবারের অন্যদের ঘটনার কথা জানায় । পরিবারের লোকেরা দরজা খুলতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ । আলমারি দিয়ে দরজা চাপা দেওয়া ছিল । এরপর কোনওরকমে দরজা খুলে তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন । তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন : যুবকের রহস্যমৃত্যু, শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ স্ত্রীর

পরিবারের অন্যরা অবশ্য বলছেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না । তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই অনুমান করতে পারছেন না পরিবারের লোকজন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । খবর দেওয়া হয় পুলিশেও । পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

মন্তেশ্বর, 3 নভেম্বর : একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু । পরিবারের বক্তব্য , গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা । পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামের ঘটনা । মৃতদের নাম সুদেবচন্দ্র দে (39), তাঁর স্ত্রী রেখা দে (28) ও ছেলে স্নেহাংশু দে (8) । অল্পের জন্য সুদেববাবুর মেয়ে প্রাণে রক্ষা পায় । মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ।

সুদেবচন্দ্র দে কাটোয়ায় রেল পুলিশে কর্মরত ছিলেন । সোমবার বিকেলে তিনি পরিবার নিয়ে মন্তেশ্বরের বাড়িতে যান । সুদেববাবুর মেয়ে জানিয়েছে, সেই রাতেই ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন সুদেববাবু । অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে কিছুক্ষণ পরিবারের সঙ্গে সময় কাটান তিনি । এরপর সবাই শুতে চলে যান ।

রহস্যজনকভাবে মৃত্যু একই পরিবারের তিনজনের

ভোরের দিকে সুদেববাবুর মেয়ে ঘুম থেকে উঠে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায় । মেয়ে ফোন করে পরিবারের অন্যদের ঘটনার কথা জানায় । পরিবারের লোকেরা দরজা খুলতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ । আলমারি দিয়ে দরজা চাপা দেওয়া ছিল । এরপর কোনওরকমে দরজা খুলে তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন । তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন : যুবকের রহস্যমৃত্যু, শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ স্ত্রীর

পরিবারের অন্যরা অবশ্য বলছেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না । তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই অনুমান করতে পারছেন না পরিবারের লোকজন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । খবর দেওয়া হয় পুলিশেও । পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.