ETV Bharat / state

তৃণমূল দলটা উঠে যাচ্ছে ভাবতে আমার কষ্ট হয় : মুকুল রায় - মমতাকে কটাক্ষ মুকুলের

বিজেপির সভা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মুকুল রায় । এদিকে মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অমল বাগ তাঁর সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন ।

Mukul Roy
author img

By

Published : Dec 24, 2020, 9:10 PM IST

মন্তেশ্বর, 24 ডিসেম্বর : ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় । সিঙ্গুর প্রসঙ্গে আজ তিনি বলেন, "সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জিকে আর ভাবার দরকার নেই । এবার বিজেপি ক্ষমতায় এসে সিঙ্গুর নিয়ে চিন্তাভাবনা করবে ।"

আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । সভা থেকে কটাক্ষ করে তিনি বলেন, "খুব দুঃখ হয় । তৃণমূল দলটা উঠে যাচ্ছে ভাবতে আমার কষ্ট হয় ।"

মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অমল বাগ তাঁর সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন । এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু সহ বিজেপির জেলা নেতৃত্ব ।

মুকুল রায় বলেন, "মমতা ব্যানার্জি যেদিন তৃণমূলে যোগ দেননি সেদিন আমি ছিলাম । আমিই নির্বাচন কমিশনে দলের অনুমতির কাগজ জমা দিয়েছিলাম । আজ রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ । মানুষ এদের হাত থেকে মুক্তি চাইছে । মমতা তার জীবনে একটা ভোটে মুকুলকে ছাড়া লড়েছেন । সেটা গত লোকসভা ভোট । তাতে বিজেপি 18 টা আসন পেয়েছিল ।" তিনি বলেন, " পরিবর্তন হবেই । জোর করে ক্ষমতা ধরে রাখা যায় না । 2009 সালে বুদ্ধবাবুও পারেননি। একবছর আগেই তৃণমূল সরকার পড়ে যেত । শুধু ওদের পাঁচবছর শেষ করতে দিয়েছেন অমিতজি । সবেমাত্র বিজেপিতে কয়েকজন যোগ দিয়েছেন । আগামীদিনে অনেকে আরও দেবেন । তৃণমূল আর দল নেই । ভাবতেও লজ্জা হয় ।"

মন্তেশ্বর, 24 ডিসেম্বর : ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় । সিঙ্গুর প্রসঙ্গে আজ তিনি বলেন, "সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জিকে আর ভাবার দরকার নেই । এবার বিজেপি ক্ষমতায় এসে সিঙ্গুর নিয়ে চিন্তাভাবনা করবে ।"

আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । সভা থেকে কটাক্ষ করে তিনি বলেন, "খুব দুঃখ হয় । তৃণমূল দলটা উঠে যাচ্ছে ভাবতে আমার কষ্ট হয় ।"

মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অমল বাগ তাঁর সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন । এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু সহ বিজেপির জেলা নেতৃত্ব ।

মুকুল রায় বলেন, "মমতা ব্যানার্জি যেদিন তৃণমূলে যোগ দেননি সেদিন আমি ছিলাম । আমিই নির্বাচন কমিশনে দলের অনুমতির কাগজ জমা দিয়েছিলাম । আজ রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ । মানুষ এদের হাত থেকে মুক্তি চাইছে । মমতা তার জীবনে একটা ভোটে মুকুলকে ছাড়া লড়েছেন । সেটা গত লোকসভা ভোট । তাতে বিজেপি 18 টা আসন পেয়েছিল ।" তিনি বলেন, " পরিবর্তন হবেই । জোর করে ক্ষমতা ধরে রাখা যায় না । 2009 সালে বুদ্ধবাবুও পারেননি। একবছর আগেই তৃণমূল সরকার পড়ে যেত । শুধু ওদের পাঁচবছর শেষ করতে দিয়েছেন অমিতজি । সবেমাত্র বিজেপিতে কয়েকজন যোগ দিয়েছেন । আগামীদিনে অনেকে আরও দেবেন । তৃণমূল আর দল নেই । ভাবতেও লজ্জা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.