গলসি, 2 জুলাই : দল চালাতে গেলে টাকা নিতে হয়, দলের একটা নিজের খরচ আছে, এটা সবাই জানে । এমনই বেফাঁস মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের গলসির (Galsi) গোহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রিঙ্কু ঘোষ (Rinku Ghosh) । এই টাকা নেওয়া কাটমানি নয় বলে সাফাই দিয়েছেন তিনি । যদিও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যাঁরা টাকা নেবে তাঁরা ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷
গলসির টেন্ডার প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে ডামাডোল চলছে । গোহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল ভক্তের দাবি, গ্রামের প্রধান রিঙ্কু ঘোষ চাইছেন টেন্ডার প্রক্রিয়া অনলাইনে না করে অফলাইনে করা হোক । তিনি বলেন, ‘'প্রধান বলেছেন টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হোক এটা আমরা চাই । কিন্তু প্রধান দাবি করেছেন তাঁকে নাকি বিডিও জানিয়েছেন, অফলাইনে কাজ করলে কাজ তাড়াতাড়ি হবে ৷ যদিও এরপরেই প্রধান কথা ঘুরিয়ে বলেন, বিডিও নন এটা পার্টির কিছু লোক বলেছেন । আসলে অফলাইনে করলে কিছু নেতার সুবিধা আছে । কিছু কন্ট্রাক্টরের কাজ দেওয়া হয় । যেখান থেকে একটা পার্সেন্টেজ নেওয়া হয় । সেই টাকা তাঁরা পকেটে ভরেন । অনলাইনে করলে তাঁদের স্বার্থ ক্ষুণ্ণ হবে । আমরা চাইছি, পঞ্চায়েতের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হোক । লকডাউনের জন্য দীর্ঘদিন ধরে টেন্ডারের কাজ পিছিয়ে ছিল । পার্টির কিছু নেতৃত্ব প্রধানকে পরামর্শ দিচ্ছেন, সেইমতো প্রধান চলছেন । তবে সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য আমরা চাই টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হোক ।'’
এরপরেই গ্রাম প্রধান রিঙ্কু ঘোষ বলেন, ‘'দল চালাতে গেলে টাকা লাগে । দলের একটা খরচ আছে । দল চালাতে হলে সব কিছুই দরকার । পার্টি ফান্ডে টাকা রাখা হয় । পার্টির তো অনেক কিছুই দরকার । এটা তো কাটমানি নয় । কাটমানি হচ্ছে কোনও বাড়ি বা কোনও প্রজেক্ট এলে, সেখান থেকে কুড়ি-তিরিশ হাজার টাকা নিলে সেটাকে কাটমানি বলে । এটা তো কাটমানি নয় । এটা দল চালাতে গেলে লাগে, সবাই তা জানে । কে নেয়, কীভাবে নেওয়া হয়, সেটা আমি জানি না । এইজন্যই কি অফলাইনে করা হচ্ছিল সেটাও জানি না, আমাকে বিডিও সাহেব বলেছিলেন, অনলাইনে করলে দেরি হতে পারে ৷ অফলাইনে করে দিলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে । অফলাইন করলে যে টাকা নেওয়া হয়, সেটা আমি জানি না।'’
রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ ব্যাপারে বলেছেন, ‘'যাঁরা টাকা নেবেন, ধরা পড়লে তাঁদের শাস্তির ব্যবস্থা আছে । এমনকী পদও চলে যেতে পারে । আমার কাছে নীচু লেভেলের খবর এসে পৌঁছয় না । এটা জেলা নেতৃত্ব বলতে পারবে । যদি টাকা নেওয়ার খবর আমার কাছে আসে, তাহলে আমি ব্যবস্থা নেব ।'’