ETV Bharat / state

গেম খেলার সময় মোবাইল ফেটে জখম নাবালক

মোবাইলে গেম খেলছিল মিরাজুল ৷ সে সময় তার হাতেই মোবাইলটি হঠাৎই ব্লাস্ট করে ৷ সঙ্গে সঙ্গে তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন বিপদমুক্ত সে ৷

জখম নাবালক
author img

By

Published : Sep 12, 2019, 10:41 PM IST

মন্তেশ্বর, 12 সেপ্টেম্বর : মোবাইল ফেটে জখম নাবালক ৷ বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ৷

জখম নাবালকের নাম মিরাজুল হক ৷ ক্লাস ফোরের ছাত্র ৷ পরিবার জানায়, মোবাইলে গেম খেলছিল মিরাজুল ৷ সে সময় তার হাতেই মোবাইলটি হঠাৎই ফেটে যায় ৷ মিরাজুলের আব্বা আনারুল হক বলেন, "মোবাইলটি সে সময় চার্জে বসানো ছিল না । তাই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ছেলে ৷" মোবাইল ব্লাস্টের জেরে আহত হয় মিরাজুল । তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই ৷

মন্তেশ্বর, 12 সেপ্টেম্বর : মোবাইল ফেটে জখম নাবালক ৷ বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ৷

জখম নাবালকের নাম মিরাজুল হক ৷ ক্লাস ফোরের ছাত্র ৷ পরিবার জানায়, মোবাইলে গেম খেলছিল মিরাজুল ৷ সে সময় তার হাতেই মোবাইলটি হঠাৎই ফেটে যায় ৷ মিরাজুলের আব্বা আনারুল হক বলেন, "মোবাইলটি সে সময় চার্জে বসানো ছিল না । তাই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ছেলে ৷" মোবাইল ব্লাস্টের জেরে আহত হয় মিরাজুল । তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই ৷

Intro:ফোন ফেটে গিয়ে আহত ছাত্র

সন্তোষ দাস, মন্তেশ্বর

ফোন নিয়ে গেম খেলার সময়ে ফোন বাস্ট করায় জখম হল এক ছাত্র । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুলুট গ্রামে । জখম চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রের নাম মিরাজুল হক । মোবাইল ফোন বাস্ট করায় ছাত্রের হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়েগিয়ে চিকিৎসা করান ।ছাত্র বিপদ মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন ।


ছাত্রের বাবা আনারুল হক ও মা মণিকা বেগ জানিয়েছে , এদিন বেলার দিকে বাড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিল মিরাজুল । ওই সময়ে হঠাৎতই মোবাইল ফোনটি বাস্ট করে । তারজেরে মিরাজুলের হাত ও পায়ের কিছু অংশ ঝলসে যায় । আনারুল হক বলেন , মোবাইল ফোন চার্জে বসান অবস্থায় ছিলনা । সেই কারণেই তাঁর ছেলে বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে ।Body:ফোন ফেটে গিয়ে Conclusion:আহত ছাত্র

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.