ETV Bharat / state

metal like gold biscuit found : আসল না নকল ? সোনার বিস্কুটের মতো দেখতে বস্তুকে ঘিরে ধন্দে বর্ধমান পুলিশ - metal like gold biscuit found in burdwan

উদ্ধার হওয়া ধাতব বস্তু কি সোনার বিস্কুট ? সেই নিয়েই ধন্দে বর্ধমান থানার পুলিশ ৷ সোমবার বর্ধমান পৌরসভার কাছে এক রিকশাচালকের কাছ থেকে সোনার বিস্কুটের মতো দেখতে একটি ধাতব বস্তু উদ্ধার করেন এক সিভিক ভলান্টিয়ার (Metal like gold biscuit found) ৷ অভিযোগ, এক মহিলার সঙ্গে ওই বস্তুটি নিয়ে তর্কাতর্কি হচ্ছিল ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার সেখানে গেলে, বস্তুটিকে ফেলে দিয়ে পালিয়ে যান দু’জনে ৷

Rrecovered Gold Biscuits are Real or Fake Confusion in Burdwan Police
Rrecovered Gold Biscuits are Real or Fake Confusion in Burdwan Police
author img

By

Published : Jan 18, 2022, 12:31 PM IST

বর্ধমান, 18 জানুয়ারি : দেখতে সোনার বিস্কুটের মতো ৷ কিন্তু, আদৌ সেটি সোনা কিনা, তা নিয়ে ধন্দে পুলিশ (Metal like gold biscuit found) ৷ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার বর্ধমান পৌরসভার কাছে এক রিকশাচালক এবং এক মহিলার কাছ থেকে ওই ওই ধাতব পদার্থটি উদ্ধার করেন এক সিভিক ভলান্টিয়ার ৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে বচসা চলছিল ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার সেখানে গেলে রিকশাচালক রুমালে মোড়া সোনালি রঙের ধাতব বস্তুটি ফেলে দিয়ে পালিয়ে যান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে চম্পট দেন ৷ পরে রুমালের মধ্যে থেকে সোনার বিস্কুটের মতো দেখতে ধাতব বস্তুটি উদ্ধার করেন সিভিক ভলান্টিয়ার ৷ তিনিই বর্ধমান থানায় খবর দেন ৷ তবে, সেটি আদৌ সোনা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷

ওই সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন জানিয়েছেন, তিনি পৌরসভায় একটি কাজে এসেছিলেন ৷ সেখানেই ওই মহিলা এবং রিকশাচালকের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল ৷ এর পর ওই মহিলা সিভিক ভলান্টিয়াকে দেখে তাঁর কাছে অভিযোগ করেন যে, রিকশাচালক কিছু একটা নিয়ে পালাচ্ছেন ৷ তখন ওই রিকশাচালককে ধরতে গেলে তিনি শেখ নাজির হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ৷ আর রাস্তায় রুমালে মুড়ে ওই সোনার বিস্কুটের মত দেখতে বস্তুটিকে ফেলে দিয়ে পালান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে পালিয়ে যান ৷ ওই সিভিক ভলান্টিয়ার তাঁদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হন ৷

আরও পড়ুন : Siliguri Gold Recover : পাজামার গোপন পকেট হাঁতড়ে মিলল 2 কেজি সোনার বিস্কুট !

পরে সোনার বিস্কুটের মত দেখতে বস্তুটিকে বর্ধমান থানায় জমা করে দেন সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন ৷ পুলিশ নিশ্চিতভাবে বলতে পারছে না সেটি সোনার বিস্কুট না সাধারণ ধাতু ৷ কারণ, ওই বস্তুটি আয়তনে খুবই ছোট ৷ আর দেখতেও সাধারণ সোনার বিস্কুটের মতো নয় ৷ ফলে প্রাথমিকভাবে সেটিকে স্থানীয় এক স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করিয়েছে পুলিশ ৷ ওই স্বর্ণকার জানিয়েছেন, পিতলের বিস্কুটের উপর সোনার জল করা হয়েছে ৷ তবে, পুরোপুরি নিশ্চিত হতে সেটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ ৷

বর্ধমান, 18 জানুয়ারি : দেখতে সোনার বিস্কুটের মতো ৷ কিন্তু, আদৌ সেটি সোনা কিনা, তা নিয়ে ধন্দে পুলিশ (Metal like gold biscuit found) ৷ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার বর্ধমান পৌরসভার কাছে এক রিকশাচালক এবং এক মহিলার কাছ থেকে ওই ওই ধাতব পদার্থটি উদ্ধার করেন এক সিভিক ভলান্টিয়ার ৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে বচসা চলছিল ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার সেখানে গেলে রিকশাচালক রুমালে মোড়া সোনালি রঙের ধাতব বস্তুটি ফেলে দিয়ে পালিয়ে যান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে চম্পট দেন ৷ পরে রুমালের মধ্যে থেকে সোনার বিস্কুটের মতো দেখতে ধাতব বস্তুটি উদ্ধার করেন সিভিক ভলান্টিয়ার ৷ তিনিই বর্ধমান থানায় খবর দেন ৷ তবে, সেটি আদৌ সোনা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷

ওই সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন জানিয়েছেন, তিনি পৌরসভায় একটি কাজে এসেছিলেন ৷ সেখানেই ওই মহিলা এবং রিকশাচালকের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল ৷ এর পর ওই মহিলা সিভিক ভলান্টিয়াকে দেখে তাঁর কাছে অভিযোগ করেন যে, রিকশাচালক কিছু একটা নিয়ে পালাচ্ছেন ৷ তখন ওই রিকশাচালককে ধরতে গেলে তিনি শেখ নাজির হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ৷ আর রাস্তায় রুমালে মুড়ে ওই সোনার বিস্কুটের মত দেখতে বস্তুটিকে ফেলে দিয়ে পালান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে পালিয়ে যান ৷ ওই সিভিক ভলান্টিয়ার তাঁদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হন ৷

আরও পড়ুন : Siliguri Gold Recover : পাজামার গোপন পকেট হাঁতড়ে মিলল 2 কেজি সোনার বিস্কুট !

পরে সোনার বিস্কুটের মত দেখতে বস্তুটিকে বর্ধমান থানায় জমা করে দেন সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন ৷ পুলিশ নিশ্চিতভাবে বলতে পারছে না সেটি সোনার বিস্কুট না সাধারণ ধাতু ৷ কারণ, ওই বস্তুটি আয়তনে খুবই ছোট ৷ আর দেখতেও সাধারণ সোনার বিস্কুটের মতো নয় ৷ ফলে প্রাথমিকভাবে সেটিকে স্থানীয় এক স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করিয়েছে পুলিশ ৷ ওই স্বর্ণকার জানিয়েছেন, পিতলের বিস্কুটের উপর সোনার জল করা হয়েছে ৷ তবে, পুরোপুরি নিশ্চিত হতে সেটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.