ETV Bharat / state

Fire Factory At Burdwan: কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়ারা গ্রামে বালাপোশ কারখানায় আগুন লাগে (Fire Factory At Burdwan) ৷ দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুনের গ্রাসে ক্ষতি হয়েছে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা৷

Fire Factory At Burdwan
কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতি কয়েক লক্ষ টাকার
author img

By

Published : Dec 8, 2021, 10:34 PM IST

বর্ধমান, 8 ডিসেম্বর, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বালাপোশ কারখানার জিনিসপত্র (Fire Factory At Burdwan)। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়ারা গ্রামের ঘটনা। দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন এখন নিয়ন্ত্রণ এসে গিয়েছে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের এক ব্যবসায়ী বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়ারা গ্রামে বছর আটেক ধরে বালাপোশ তৈরির কারখানা করেছিলেন। সেখানে বালাপোশ তৈরির পাশাপাশি তুলো তৈরি করা হত। সেই সমস্ত উৎপাদিত পণ্য কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হত। এদিন সন্ধে নাগাদ শট শার্কিট থেকে হঠাৎ কারখানায় আগুন ধরে যায় ৷ নিমেষে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে।

আরও পড়ুন: জাওয়াদের জের, ঝড়-বৃষ্টির আশঙ্কায় তড়িঘড়ি কাটা হচ্ছে ফসল

স্থানীয় বাসিন্দা অরুণ চক্রবর্তী জানান, বালাপোশ কারখানায় মেশিনের শট শার্কিট থেকে আগুন লাগে। দমকল আগুন নেভানোর কাজ করে। কারখানার কর্মী নীতিশ কুমার বলেন, "আট বছর ধরে এখানে ব্যবসা করছি। প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে সবকিছু পুড়ে গিয়েছে।" কীভাবে কারখানায় আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

বর্ধমান, 8 ডিসেম্বর, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বালাপোশ কারখানার জিনিসপত্র (Fire Factory At Burdwan)। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়ারা গ্রামের ঘটনা। দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন এখন নিয়ন্ত্রণ এসে গিয়েছে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের এক ব্যবসায়ী বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়ারা গ্রামে বছর আটেক ধরে বালাপোশ তৈরির কারখানা করেছিলেন। সেখানে বালাপোশ তৈরির পাশাপাশি তুলো তৈরি করা হত। সেই সমস্ত উৎপাদিত পণ্য কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হত। এদিন সন্ধে নাগাদ শট শার্কিট থেকে হঠাৎ কারখানায় আগুন ধরে যায় ৷ নিমেষে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে।

আরও পড়ুন: জাওয়াদের জের, ঝড়-বৃষ্টির আশঙ্কায় তড়িঘড়ি কাটা হচ্ছে ফসল

স্থানীয় বাসিন্দা অরুণ চক্রবর্তী জানান, বালাপোশ কারখানায় মেশিনের শট শার্কিট থেকে আগুন লাগে। দমকল আগুন নেভানোর কাজ করে। কারখানার কর্মী নীতিশ কুমার বলেন, "আট বছর ধরে এখানে ব্যবসা করছি। প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে সবকিছু পুড়ে গিয়েছে।" কীভাবে কারখানায় আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.