ETV Bharat / state

'ইন্ডিয়া' জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন মানিক সরকার

Manik Sarkar: ইন্ডিয়া জোট কতটা সঠিক পথে, সেই নিয়ে এবার প্রশ্ন তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী । লোকসভা ভোটের আগে কতটা তৈরি ইন্ডিয়া জোট, সেই নিয়েও কথা বললেন মানিক সরকার। শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এসে একাধিক মন্তব্য করলেন তিনি।

Manik Sarkar
ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন মানিকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 1:26 PM IST

ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন মানিকের

বর্ধমান, 30 ডিসেম্বর: "এখন থেকে প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে ভাবনা কেন, আগে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করি। তার চেয়ে বড়ো কাজ 28 জনকে এক জায়গায় ধরে রাখা। মনে রাখা দরকার, যারা থাকতে চাইছেন না তাদের জোর করে ধরে রাখা যাবে না।" শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিরুপম সেনের স্মরণসভায় তিনি উপস্থিত ছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি ইন্ডিয়া জোটের নাম প্রকাশ্যে না-বললেও পরোক্ষে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। তাঁর মতে, "একটা শাসকদলকে ক্ষমতাচ্যুত করার জন্য জোটের লড়াই শুরু হয়েছে। অথচ সেই জোটের মধ্যেই নীতি-বিরোধ শুরু হয়েছে। নিজেদের মতো করে কেউ কেউ প্রধানমন্ত্রীর মুখ খুঁজতে শুরু করেছেন। কেন এখন থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনের কাজ করা হবে সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি জোটে থেকেও অনেকেই এমনভাবে প্রধানমন্ত্রী কিংবা অন্য কারও সঙ্গে যোগাযোগ রেখে এমনভাবে হাসিঠাট্টা করছেন যার ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তাই জোটের পাখির চোখ হওয়া উচিত লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করা।"

এদিন সংস্কৃতি লোকমঞ্চে মানিক সরকার বলেন, "আমরা তো লড়াইটা করছি বিজেপির বিরুদ্ধে। কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক তো কিছু দেখছি না। দু'টো সরকারই সমান। বিজেপি ত্রিপুরায় যা করছে তৃণমূল তো পশ্চিমবঙ্গে সেটাই করছে। হঠাৎ করে দেখা গেল জোটের চতুর্থ বৈঠকে একজন প্রধানমন্ত্রীর একটা নাম ঘোষণা করে দিলেন আবার একজন সেটা সমর্থনও করে দিলেন। আগে ভোট হোক। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। তারপর সবাই মিলে বসে ঠিক করব কে প্রধানমন্ত্রী হবে।"

তিনি আরও বলেন, "এর আগে যতবার শাসনক্ষমতায় যারা ছিল তারা শাসকদলকে ক্ষমতাচ্যুত করার পরে অন্যদের যখন ক্ষমতা দখলের সুযোগ আসে তারা নির্বাচিত হওয়ার পরে নিজেরা বসে ঠিক করেছেন। প্রয়োজন হলে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। তাহলে এই প্রশ্নটা এখানে আসছে কেন। এটা মোটেই ঠিক নয়। জল ঢেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে আমরা লড়াই করতে এসেছি। কিন্তু এই যে 28 জনকে এক জায়গায় রাখা সেটাও একটা লড়াই এটাও মাথায় রাখতে হবে।"

মানিক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বিরোধিতা না করলেও পরোক্ষ স্বরেই প্রশ্ন তুলেছেন জোটের রননীতি নিয়ে । যে নীতির পথ মাঝেমাঝেই পিছলে যাচ্ছে বলে মনে করছে ত্রিপুরার প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী । মানিক প্রশ্ন তুলেছেন, বিজেপির বিরুদ্ধে জোট তৈরি হলেও বিজেপির বিরোধিতায় বেশিরভাগ বিরোধী দল কেন সামনে এসে লড়ছে না? তারা আড়ালে কেন কথা বলছে?

এখানেই নীতিগত স্বচ্ছতা নিয়ে মানিক-বানে বিদ্ধ জোট ইন্ডিয়া বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন:

  1. 'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের
  2. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা!
  3. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা

ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন মানিকের

বর্ধমান, 30 ডিসেম্বর: "এখন থেকে প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে ভাবনা কেন, আগে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করি। তার চেয়ে বড়ো কাজ 28 জনকে এক জায়গায় ধরে রাখা। মনে রাখা দরকার, যারা থাকতে চাইছেন না তাদের জোর করে ধরে রাখা যাবে না।" শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিরুপম সেনের স্মরণসভায় তিনি উপস্থিত ছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি ইন্ডিয়া জোটের নাম প্রকাশ্যে না-বললেও পরোক্ষে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। তাঁর মতে, "একটা শাসকদলকে ক্ষমতাচ্যুত করার জন্য জোটের লড়াই শুরু হয়েছে। অথচ সেই জোটের মধ্যেই নীতি-বিরোধ শুরু হয়েছে। নিজেদের মতো করে কেউ কেউ প্রধানমন্ত্রীর মুখ খুঁজতে শুরু করেছেন। কেন এখন থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনের কাজ করা হবে সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি জোটে থেকেও অনেকেই এমনভাবে প্রধানমন্ত্রী কিংবা অন্য কারও সঙ্গে যোগাযোগ রেখে এমনভাবে হাসিঠাট্টা করছেন যার ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তাই জোটের পাখির চোখ হওয়া উচিত লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করা।"

এদিন সংস্কৃতি লোকমঞ্চে মানিক সরকার বলেন, "আমরা তো লড়াইটা করছি বিজেপির বিরুদ্ধে। কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক তো কিছু দেখছি না। দু'টো সরকারই সমান। বিজেপি ত্রিপুরায় যা করছে তৃণমূল তো পশ্চিমবঙ্গে সেটাই করছে। হঠাৎ করে দেখা গেল জোটের চতুর্থ বৈঠকে একজন প্রধানমন্ত্রীর একটা নাম ঘোষণা করে দিলেন আবার একজন সেটা সমর্থনও করে দিলেন। আগে ভোট হোক। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। তারপর সবাই মিলে বসে ঠিক করব কে প্রধানমন্ত্রী হবে।"

তিনি আরও বলেন, "এর আগে যতবার শাসনক্ষমতায় যারা ছিল তারা শাসকদলকে ক্ষমতাচ্যুত করার পরে অন্যদের যখন ক্ষমতা দখলের সুযোগ আসে তারা নির্বাচিত হওয়ার পরে নিজেরা বসে ঠিক করেছেন। প্রয়োজন হলে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। তাহলে এই প্রশ্নটা এখানে আসছে কেন। এটা মোটেই ঠিক নয়। জল ঢেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে আমরা লড়াই করতে এসেছি। কিন্তু এই যে 28 জনকে এক জায়গায় রাখা সেটাও একটা লড়াই এটাও মাথায় রাখতে হবে।"

মানিক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বিরোধিতা না করলেও পরোক্ষ স্বরেই প্রশ্ন তুলেছেন জোটের রননীতি নিয়ে । যে নীতির পথ মাঝেমাঝেই পিছলে যাচ্ছে বলে মনে করছে ত্রিপুরার প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী । মানিক প্রশ্ন তুলেছেন, বিজেপির বিরুদ্ধে জোট তৈরি হলেও বিজেপির বিরোধিতায় বেশিরভাগ বিরোধী দল কেন সামনে এসে লড়ছে না? তারা আড়ালে কেন কথা বলছে?

এখানেই নীতিগত স্বচ্ছতা নিয়ে মানিক-বানে বিদ্ধ জোট ইন্ডিয়া বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন:

  1. 'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের
  2. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা!
  3. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.