ETV Bharat / state

যুবতি খুনে স্বামীর যাবজ্জীবন, জেল খাটতে হবে শাশুড়িকেও - sentenced to life imprisonment

যুবতি খুনে যাবজ্জীবন স্বামীর । তিন বছরের জেল শাশুড়িরও । পূর্ব বর্ধমানের কালনার ঘটনা ।

গতকাল আদালতে পেশের সময়
author img

By

Published : Jun 28, 2019, 10:57 AM IST

Updated : Jun 28, 2019, 12:16 PM IST

কালনা, 28 জুন : ঘুরতে এসে মেয়ে-জামাই উধাও হয়ে গেছিল । পরে মেয়ে অঞ্জুর দেহ বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় । অঞ্জুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অঞ্জুর স্বামী কৃষ্ণলাল রজককে গ্রেপ্তার করে । এরপর গতকাল অঞ্জুকে খুনের দায়ে কৃষ্ণলাল রজককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কালনা মহকুমা আদালত । বিচারক তপনকুমার মণ্ডল কৃষ্ণলালের সঙ্গেই তার মা বেলু রজককেও দোষীসাব্যস্ত করেন । তাকে তিন বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

কৃষ্ণলালের বাড়ি মন্তেশ্বর থানার কসা গ্রামে । 2017 সালের 20 অগাস্ট স্বামী কৃষ্ণলালের সঙ্গে মন্তেশ্বর থানার দেনুর গ্রামে বাবারবাড়ি আসেন অঞ্জু । রাতে খাওয়া-দাওয়ার পর তারা পাশের ঘরে ঘুমোতে যায় ওইদিন । পরে ভোরের দিকে দু'জনকেই আর ঘরে খুঁজে পাওয়া যায়নি । তিনদিন পর 23 অগাস্ট ওই বাড়ির কাছেই টেরা দিঘিতে অঞ্জুর মৃতদেহ ভেসে ওঠে । অঞ্জুর মা সন্তোষী মণ্ডল তাঁর মেয়ের মৃত্যুর জন্য কৃষ্ণলাল ও মাকে দায়ি করেন এবং তাদের নামে অভিযোগ দায়ের করেন । সেই মামলায় 18 জনের সাক্ষ্যদানের পর বুধবার কৃষ্ণলাল ও বেলু রজককে দোষীসাব্যস্ত করা হয় । পরে গতকাল আদালত তাদের এই সাজা ঘোষণা করে ।

প্রসঙ্গত, 2017 সালের 8 এপ্রিল মন্তেশ্বর থানায় সন্তোষী মণ্ডল একটি অভিযোগ করেন । সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে অঞ্জু ভালোবেসে বিয়ে করেছে কৃষ্ণলাল রজককে । কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি কৃষ্ণলালের মা বেলু রজক । ফলে অঞ্জুর উপর তারা শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে । তারপরই ঘটে এই দুর্ঘটনা । বুধবার ভারতীয় দণ্ডবিধির বধূ নির্যাতন (498 A), হত্যা (302) এবং প্রমাণ লোপাট (201) নম্বর ধারায় কৃষ্ণলাল রজককে ও বধূ নির্যাতন (498 A ) ধারায় তার মা বেলু রজককে দোষীসাব্যস্ত করে আদালত ।

কালনা, 28 জুন : ঘুরতে এসে মেয়ে-জামাই উধাও হয়ে গেছিল । পরে মেয়ে অঞ্জুর দেহ বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় । অঞ্জুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অঞ্জুর স্বামী কৃষ্ণলাল রজককে গ্রেপ্তার করে । এরপর গতকাল অঞ্জুকে খুনের দায়ে কৃষ্ণলাল রজককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কালনা মহকুমা আদালত । বিচারক তপনকুমার মণ্ডল কৃষ্ণলালের সঙ্গেই তার মা বেলু রজককেও দোষীসাব্যস্ত করেন । তাকে তিন বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

কৃষ্ণলালের বাড়ি মন্তেশ্বর থানার কসা গ্রামে । 2017 সালের 20 অগাস্ট স্বামী কৃষ্ণলালের সঙ্গে মন্তেশ্বর থানার দেনুর গ্রামে বাবারবাড়ি আসেন অঞ্জু । রাতে খাওয়া-দাওয়ার পর তারা পাশের ঘরে ঘুমোতে যায় ওইদিন । পরে ভোরের দিকে দু'জনকেই আর ঘরে খুঁজে পাওয়া যায়নি । তিনদিন পর 23 অগাস্ট ওই বাড়ির কাছেই টেরা দিঘিতে অঞ্জুর মৃতদেহ ভেসে ওঠে । অঞ্জুর মা সন্তোষী মণ্ডল তাঁর মেয়ের মৃত্যুর জন্য কৃষ্ণলাল ও মাকে দায়ি করেন এবং তাদের নামে অভিযোগ দায়ের করেন । সেই মামলায় 18 জনের সাক্ষ্যদানের পর বুধবার কৃষ্ণলাল ও বেলু রজককে দোষীসাব্যস্ত করা হয় । পরে গতকাল আদালত তাদের এই সাজা ঘোষণা করে ।

প্রসঙ্গত, 2017 সালের 8 এপ্রিল মন্তেশ্বর থানায় সন্তোষী মণ্ডল একটি অভিযোগ করেন । সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে অঞ্জু ভালোবেসে বিয়ে করেছে কৃষ্ণলাল রজককে । কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি কৃষ্ণলালের মা বেলু রজক । ফলে অঞ্জুর উপর তারা শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে । তারপরই ঘটে এই দুর্ঘটনা । বুধবার ভারতীয় দণ্ডবিধির বধূ নির্যাতন (498 A), হত্যা (302) এবং প্রমাণ লোপাট (201) নম্বর ধারায় কৃষ্ণলাল রজককে ও বধূ নির্যাতন (498 A ) ধারায় তার মা বেলু রজককে দোষীসাব্যস্ত করে আদালত ।

Intro:স্ত্রী খুনে স্বামীর যাবজ্জীবন

পুলক যশ, কালনা


শ্বশুর বাড়ি বেড়াতে এসে মেয়ে জামাই উধাও হয়ে গিয়েছিল।পরে মেয়ে অঞ্জুর দেহ বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয়। অঞ্জুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অঞ্জুর স্বামী কৃষ্ণলাল রজককে গ্রেফতার করে। আজ কৃষ্ণলাল রজককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় কালনা মহকুমা আদালত।
কৃষ্ণলাল রজকের বাড়ি মন্তেশ্বর থানার কসা গ্রামে।অন্যদিকে এই ঘটনায় বধূ নির্যাতণের অভিযোগে সাজাপ্রাপ্তের মা অর্থাৎ মৃত বধূর শাশুড়ি বেলু রজকের তিন বছরের জেল ও একহাজার টাকার জরিমানার সাজা দেন কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক তপনকুমার মন্ডল।
আদালতসূত্রে জানা যায় যে,বুধবার ভারতীয় দণ্ডবিধির বধূ নির্যাতন(৪৯৮-এ), হত্যা (৩০২) এবং প্রমাণ লোপাট (২০১) ধারায় স্বামী কৃষ্ণলাল রজককে ও বধূ নির্যাতন(৪৯৮-এ) ধারায় দোষী সাব্যস্ত করা হয় তার মা বেলু রজককে।এরপরেই বৃহস্পতিবার তাদের সাজার রায় দেন বিচারক।প্রসঙ্গত,মন্তেশ্বর থানার দেনুর গ্রামের বাসিন্দা মৃত গৃহবধূর মা সন্তোষী মন্ডল ২০১৭ আগস্ট মাসের ২৩ তারিখে মন্তেশ্বর থানায় একটি অভিযোগে উল্লেখ করেন তার মেয়ে অঞ্জুকে ২০১৭ সালের  এপ্রিল মাসের  ৮ তারিখে  ভালোবেসে বিয়ে করে কসা গ্রামের কৃষ্ণলাল রজক।কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি কৃষ্ণলালের মা বেলু রজক।ফলে অঞ্জুর উপর শুরু হয় শ্বশুরবাড়ির শারিরীক ও মানসিক নির্যাতন।এর মধ্যে ২০১৭ সালের আগস্ট মাসের ২০ তারিখে মেয়ে জামাই বেড়াতে আসে।রাতে খাওয়া-দাওয়ার পর তারা পাশের ঘরে ঘুমোতে যায়। তারপর ভোরের দিকে দুই  জনেই নিখোঁজ হয়ে যায়।এই ঘটনার তিন দিন পর ২৩ শে আগস্ট সকালবেলা বাড়ির কাছেই টেরা দীঘিতে অঞ্জুর মৃতদেহ ভেসে ওঠে।এই মৃত্যুর জন্য জামাই ও তার মা দায়ী।মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা করে।সেই মামলায় ১৮ জনের  সাক্ষ্যদানের পর বুধবার অভিযুক্তরা দোষী সাব্যস্ত  হয় ও বৃহস্পতিবার আদালতের এই রায়দান হয় বলেই জানান এই মামলার সরকারি আইনজীবী বিকাশ রায়।Body:স্ত্রী খুনে স্বামীর যাবজ্জীবন Conclusion:কালনা
Last Updated : Jun 28, 2019, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.