বর্ধমান, 3 জুন: মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাঙাখিলা এলাকায় । অভিযোগ, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় ।
জানা গেছে, মৃতের নাম শঙ্কর ঘোষ (42) । তাঁর বাড়ি কাঁকসা থানার আড়গ্রামে । মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে শঙ্করের মা মারা যান । তারপর থেকেই শঙ্কর মানসিক ভারসাম্য হারায় । গতকাল রাঙাখিলা এলাকার একটি ক্লাবঘরের সামনে থেকে শঙ্করের দেহ উদ্ধার করে পুলিশ । শঙ্করের মামা সুকুমার মণ্ডল জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরোয় শঙ্কর । তারপর আর সে বাড়ি ফেরেনি । স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাঙাখিলা এলাকার বারোয়ারি তলায় হরিনাম সংকীর্তন চলছিল । সেখানে শঙ্করকে দেখা যায় । পরে সেখান থেকে আদিবাসী পাড়ার দিকে যায় শঙ্কর । অভিযোগ, আদিবাসী পাড়ায় শঙ্করকে চোর সন্দেহে পেটানো হয় । পরে আদিবাসী পাড়ার একটি ক্লাবঘরের সামনেই শঙ্করের দেহ পড়ে থাকতে দেখা যায় ।
মৃতের পরিবারের তরফে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।