ETV Bharat / state

Mamata Slams Modi Govt: শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার - Hindenburg Research

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Purba Bardhaman) ৷ সেখান থেকে তিনি তোপ দাগেন কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে ৷ মূলত, বুধবার পেশ করা বাজেট নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তিনি আক্রমণ শানান ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Feb 2, 2023, 1:25 PM IST

Updated : Feb 2, 2023, 4:11 PM IST

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের বাজেট (Union Budget 2023) পেশের পর শেয়ার বাজার (Share Market) চাঙ্গা হলেও পরে তা বেশ কিছুটা ধাক্কা খায় ৷ বিশেষজ্ঞরা বলছেন যে মূলত আদানি গোষ্ঠীর (Adani Group) শেয়ারের দর কমে যাওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ বৃহস্পতিবার এই নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর কথায়, শেয়ার বাজারে ধস নামার জন্য কেন্দ্রের সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত সোমবার থেকে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি ছিলেন পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) ৷ সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচি প্রদান করেন ৷ তাঁর সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সেই খতিয়ান তিনি মঞ্চ থেকে তুলে ধরেন ৷ তার পর ভাষণ দেওয়ার সময় একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

সেই সময়ই তিনি শেয়ার বাজারে ধসের প্রসঙ্গ তোলেন ৷ ওই ধসের জন্য বুধবার কেন্দ্রীয় বাজেট পেশের দিনই মোদি সরকার পতনের মুখে পড়েছিল বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কীভাবে কেন্দ্র তার পতন রুখল, সেই নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, কাল সরকার পড়ে যাচ্ছিল ৷ শেয়ার বাজারে ধস নেমে যাচ্ছিল ৷ যাদের শেয়ার পড়ে যাচ্ছিল, তাদের দেওয়ার জন্য 6-8 জনকে ফোন করে শেয়ার কিনতে বলা হয় কেন্দ্রের তরফে ৷ তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি এই ইস্যুতে কারও নাম উল্লেখ করতে চান না ৷ তবে তাঁর কাছে এই নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন ৷

প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) আদানি গোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে দাবি করা হয়, শেয়ারের দরে জালিয়াতি করেছে ওই সংস্থা ৷ তার পর থেকেই ওই সংস্থার শেয়ারের দর পড়তে শুরু করেছে ৷ যা অব্যাহত ছিল বুধবার ৷ এর প্রভাব বুধবার শেয়ার বাজারেও পড়ে ৷ আর সেই প্রসঙ্গ তুলেই কার্যত মোদি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের বাজেট (Union Budget 2023) পেশের পর শেয়ার বাজার (Share Market) চাঙ্গা হলেও পরে তা বেশ কিছুটা ধাক্কা খায় ৷ বিশেষজ্ঞরা বলছেন যে মূলত আদানি গোষ্ঠীর (Adani Group) শেয়ারের দর কমে যাওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ বৃহস্পতিবার এই নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর কথায়, শেয়ার বাজারে ধস নামার জন্য কেন্দ্রের সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত সোমবার থেকে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি ছিলেন পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) ৷ সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচি প্রদান করেন ৷ তাঁর সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সেই খতিয়ান তিনি মঞ্চ থেকে তুলে ধরেন ৷ তার পর ভাষণ দেওয়ার সময় একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

সেই সময়ই তিনি শেয়ার বাজারে ধসের প্রসঙ্গ তোলেন ৷ ওই ধসের জন্য বুধবার কেন্দ্রীয় বাজেট পেশের দিনই মোদি সরকার পতনের মুখে পড়েছিল বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কীভাবে কেন্দ্র তার পতন রুখল, সেই নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, কাল সরকার পড়ে যাচ্ছিল ৷ শেয়ার বাজারে ধস নেমে যাচ্ছিল ৷ যাদের শেয়ার পড়ে যাচ্ছিল, তাদের দেওয়ার জন্য 6-8 জনকে ফোন করে শেয়ার কিনতে বলা হয় কেন্দ্রের তরফে ৷ তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি এই ইস্যুতে কারও নাম উল্লেখ করতে চান না ৷ তবে তাঁর কাছে এই নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন ৷

প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) আদানি গোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে দাবি করা হয়, শেয়ারের দরে জালিয়াতি করেছে ওই সংস্থা ৷ তার পর থেকেই ওই সংস্থার শেয়ারের দর পড়তে শুরু করেছে ৷ যা অব্যাহত ছিল বুধবার ৷ এর প্রভাব বুধবার শেয়ার বাজারেও পড়ে ৷ আর সেই প্রসঙ্গ তুলেই কার্যত মোদি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

Last Updated : Feb 2, 2023, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.